ফ্যাক্টচেক ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সম্প্রতি ফেসবুক, ইউটিউবে সংসদ অধিবেশনে তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দাবি করা হচ্ছে, সায়েদুল হক সুমন জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজ্জা নেই—এমন মন্তব্য করেছেন। ভিডিওটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, জাতীয় দলের অলরাউন্ডার সংসদ সদস্য সাকিব আল হাসান ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকেও দেখা যায়।
‘শাকিল সরকার’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ জুন ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি নাই, আপনারা কি জানেন?’ ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ রোববার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২৬ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১৭ হাজার।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম ইন্ডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে একটি ফুটেজ পাওয়া যায়। ফুটেজটি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্যারিস্টার সুমনের দেওয়া বক্তব্যের ভিডিও।
গত ১১ ফেব্রুয়ারি পোস্ট করা ভিডিওটির ক্যাপশন ‘ব্যারিস্টার সুমনের প্রশ্নের জবাব দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী’। ভিডিওটির সঙ্গে ‘সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে ব্যারিস্টার সুমনের বক্তব্য’ দাবিতে ভাইরাল ভিডিওটির বেশ কিছু মিল যেমন, ব্যারিস্টার সুমনের অঙ্গভঙ্গি, আশপাশের লোকজন একই। ভিডিওটিতে ব্যারিস্টার সুমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীর উদ্যোগ সম্পর্কে জানতে চান। পরে বাণিজ্যমন্ত্রী তাঁর প্রশ্নের উত্তর দেন। সুমনের বক্তব্যে ক্রিকেটের কোনো প্রসঙ্গ নেই।
এ থেকে ধারণা করা যায়, ভাইরাল ভিডিওটি এডিট করে অডিও যুক্ত করা হয়ে থাকতে পারে। পরে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম একাত্তর টিভির খেলাধুলাভিত্তিক ফেসবুক পেজ খেলাযোগ–এ ব্যারিস্টার সুমনকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনটি ২০২৩ সালের ১ অক্টোবর পেজটিতে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশন ছিল, ‘৯০০ কোটি টাকার লোভে পড়েছে ওরা!! এতে হিতাহিত কাণ্ডজ্ঞান হারিয়েছে।’
ভিডিওটিতে দেখা যায়, সবুজ গাছগাছালি আচ্ছাদিত একটি উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে একাত্তর টিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন ব্যারিস্টার সুমন। ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে নানা অভিযোগের তির ছোড়েন তিনি। ভিডিও প্রতিবেদনটির ১ মিনিট ১০ সেকেন্ড থেকে ১ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত সময়ে দেওয়া তাঁর বক্তব্যের সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির অডিওর হুবহু মিল পাওয়া যায়।
সুতরাং, একটি সংবাদমাধ্যমে ২০২৩ সালে দেওয়া ব্যারিস্টার সুমনের সাক্ষাৎকার থেকে ভয়েস আলাদা করে সেটি জাতীয় সংসদে ব্যারিস্টার সুমনের বক্তব্য দেওয়ার ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
অবশ্য সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে নিয়ে এ ধরনের ভিডিও এবারই প্রথম নয়। এর আগে ইউটিউবে ভিউ ব্যবসা নিয়ে চলতি মাসের শুরুতেই একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এ প্রতিবেদনে তুলে আনা হয়েছে সৈয়দ সায়েদুল হক সুমনকে নিয়ে ইউটিউবে ক্লিকবেইট থাম্বনেইল, এডিটেড ভিডিও, পুরোনো ভিডিও ব্যবহার করে কীভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিউ বাণিজ্য করছে। বিস্তারিত প্রতিবেদনটি পড়ুন—
ব্যারিস্টার সুমন যখন ইউটিউবারদের ভিউ বাণিজ্যের ‘পুঁজি’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সম্প্রতি ফেসবুক, ইউটিউবে সংসদ অধিবেশনে তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দাবি করা হচ্ছে, সায়েদুল হক সুমন জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজ্জা নেই—এমন মন্তব্য করেছেন। ভিডিওটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, জাতীয় দলের অলরাউন্ডার সংসদ সদস্য সাকিব আল হাসান ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকেও দেখা যায়।
‘শাকিল সরকার’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ জুন ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি নাই, আপনারা কি জানেন?’ ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ রোববার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২৬ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১৭ হাজার।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম ইন্ডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে একটি ফুটেজ পাওয়া যায়। ফুটেজটি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্যারিস্টার সুমনের দেওয়া বক্তব্যের ভিডিও।
গত ১১ ফেব্রুয়ারি পোস্ট করা ভিডিওটির ক্যাপশন ‘ব্যারিস্টার সুমনের প্রশ্নের জবাব দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী’। ভিডিওটির সঙ্গে ‘সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে ব্যারিস্টার সুমনের বক্তব্য’ দাবিতে ভাইরাল ভিডিওটির বেশ কিছু মিল যেমন, ব্যারিস্টার সুমনের অঙ্গভঙ্গি, আশপাশের লোকজন একই। ভিডিওটিতে ব্যারিস্টার সুমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীর উদ্যোগ সম্পর্কে জানতে চান। পরে বাণিজ্যমন্ত্রী তাঁর প্রশ্নের উত্তর দেন। সুমনের বক্তব্যে ক্রিকেটের কোনো প্রসঙ্গ নেই।
এ থেকে ধারণা করা যায়, ভাইরাল ভিডিওটি এডিট করে অডিও যুক্ত করা হয়ে থাকতে পারে। পরে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম একাত্তর টিভির খেলাধুলাভিত্তিক ফেসবুক পেজ খেলাযোগ–এ ব্যারিস্টার সুমনকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনটি ২০২৩ সালের ১ অক্টোবর পেজটিতে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশন ছিল, ‘৯০০ কোটি টাকার লোভে পড়েছে ওরা!! এতে হিতাহিত কাণ্ডজ্ঞান হারিয়েছে।’
ভিডিওটিতে দেখা যায়, সবুজ গাছগাছালি আচ্ছাদিত একটি উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে একাত্তর টিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন ব্যারিস্টার সুমন। ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে নানা অভিযোগের তির ছোড়েন তিনি। ভিডিও প্রতিবেদনটির ১ মিনিট ১০ সেকেন্ড থেকে ১ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত সময়ে দেওয়া তাঁর বক্তব্যের সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির অডিওর হুবহু মিল পাওয়া যায়।
সুতরাং, একটি সংবাদমাধ্যমে ২০২৩ সালে দেওয়া ব্যারিস্টার সুমনের সাক্ষাৎকার থেকে ভয়েস আলাদা করে সেটি জাতীয় সংসদে ব্যারিস্টার সুমনের বক্তব্য দেওয়ার ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
অবশ্য সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে নিয়ে এ ধরনের ভিডিও এবারই প্রথম নয়। এর আগে ইউটিউবে ভিউ ব্যবসা নিয়ে চলতি মাসের শুরুতেই একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এ প্রতিবেদনে তুলে আনা হয়েছে সৈয়দ সায়েদুল হক সুমনকে নিয়ে ইউটিউবে ক্লিকবেইট থাম্বনেইল, এডিটেড ভিডিও, পুরোনো ভিডিও ব্যবহার করে কীভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিউ বাণিজ্য করছে। বিস্তারিত প্রতিবেদনটি পড়ুন—
ব্যারিস্টার সুমন যখন ইউটিউবারদের ভিউ বাণিজ্যের ‘পুঁজি’
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে