২৫তম বিসিএস‌ স্বাস্থ্য ফোরামের যাত্রা শুরু, নেতৃত্বে করিম ও সাখাওয়াত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২৩: ২৩
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২৩: ২৯
Thumbnail image
ডা. আবদুল করিম মিঠু ও ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিঠু। ছবি: সংগৃহিত

জনপ্রশাসন সংস্কারের উদ্যোগে প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ২৫টি ক্যাডারের দ্বন্দ্বের মধ্যে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা সংগঠিত হচ্ছে। এর মধ্যে ২৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা নতুন সংগঠন গড়ে তুলেছেন।

গতকিাল সোমবার (৬ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে ‘২৫তম বিসিএস স্বাস্থ্য ফোরাম’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে নাক-কান-গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আবদুল করিম মিঠুকে ‘২৫তম বিসিএস স্বাস্থ্য ফোরাম’র আহ্বায়ক এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের একাডেমিক রেজিস্ট্রার ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিঠুকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া নাক-কান-গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. নুরুল করিম চৌধুরী প্রথম যুগ্ম আহ্বায়ক ও ইউরোলজির সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার মো. কবীর হাসান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

চিকিৎসক পেশাজীবী নেতা ডা. মেহেদি হাসানের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিটি গঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ফোরাম ক্যাডার বৈষম্য নিরসন, স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মিত ও দ্রুত পদোন্নতি ও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত