ডা. মো. নূর আলম
কোমরব্যথা অনেক কারণে হয়ে থাকে। এর অন্যতম প্রোলাপ্স লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক বা পিএলআইডি। যাকে আমরা সংক্ষেপে ডিস্ক প্রোলাপ্স হিসেবে জানি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগের বেশি কোমরব্যথার মূল কারণ ডিস্ক প্রোলাপ্স।
আমাদের পিঠ ও কোমরে অনেক ছোট-বড় হাড় বা কশেরুকা বা ভাট্রিবা আছে। এগুলোর মাঝখানে একধরনের কার্টিলেজ থাকে, যা অনেকটা পিচ্ছিল ও জেলির মতো। এগুলোই ডিস্ক।
বিভিন্ন আঘাত কিংবা হাড় ক্ষয় বৃদ্ধির কারণে এই ইন্টারভার্টিবাল ডিস্ক বের হয়ে নার্ভ কিংবা স্পাইনাল কর্ডে চাপ দেয়। ফলে কোমরব্যথা হয়। অনেক সময় এই ব্যথা পায়ের নিচ পর্যন্ত চলে গিয়ে পা ঝিনঝিন করে, অবশ লাগে। দাঁড়িয়ে থাকলে বা হাঁটতে গেলে কষ্ট হয়।
কখনো আবার রোগী বসতে পারে না। অনেক সময় এই ব্যথা কোমর থেকে সরাসরি পায়ে চলে যায়। মাঝে মাঝে দেখা যায়, রোগীর কোমর যেকোনো এক দিকে বাঁকা হয়ে গেছে। এসব শারীরিক সমস্যা এড়াতে কোমরব্যথার কারণ নির্ণয় এবং সঠিক চিকিৎসা নেওয়া জরুরি।
তবে অনেক সময় এই ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে এক করে ফেলা হয়। সে জন্য চিকিৎসা নিতেও দেরি হয়। সতর্ক থাকতে হবে, ডিস্ক প্রোলাপ্সের ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডিস্ক প্রোলাপ্স নাকি কিডনিজনিত ব্যথা, সেটা বোঝার উপায় আছে।
পরামর্শ দিয়েছেন: সিনিয়র কনসালট্যান্ট, আলোক হাসপাতাল লি., মিরপুর-৬, ঢাকা
কোমরব্যথা অনেক কারণে হয়ে থাকে। এর অন্যতম প্রোলাপ্স লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক বা পিএলআইডি। যাকে আমরা সংক্ষেপে ডিস্ক প্রোলাপ্স হিসেবে জানি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগের বেশি কোমরব্যথার মূল কারণ ডিস্ক প্রোলাপ্স।
আমাদের পিঠ ও কোমরে অনেক ছোট-বড় হাড় বা কশেরুকা বা ভাট্রিবা আছে। এগুলোর মাঝখানে একধরনের কার্টিলেজ থাকে, যা অনেকটা পিচ্ছিল ও জেলির মতো। এগুলোই ডিস্ক।
বিভিন্ন আঘাত কিংবা হাড় ক্ষয় বৃদ্ধির কারণে এই ইন্টারভার্টিবাল ডিস্ক বের হয়ে নার্ভ কিংবা স্পাইনাল কর্ডে চাপ দেয়। ফলে কোমরব্যথা হয়। অনেক সময় এই ব্যথা পায়ের নিচ পর্যন্ত চলে গিয়ে পা ঝিনঝিন করে, অবশ লাগে। দাঁড়িয়ে থাকলে বা হাঁটতে গেলে কষ্ট হয়।
কখনো আবার রোগী বসতে পারে না। অনেক সময় এই ব্যথা কোমর থেকে সরাসরি পায়ে চলে যায়। মাঝে মাঝে দেখা যায়, রোগীর কোমর যেকোনো এক দিকে বাঁকা হয়ে গেছে। এসব শারীরিক সমস্যা এড়াতে কোমরব্যথার কারণ নির্ণয় এবং সঠিক চিকিৎসা নেওয়া জরুরি।
তবে অনেক সময় এই ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে এক করে ফেলা হয়। সে জন্য চিকিৎসা নিতেও দেরি হয়। সতর্ক থাকতে হবে, ডিস্ক প্রোলাপ্সের ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডিস্ক প্রোলাপ্স নাকি কিডনিজনিত ব্যথা, সেটা বোঝার উপায় আছে।
পরামর্শ দিয়েছেন: সিনিয়র কনসালট্যান্ট, আলোক হাসপাতাল লি., মিরপুর-৬, ঢাকা
বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে স্টেম সেল প্রতিস্থাপন করে তিনজন ব্যক্তির চোখের ঝাপসা দৃষ্টি সারিয়ে ফেলেছেন জাপানের গবেষকেরা। চোখের কর্নিয়ার গুরুতর ক্ষতির কারণে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। এই গবেষণামূলক চিকিৎসা পদ্ধতিটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
১ ঘণ্টা আগেঅ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
১ দিন আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
১ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগে