বিশেষ প্রতিনিধি, ঢাকা
যুক্তরাষ্ট্রের তৈরি দুটি প্রতিষ্ঠানের তিন ধরনের হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে দুটি রিংয়ের নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
আজ রোববার বিকেলে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাবোট ল্যাবরেটরিজ, বোস্টন সায়েন্টিফিক—এই দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে হার্টের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়। আলোচনার পর দুটি প্রতিষ্ঠান তাদের তিনটি রিংয়ের দাম কমানো ঘোষণা দেয়।’
মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘অ্যাবোট ল্যাবরেটরিজের তৈরি রিং জায়েন্স প্রাইমের ভিত্তিমূল্য ৫৬১ ডলার থেকে ৪২৫ ডলার হয়েছে, এক্সপেডিশনের বর্তমান ভিত্তিমূল্য ৮৩০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলার হবে। বোস্টন সায়েন্টিফিকের প্রোমাস প্রাইমার নামে একটি রিংয়ের ভিত্তিমূল্য ৫৭০ ডলার থেকে কমে ৪৭০ ডলার হবে। তবে এক্সপেডিশনের দাম সেপ্টেম্বরেই কমবে না। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে দাম কমিয়ে ৬০০ ডলারে নিয়ে আসবে।’
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘রিংয়ের দাম কমানোর জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক হয়। সেই সময়ে তাঁদের রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া প্রতিষ্ঠানগুলো এসব রিং ভারতে আরও কম দামে সরবরাহ করার বিষয়টি নজরে আনলে তাঁরা জানান, ভারতে অনেক বড় বাজার, যেখানে খরচ কম। আমাদের এখানে বাজার ছোট বলে তাদের পরিচালনা ব্যয় বেশি হয়ে থাকে।’
যুক্তরাষ্ট্রের তৈরি দুটি প্রতিষ্ঠানের তিন ধরনের হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে দুটি রিংয়ের নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
আজ রোববার বিকেলে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাবোট ল্যাবরেটরিজ, বোস্টন সায়েন্টিফিক—এই দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে হার্টের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়। আলোচনার পর দুটি প্রতিষ্ঠান তাদের তিনটি রিংয়ের দাম কমানো ঘোষণা দেয়।’
মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘অ্যাবোট ল্যাবরেটরিজের তৈরি রিং জায়েন্স প্রাইমের ভিত্তিমূল্য ৫৬১ ডলার থেকে ৪২৫ ডলার হয়েছে, এক্সপেডিশনের বর্তমান ভিত্তিমূল্য ৮৩০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলার হবে। বোস্টন সায়েন্টিফিকের প্রোমাস প্রাইমার নামে একটি রিংয়ের ভিত্তিমূল্য ৫৭০ ডলার থেকে কমে ৪৭০ ডলার হবে। তবে এক্সপেডিশনের দাম সেপ্টেম্বরেই কমবে না। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে দাম কমিয়ে ৬০০ ডলারে নিয়ে আসবে।’
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘রিংয়ের দাম কমানোর জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক হয়। সেই সময়ে তাঁদের রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া প্রতিষ্ঠানগুলো এসব রিং ভারতে আরও কম দামে সরবরাহ করার বিষয়টি নজরে আনলে তাঁরা জানান, ভারতে অনেক বড় বাজার, যেখানে খরচ কম। আমাদের এখানে বাজার ছোট বলে তাদের পরিচালনা ব্যয় বেশি হয়ে থাকে।’
অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
১ দিন আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
১ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগেস্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
২ দিন আগে