বিশেষ প্রতিনিধি, ঢাকা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) গত রোববার রোবক্যাথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুজন রোগীর চিকিৎসা করা হয়েছে। রোবক্যাথ নামক যন্ত্র বিক্রির জন্য একটি কোম্পানির পক্ষে সাময়িকভাবে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে। যদিও বিশ্বব্যাপী এই পদ্ধতি সাধারণ চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত হয়নি। তা ছাড়া এই যন্ত্র ব্যবহারে সামান্য ত্রুটি হলেই রোগীর মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে।
জার্নাল অব নিউরোইন্টারভেনশনে এ-সংক্রান্ত এক গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, এটি সর্বস্তরে ক্লিনিক্যাল ব্যবহারের জন্য অনুমোদিত নয়।
এনআইসিভিডির একাধিক চিকিৎসক জানান, দেশে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো চিকিৎসক নেই। মূলত ২০ থেকে ২৫ কোটি টাকা দামের এই যন্ত্র কিনতে চিকিৎসার কৌশল নেওয়া হয়েছে।
রোবক্যাথের মাধ্যমে অস্ত্রোপচারকারী দলের প্রধান এনআইসিভিডির সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার অবশ্য গণমাধ্যমে বলেন, রোবক্যাথ আর ওয়ান সিস্টেমে ক্যাথল্যাবে একটি রোবোটিক হাত থাকে। দূর থেকে এটি নিয়ন্ত্রণ করেন চিকিৎসকেরা। আগে চিকিৎসকেরা সরাসরি নিজ হাতে যে কাজটি করতেন, সেটি এই পদ্ধতিতে রোবটের মাধ্যমে করা হয়। এতে কাজটি অনেক নিখুঁত হয়। অস্ত্রোপচারে সময় কম লাগে।
এ প্রসঙ্গে এনআইসিভিডির সাবেক পরিচালক অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ বলেন, ‘আমাদের দেশের হৃদ্রোগ বিশেষজ্ঞরা এখনো কনভেনশনাল এনজিওপ্লাস্টি থেকে পিছিয়ে আছেন। কনভেনশনাল এনজিওপ্লাস্টিতে পারদর্শী না হলে রোবক্যাথ করার প্রশ্নই আসে না। পৃথিবীর সব দেশেই কনভেনশনাল এনজিওপ্লাস্টিতে গুরুত্ব দেওয়া হয়।
এখনো কোথাও এই পদ্ধতিকে ক্লিনিক্যাল ঘোষণা করা হয়নি। সম্প্রতি মুজিবুর রহমান ভুইয়া নামের একজন চিকিৎসক সিঙ্গাপুরে এই পদ্ধতিতে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুবরণ করেন।’ তিনি আরও বলেন, এই পদ্ধতি বেশ ব্যয়বহুল। এই পদ্ধতিতে অবশ্য চিকিৎসক বিকিরণ ঝুঁকিমুক্ত থাকেন। তবে ছোটখাটো সমস্যা হলেও রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে।
প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. মমিনুজ্জামান বলেন, ‘এটি দ্বিতীয় প্রজন্মের চিকিৎসাপদ্ধতি। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দেশের কোনো বেসরকারি হাসপাতাল এই পদ্ধতিতে চিকিৎসা করাবে না। তবে সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও গবেষণার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। এর একটি সুবিধা আছে, সেটি হলো দূর থেকে পরিচালনা করা সম্ভব। তবে আমাদের মতো দরিদ্র দেশে এই ব্যয়বহুল চিকিৎসাপদ্ধতি অপ্রয়োজনীয়।’
এ বিষয়ে এনআইসিভিডির সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, রোবক্যাথ আর ওয়ান সিস্টেমের বিষয়টি এখনো পরীক্ষামূলক। এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) গত রোববার রোবক্যাথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুজন রোগীর চিকিৎসা করা হয়েছে। রোবক্যাথ নামক যন্ত্র বিক্রির জন্য একটি কোম্পানির পক্ষে সাময়িকভাবে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে। যদিও বিশ্বব্যাপী এই পদ্ধতি সাধারণ চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত হয়নি। তা ছাড়া এই যন্ত্র ব্যবহারে সামান্য ত্রুটি হলেই রোগীর মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে।
জার্নাল অব নিউরোইন্টারভেনশনে এ-সংক্রান্ত এক গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, এটি সর্বস্তরে ক্লিনিক্যাল ব্যবহারের জন্য অনুমোদিত নয়।
এনআইসিভিডির একাধিক চিকিৎসক জানান, দেশে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো চিকিৎসক নেই। মূলত ২০ থেকে ২৫ কোটি টাকা দামের এই যন্ত্র কিনতে চিকিৎসার কৌশল নেওয়া হয়েছে।
রোবক্যাথের মাধ্যমে অস্ত্রোপচারকারী দলের প্রধান এনআইসিভিডির সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার অবশ্য গণমাধ্যমে বলেন, রোবক্যাথ আর ওয়ান সিস্টেমে ক্যাথল্যাবে একটি রোবোটিক হাত থাকে। দূর থেকে এটি নিয়ন্ত্রণ করেন চিকিৎসকেরা। আগে চিকিৎসকেরা সরাসরি নিজ হাতে যে কাজটি করতেন, সেটি এই পদ্ধতিতে রোবটের মাধ্যমে করা হয়। এতে কাজটি অনেক নিখুঁত হয়। অস্ত্রোপচারে সময় কম লাগে।
এ প্রসঙ্গে এনআইসিভিডির সাবেক পরিচালক অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ বলেন, ‘আমাদের দেশের হৃদ্রোগ বিশেষজ্ঞরা এখনো কনভেনশনাল এনজিওপ্লাস্টি থেকে পিছিয়ে আছেন। কনভেনশনাল এনজিওপ্লাস্টিতে পারদর্শী না হলে রোবক্যাথ করার প্রশ্নই আসে না। পৃথিবীর সব দেশেই কনভেনশনাল এনজিওপ্লাস্টিতে গুরুত্ব দেওয়া হয়।
এখনো কোথাও এই পদ্ধতিকে ক্লিনিক্যাল ঘোষণা করা হয়নি। সম্প্রতি মুজিবুর রহমান ভুইয়া নামের একজন চিকিৎসক সিঙ্গাপুরে এই পদ্ধতিতে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুবরণ করেন।’ তিনি আরও বলেন, এই পদ্ধতি বেশ ব্যয়বহুল। এই পদ্ধতিতে অবশ্য চিকিৎসক বিকিরণ ঝুঁকিমুক্ত থাকেন। তবে ছোটখাটো সমস্যা হলেও রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে।
প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. মমিনুজ্জামান বলেন, ‘এটি দ্বিতীয় প্রজন্মের চিকিৎসাপদ্ধতি। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দেশের কোনো বেসরকারি হাসপাতাল এই পদ্ধতিতে চিকিৎসা করাবে না। তবে সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও গবেষণার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। এর একটি সুবিধা আছে, সেটি হলো দূর থেকে পরিচালনা করা সম্ভব। তবে আমাদের মতো দরিদ্র দেশে এই ব্যয়বহুল চিকিৎসাপদ্ধতি অপ্রয়োজনীয়।’
এ বিষয়ে এনআইসিভিডির সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, রোবক্যাথ আর ওয়ান সিস্টেমের বিষয়টি এখনো পরীক্ষামূলক। এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি।
বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে স্টেম সেল প্রতিস্থাপন করে তিনজন ব্যক্তির চোখের ঝাপসা দৃষ্টি সারিয়ে ফেলেছেন জাপানের গবেষকেরা। চোখের কর্নিয়ার গুরুতর ক্ষতির কারণে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। এই গবেষণামূলক চিকিৎসা পদ্ধতিটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
১ ঘণ্টা আগেঅ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
১ দিন আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
১ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগে