ডা. মো. সিরাজুস সালেহীন
যখন অস্বাভাবিক কোষগুলো হাড়ে বৃদ্ধি পায়, স্বাভাবিক হাড়ের কোষ ধ্বংস করে, সেটাই হাড়ের ক্যানসার। এটি হাড়ে হতে পারে বা শরীরের অন্যান্য অংশ থেকে হাড়ে ছড়িয়ে যেতে পারে।
এটি দুর্লভ ধরনের রোগ। অধিকাংশ হাড়ে টিউমার বেনাইন হয়, অর্থাৎ এটি ক্যানসার নয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়ায় না। তবে তা হাড় দুর্বল করতে পারে এবং হাড় ভাঙা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।
প্রাইমারি হাড়ে ক্যানসার
এটি একটি ক্যানসার টিউমার। এটি কেন হয় কিংবা এর পেছনে জিনের ভূমিকা আছে কি না, সে বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত নন।
উদাহরণ হলো, অস্টিও সারকোমা। সাধারণত টিনএজারদের হয়ে থাকে, ইউইংস সারকোমা হয়ে থাকে ৫ থেকে ২০ বছরে এবং কন্ড্রোসারকোমা ৪০ থেকে ৭০ বছরের মধ্যে হয়।
সেকেন্ডারি হাড়ে ক্যানসার
এ ক্ষেত্রে ক্যানসার সাধারণত শরীরের অন্য অংশ থেকে শুরু হয়ে পরবর্তী সময়ে হাড়কে আক্রান্ত করে থাকে। একে মেটাসটেটিক ক্যানসারও বলা হয়। সাধারণত স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ফুসফুসের ক্যানসার থেকে সেকেন্ডারি হাড়ে ক্যানসার হতে পারে।
ঝুঁকি বাড়ার কারণ
ক্যানসারের চিকিৎসা: অন্যান্য অঙ্গে ক্যানসারের চিকিৎসা হিসেবে রেডিয়েশন, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বা নির্দিষ্ট কিছু কেমোথেরাপি ওষুধ ব্যবহার করলে হাড়ে ক্যানসার হতে পারে।
হাড়ে ক্যানসারের লক্ষণ
মনে রাখতে হবে, ঘটনাক্রমে অন্য সমস্যার জন্য এক্স-রে করতে গিয়ে হাড়ের ক্যানসার ধরা পড়তে পারে।
পরীক্ষা-নিরীক্ষা
এর জন্য প্রয়োজন রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা, ইমেজিং অর্থাৎ এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, পেট স্ক্যান, হাড় স্ক্যান। এর সঙ্গে কিছু ল্যাবরেটরি পরীক্ষা করাতে হবে। যেমন আলফা ফিটো প্রোটিন, কারসিনো এম্ব্রায়নিক এন্টিজেন। তবে সুনিশ্চিতভাবে হাড়ের ক্যানসার নির্ণয় করার জন্য বায়োপসি করা প্রয়োজন।
চিকিৎসা
পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক ,অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল টিউমার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন
যখন অস্বাভাবিক কোষগুলো হাড়ে বৃদ্ধি পায়, স্বাভাবিক হাড়ের কোষ ধ্বংস করে, সেটাই হাড়ের ক্যানসার। এটি হাড়ে হতে পারে বা শরীরের অন্যান্য অংশ থেকে হাড়ে ছড়িয়ে যেতে পারে।
এটি দুর্লভ ধরনের রোগ। অধিকাংশ হাড়ে টিউমার বেনাইন হয়, অর্থাৎ এটি ক্যানসার নয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়ায় না। তবে তা হাড় দুর্বল করতে পারে এবং হাড় ভাঙা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।
প্রাইমারি হাড়ে ক্যানসার
এটি একটি ক্যানসার টিউমার। এটি কেন হয় কিংবা এর পেছনে জিনের ভূমিকা আছে কি না, সে বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত নন।
উদাহরণ হলো, অস্টিও সারকোমা। সাধারণত টিনএজারদের হয়ে থাকে, ইউইংস সারকোমা হয়ে থাকে ৫ থেকে ২০ বছরে এবং কন্ড্রোসারকোমা ৪০ থেকে ৭০ বছরের মধ্যে হয়।
সেকেন্ডারি হাড়ে ক্যানসার
এ ক্ষেত্রে ক্যানসার সাধারণত শরীরের অন্য অংশ থেকে শুরু হয়ে পরবর্তী সময়ে হাড়কে আক্রান্ত করে থাকে। একে মেটাসটেটিক ক্যানসারও বলা হয়। সাধারণত স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ফুসফুসের ক্যানসার থেকে সেকেন্ডারি হাড়ে ক্যানসার হতে পারে।
ঝুঁকি বাড়ার কারণ
ক্যানসারের চিকিৎসা: অন্যান্য অঙ্গে ক্যানসারের চিকিৎসা হিসেবে রেডিয়েশন, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বা নির্দিষ্ট কিছু কেমোথেরাপি ওষুধ ব্যবহার করলে হাড়ে ক্যানসার হতে পারে।
হাড়ে ক্যানসারের লক্ষণ
মনে রাখতে হবে, ঘটনাক্রমে অন্য সমস্যার জন্য এক্স-রে করতে গিয়ে হাড়ের ক্যানসার ধরা পড়তে পারে।
পরীক্ষা-নিরীক্ষা
এর জন্য প্রয়োজন রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা, ইমেজিং অর্থাৎ এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, পেট স্ক্যান, হাড় স্ক্যান। এর সঙ্গে কিছু ল্যাবরেটরি পরীক্ষা করাতে হবে। যেমন আলফা ফিটো প্রোটিন, কারসিনো এম্ব্রায়নিক এন্টিজেন। তবে সুনিশ্চিতভাবে হাড়ের ক্যানসার নির্ণয় করার জন্য বায়োপসি করা প্রয়োজন।
চিকিৎসা
পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক ,অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল টিউমার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন
অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
২১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
১ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগেস্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
২ দিন আগে