প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
মানুষ ঘুমের মধ্যে নাক ডাকে কেন? ঘুমের মধ্যে শ্বাস নেওয়ার সময় গলার কিছু অংশ কম্পিত হয়। এই কম্পনই নাক ডাকার শব্দ তৈরি করে। পাশের ব্যক্তির নাক ডাকার শব্দে অনেকে ঘুমাতে পারেন না। কিন্তু মানুষ কি নিজের নাক ডাকা শুনতে পায়? শুনতে পেলে তো ঘুমাতে পারার কথা নয়। তাহলে কি নিজের নাক ডাকার শব্দ আমলে না নেওয়ার কোনো ব্যবস্থা মস্তিষ্কের আছে? এসব প্রশ্নের উত্তর লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল নিউরোলজির অধ্যাপক অনিতা শেলগিকার বলেন, ‘কিছু লোক নিজের নাক ডাকার শব্দে জেগে ওঠেন। আবার অনেকে নাক ডাকার তীব্রতা বা নাক ডাকা সম্পর্কে সচেতন থাকেন না। কারণ, প্রত্যেকেরই ঘুম থেকে জেগে ওঠার জন্য ন্যূনতম শব্দসীমা আলাদা। এই ন্যূনতম শব্দসীমা একটি স্বাভাবিক প্রবৃত্তির অংশ। এর কারণেই নির্দিষ্ট সময়ের পর মানুষের ঘুম ভেঙে যায়।
ঘুমের মধ্যে শব্দের প্রভাব একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। কিছু শব্দ একজনের কাছে অন্যদের চেয়ে বেশি বিরক্তিকর মনে হতে পারে। আবার একজন ব্যক্তি প্রতিদিনই কিন্তু নিজের নাক ডাকার শব্দে জেগে ওঠে না।
ডা. অনিতা বলেন, ঘুমের মধ্যে শব্দের প্রভাব নানা বিষয়ের ওপর নির্ভর করে। শব্দের মাত্রা, শব্দের ধরন, ব্যক্তির জাগরণের জন্য ন্যূনতম শব্দসীমা ও অন্যান্য পরিবেশগত কারণ ঘুমকে প্রভাবিত করতে পারে। কিছু মানুষের জন্য ফিসফিস শব্দ বা মৃদু সংগীতও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
বিজ্ঞানীরা দেখেছেন, শুধু শব্দের প্রভাবে মানুষকে জাগানো অতটা সহজ নয়; বিশেষ করে নাক ডাকার ক্ষেত্রে।
গভীর ঘুমের সময় মস্তিষ্ক নাক ডাকাসহ বিভিন্ন শব্দের প্রতি কম সংবেদনশীল হয় বা কম প্রতিক্রিয়া দেখায়। ঘুমের একটি পর্যায় হলো আরইএম (র্যাপিড আই মুভমেন্ট)। এ সময় চোখের মণি দ্রুত নড়াচড়া করে। মানুষ সাধারণত এই পর্যায়েই স্বপ্ন দেখে। আরইএমের সময় মস্তিষ্কের শব্দ প্রক্রিয়াকরণ সক্ষমতা প্রায় ৪০ শতাংশ কমে যায়। ফলে কেউ যদি ঘুমের এই পর্যায়ে নাক ডাকে, তবে তা লক্ষ করার সম্ভাবনা কম।
ডা. অনিতা বলেন, আরইএমের বাইরের পর্যায়ের তুলনায় আরইএম পর্যায়ে জাগরণের ন্যূনতম শব্দসীমা কম থাকে। ফলে ঘুমের এই পর্যায়ে নাক ডাকা ঘুমের বারোটা বাজিয়ে দিতে পারে! উচ্চ শব্দ এবং মস্তিষ্কের সংবেদনশীলতা বৃদ্ধির এই পর্যায়ে নিজের নাক ডাকার শব্দ শুনতে পাওয়া বা এই শব্দে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি।
গবেষণায় দেখা গেছে, নাক ডাকার শব্দের মাত্রা ৬০ ডেসিবেল (সাধারণ কথোপকথন) হলে ঘুমের আরইএম পর্যায়ে মস্তিষ্ক এটিকে প্রায় ৩৬ (ফিসফিসিয়ে কথা বলার মতো) মাত্রায় অনুধাবন করতে পারে। ফলে এই মাত্রার শব্দে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা কম।
তাই ঘুম কতটা গভীর, তার ওপর নির্ভর করে ব্যক্তি নিজের নাক ডাকা শুনতে পাবে কি না। প্রকৃতপক্ষে, যারা নাক ডাকে না, তারাও বেশ কয়েকবার কয়েক সেকেন্ডের জন্য জেগে উঠতে পারে। টানা কয়েক ঘণ্টার একটি ভালো ঘুমের মধ্যে নিয়মিত বিরতিতে সংক্ষিপ্ত জাগরণের এই ঘটনা ২০ থেকে ২৫ বার ঘটতে পারে।
নাক বা মুখ দিয়ে বাতাস সঠিকভাবে প্রবাহিত হতে বাধা পেলে মানুষ নাক ডাকে। মাঝে মাঝে নাক ডাকার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, যদি কেউ স্লিপ অ্যাপনিয়ার (ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার রোগ) মতো অবস্থার কারণে নাক ডাকে, তবে এটি স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
সাম্প্রতিক গবেষণায় ‘ফেজ-লকড অ্যাকুস্টিক স্টিমুলেশন’ নামে একটি নতুন কৌশল আবিষ্কৃত হয়েছে। এটি একটি বিশেষ শব্দ সরবরাহের কৌশল, যা মৃদু তরঙ্গপ্রবাহের মাধ্যমে ঘুমের সময় (গভীর ঘুম) দীর্ঘ করতে পারে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স ও স্মোর সায়েন্স
মানুষ ঘুমের মধ্যে নাক ডাকে কেন? ঘুমের মধ্যে শ্বাস নেওয়ার সময় গলার কিছু অংশ কম্পিত হয়। এই কম্পনই নাক ডাকার শব্দ তৈরি করে। পাশের ব্যক্তির নাক ডাকার শব্দে অনেকে ঘুমাতে পারেন না। কিন্তু মানুষ কি নিজের নাক ডাকা শুনতে পায়? শুনতে পেলে তো ঘুমাতে পারার কথা নয়। তাহলে কি নিজের নাক ডাকার শব্দ আমলে না নেওয়ার কোনো ব্যবস্থা মস্তিষ্কের আছে? এসব প্রশ্নের উত্তর লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল নিউরোলজির অধ্যাপক অনিতা শেলগিকার বলেন, ‘কিছু লোক নিজের নাক ডাকার শব্দে জেগে ওঠেন। আবার অনেকে নাক ডাকার তীব্রতা বা নাক ডাকা সম্পর্কে সচেতন থাকেন না। কারণ, প্রত্যেকেরই ঘুম থেকে জেগে ওঠার জন্য ন্যূনতম শব্দসীমা আলাদা। এই ন্যূনতম শব্দসীমা একটি স্বাভাবিক প্রবৃত্তির অংশ। এর কারণেই নির্দিষ্ট সময়ের পর মানুষের ঘুম ভেঙে যায়।
ঘুমের মধ্যে শব্দের প্রভাব একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। কিছু শব্দ একজনের কাছে অন্যদের চেয়ে বেশি বিরক্তিকর মনে হতে পারে। আবার একজন ব্যক্তি প্রতিদিনই কিন্তু নিজের নাক ডাকার শব্দে জেগে ওঠে না।
ডা. অনিতা বলেন, ঘুমের মধ্যে শব্দের প্রভাব নানা বিষয়ের ওপর নির্ভর করে। শব্দের মাত্রা, শব্দের ধরন, ব্যক্তির জাগরণের জন্য ন্যূনতম শব্দসীমা ও অন্যান্য পরিবেশগত কারণ ঘুমকে প্রভাবিত করতে পারে। কিছু মানুষের জন্য ফিসফিস শব্দ বা মৃদু সংগীতও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
বিজ্ঞানীরা দেখেছেন, শুধু শব্দের প্রভাবে মানুষকে জাগানো অতটা সহজ নয়; বিশেষ করে নাক ডাকার ক্ষেত্রে।
গভীর ঘুমের সময় মস্তিষ্ক নাক ডাকাসহ বিভিন্ন শব্দের প্রতি কম সংবেদনশীল হয় বা কম প্রতিক্রিয়া দেখায়। ঘুমের একটি পর্যায় হলো আরইএম (র্যাপিড আই মুভমেন্ট)। এ সময় চোখের মণি দ্রুত নড়াচড়া করে। মানুষ সাধারণত এই পর্যায়েই স্বপ্ন দেখে। আরইএমের সময় মস্তিষ্কের শব্দ প্রক্রিয়াকরণ সক্ষমতা প্রায় ৪০ শতাংশ কমে যায়। ফলে কেউ যদি ঘুমের এই পর্যায়ে নাক ডাকে, তবে তা লক্ষ করার সম্ভাবনা কম।
ডা. অনিতা বলেন, আরইএমের বাইরের পর্যায়ের তুলনায় আরইএম পর্যায়ে জাগরণের ন্যূনতম শব্দসীমা কম থাকে। ফলে ঘুমের এই পর্যায়ে নাক ডাকা ঘুমের বারোটা বাজিয়ে দিতে পারে! উচ্চ শব্দ এবং মস্তিষ্কের সংবেদনশীলতা বৃদ্ধির এই পর্যায়ে নিজের নাক ডাকার শব্দ শুনতে পাওয়া বা এই শব্দে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি।
গবেষণায় দেখা গেছে, নাক ডাকার শব্দের মাত্রা ৬০ ডেসিবেল (সাধারণ কথোপকথন) হলে ঘুমের আরইএম পর্যায়ে মস্তিষ্ক এটিকে প্রায় ৩৬ (ফিসফিসিয়ে কথা বলার মতো) মাত্রায় অনুধাবন করতে পারে। ফলে এই মাত্রার শব্দে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা কম।
তাই ঘুম কতটা গভীর, তার ওপর নির্ভর করে ব্যক্তি নিজের নাক ডাকা শুনতে পাবে কি না। প্রকৃতপক্ষে, যারা নাক ডাকে না, তারাও বেশ কয়েকবার কয়েক সেকেন্ডের জন্য জেগে উঠতে পারে। টানা কয়েক ঘণ্টার একটি ভালো ঘুমের মধ্যে নিয়মিত বিরতিতে সংক্ষিপ্ত জাগরণের এই ঘটনা ২০ থেকে ২৫ বার ঘটতে পারে।
নাক বা মুখ দিয়ে বাতাস সঠিকভাবে প্রবাহিত হতে বাধা পেলে মানুষ নাক ডাকে। মাঝে মাঝে নাক ডাকার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, যদি কেউ স্লিপ অ্যাপনিয়ার (ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার রোগ) মতো অবস্থার কারণে নাক ডাকে, তবে এটি স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
সাম্প্রতিক গবেষণায় ‘ফেজ-লকড অ্যাকুস্টিক স্টিমুলেশন’ নামে একটি নতুন কৌশল আবিষ্কৃত হয়েছে। এটি একটি বিশেষ শব্দ সরবরাহের কৌশল, যা মৃদু তরঙ্গপ্রবাহের মাধ্যমে ঘুমের সময় (গভীর ঘুম) দীর্ঘ করতে পারে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স ও স্মোর সায়েন্স
বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে স্টেম সেল প্রতিস্থাপন করে তিনজন ব্যক্তির চোখের ঝাপসা দৃষ্টি সারিয়ে ফেলেছেন জাপানের গবেষকেরা। চোখের কর্নিয়ার গুরুতর ক্ষতির কারণে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। এই গবেষণামূলক চিকিৎসা পদ্ধতিটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
২ ঘণ্টা আগেঅ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
১ দিন আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
১ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগে