ফ্যাক্টচেক ডেস্ক
২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। সম্প্রতি তাঁর পড়াশোনার ডেইলি রুটিন দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। রুটিনের রুটিনের পাশে তানজিম মুনতাকা সর্বার ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা’র ডেইলি রুটিন।’
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘মিম লেট (memelate)’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল রুটিনটি খুঁজে পাওয়া যায়। রুটিনের ছবিটি ২০২১ সালের ৭ জুলাই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিএমসি রুটিন, বাংলা ভাইরাল মিম টেমপ্লেট।’
প্রশ্নোত্তরমূলক ওয়েবসাইট কৌরাতেও দুই বছর আগে ‘মেডিকেলের প্রস্তুতি নিতে হলে কীভাবে টাইম–টেবিল বানানো উচিত?’ শিরোনামে একই রুটিন খুঁজে পাওয়া যায়। কৌরাতে ছবিটি প্রকাশ করেন সাজিদ এনাম নামে এক ব্যবহারকারী।
এই দুটি ছবিতেই রুটিনের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে ‘এইচএসসি ২১, ডিএমসি টপার’ এবং নিচে লেখা রয়েছে ‘ডিএমসি টপার ইমরান হাসান শোভন’। তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটিতে ‘এইচএসসি ২১’ লেখাটি নেই। এই পরিবর্তন ছাড়া দুটি রুটিনের মধ্যে কোনো তফাত নেই।
আরও খুঁজতে গিয়ে ‘ডিএমসি টপার (DMC TOPPER)’ নামের প্রায় ৭৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘HSC-21 ব্যাচের রুটিনটা দিলাম। ইনশাআল্লাহ HSC-22 এর জন্য ও খুব শীঘ্রই রুটিন তৈরি করবো।’ ক্যাপশনে আপলোড করা একই রুটিনের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি ২০২১ সালের ১২ জুন পোস্ট করেন ইমরান হাসান শোভন।
ইমরান হাসান শোভন সম্পর্কে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন এবং ডিএমসি টপার গ্রুপটির অ্যাডমিন।
অর্থাৎ তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটি তাঁর প্রস্তুত করা নয়। রুটিনটি ২০২১ সালে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন ইমরান হাসান শোভন নামে একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি সরকারি মেডিকেলের ইন্টার্ন। তিনি রুটিনটি তৈরি করেছিলেন মূলত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।
২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। সম্প্রতি তাঁর পড়াশোনার ডেইলি রুটিন দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। রুটিনের রুটিনের পাশে তানজিম মুনতাকা সর্বার ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা’র ডেইলি রুটিন।’
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘মিম লেট (memelate)’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল রুটিনটি খুঁজে পাওয়া যায়। রুটিনের ছবিটি ২০২১ সালের ৭ জুলাই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিএমসি রুটিন, বাংলা ভাইরাল মিম টেমপ্লেট।’
প্রশ্নোত্তরমূলক ওয়েবসাইট কৌরাতেও দুই বছর আগে ‘মেডিকেলের প্রস্তুতি নিতে হলে কীভাবে টাইম–টেবিল বানানো উচিত?’ শিরোনামে একই রুটিন খুঁজে পাওয়া যায়। কৌরাতে ছবিটি প্রকাশ করেন সাজিদ এনাম নামে এক ব্যবহারকারী।
এই দুটি ছবিতেই রুটিনের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে ‘এইচএসসি ২১, ডিএমসি টপার’ এবং নিচে লেখা রয়েছে ‘ডিএমসি টপার ইমরান হাসান শোভন’। তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটিতে ‘এইচএসসি ২১’ লেখাটি নেই। এই পরিবর্তন ছাড়া দুটি রুটিনের মধ্যে কোনো তফাত নেই।
আরও খুঁজতে গিয়ে ‘ডিএমসি টপার (DMC TOPPER)’ নামের প্রায় ৭৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘HSC-21 ব্যাচের রুটিনটা দিলাম। ইনশাআল্লাহ HSC-22 এর জন্য ও খুব শীঘ্রই রুটিন তৈরি করবো।’ ক্যাপশনে আপলোড করা একই রুটিনের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি ২০২১ সালের ১২ জুন পোস্ট করেন ইমরান হাসান শোভন।
ইমরান হাসান শোভন সম্পর্কে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন এবং ডিএমসি টপার গ্রুপটির অ্যাডমিন।
অর্থাৎ তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটি তাঁর প্রস্তুত করা নয়। রুটিনটি ২০২১ সালে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন ইমরান হাসান শোভন নামে একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি সরকারি মেডিকেলের ইন্টার্ন। তিনি রুটিনটি তৈরি করেছিলেন মূলত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
২ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
৩ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৪ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৪ দিন আগে