ফ্যাক্টচেক ডেস্ক
চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও সুপার এইটে থেমে যায় বাংলাদেশের পথচলা। হতাশাজনক বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাঁদের দেশে ফেরাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বিমান থেকে নেমে ভক্তদের ক্রোধের মুখে পড়েছেন সাকিব–লিটন, শান্তরা। ক্রোধ থেকে বাঁচতে দৌড়ে পালিয়েছেন তাঁরা। ‘মো: সাইদুল ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টা ৪৯ মিনিটে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত ৪ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে ১০ হাজারের বেশি, কমেন্ট হয়েছে ৮ শতাধিক। এসব কমেন্টে অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী ঘটনাটিকে সমর্থন করে মন্তব্য করেছেন। কেউ কেউ এমন ঘটনার নিন্দা জানিয়েছেন।
ভাইরাল এ ভিডিওয়ের প্রথম ৪২ সেকেন্ডে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা একটি কালো রঙের গাড়িকে ধাওয়া করছে, একজন পুলিশ সদস্য তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। ভিডিওটির আরেকটি অংশে একটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা একটি সাদা গাড়িতে হামলা করছে। একই ভিডিও ইউটিউবে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাতুড়ে সিংহের ওপর বিমানবন্দরে হামলার দাবিতে ভাইরাল হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, দুটি ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র যুক্ত করে সাকিব–লিটনদের ওপর ভক্তদের হামলার দাবিতে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।
ঘটনা যাচাই ১: উত্তেজিত জনতার কালো রঙের গাড়িকে ধাওয়া
ভাইরাল ভিডিওটির প্রথম ৪২ সেকেন্ডের ফুটেজটি থেকে কী–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৫ আগস্ট পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ওই বছর বাম জোটের ডাকা হরতাল চলাকালে হরতাল সমর্থকদের মাইক্রোবাস ভাঙচুরের সময়ে ধারণ করা।
পরে আরও খুঁজে দেখা যায়, ওই বছরের ২৫ আগস্ট জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট।
ঘটনা যাচাই ২: উত্তেজিত জনতার সাদা গাড়িতে হামলা
করে সাকিব–লিটনদের ওপর ভক্তদের হামলার দাবিতে ভাইরাল ভিডিওটির ৪৫ সেকেন্ডে ব্যবহৃত ছবিটি একই প্রক্রিয়ায় অনুসন্ধানে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে ভাইরাল ছবিটি পাওয়া যায়। ওই বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে ড. কামাল হোসেনের গাড়িবহর হামলার শিকার হয়। হামলাকারীরা জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন কর্মীকেও মারধর করে।
এই তথ্যের সূত্রে পরবর্তীতে খুঁজে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে ১৪ ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনে গাড়িতে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম রব এবং জগলুল হায়দারের গাড়িও। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়।
প্রসঙ্গত, হতাশাজনক বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় দেশের মাটিতে পা রাখে দল। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানরা ফিরলেও ফেরেননি বিদেশি কোনো কোচ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বাকিরা রয়ে গেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। তাঁরা দেশে পৌঁছানোর পর তাঁদের ওপর ভক্তদের হামলার কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও সুপার এইটে থেমে যায় বাংলাদেশের পথচলা। হতাশাজনক বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাঁদের দেশে ফেরাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বিমান থেকে নেমে ভক্তদের ক্রোধের মুখে পড়েছেন সাকিব–লিটন, শান্তরা। ক্রোধ থেকে বাঁচতে দৌড়ে পালিয়েছেন তাঁরা। ‘মো: সাইদুল ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টা ৪৯ মিনিটে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত ৪ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে ১০ হাজারের বেশি, কমেন্ট হয়েছে ৮ শতাধিক। এসব কমেন্টে অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী ঘটনাটিকে সমর্থন করে মন্তব্য করেছেন। কেউ কেউ এমন ঘটনার নিন্দা জানিয়েছেন।
ভাইরাল এ ভিডিওয়ের প্রথম ৪২ সেকেন্ডে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা একটি কালো রঙের গাড়িকে ধাওয়া করছে, একজন পুলিশ সদস্য তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। ভিডিওটির আরেকটি অংশে একটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা একটি সাদা গাড়িতে হামলা করছে। একই ভিডিও ইউটিউবে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাতুড়ে সিংহের ওপর বিমানবন্দরে হামলার দাবিতে ভাইরাল হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, দুটি ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র যুক্ত করে সাকিব–লিটনদের ওপর ভক্তদের হামলার দাবিতে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।
ঘটনা যাচাই ১: উত্তেজিত জনতার কালো রঙের গাড়িকে ধাওয়া
ভাইরাল ভিডিওটির প্রথম ৪২ সেকেন্ডের ফুটেজটি থেকে কী–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৫ আগস্ট পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ওই বছর বাম জোটের ডাকা হরতাল চলাকালে হরতাল সমর্থকদের মাইক্রোবাস ভাঙচুরের সময়ে ধারণ করা।
পরে আরও খুঁজে দেখা যায়, ওই বছরের ২৫ আগস্ট জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট।
ঘটনা যাচাই ২: উত্তেজিত জনতার সাদা গাড়িতে হামলা
করে সাকিব–লিটনদের ওপর ভক্তদের হামলার দাবিতে ভাইরাল ভিডিওটির ৪৫ সেকেন্ডে ব্যবহৃত ছবিটি একই প্রক্রিয়ায় অনুসন্ধানে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে ভাইরাল ছবিটি পাওয়া যায়। ওই বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে ড. কামাল হোসেনের গাড়িবহর হামলার শিকার হয়। হামলাকারীরা জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন কর্মীকেও মারধর করে।
এই তথ্যের সূত্রে পরবর্তীতে খুঁজে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে ১৪ ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনে গাড়িতে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম রব এবং জগলুল হায়দারের গাড়িও। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়।
প্রসঙ্গত, হতাশাজনক বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় দেশের মাটিতে পা রাখে দল। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানরা ফিরলেও ফেরেননি বিদেশি কোনো কোচ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বাকিরা রয়ে গেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। তাঁরা দেশে পৌঁছানোর পর তাঁদের ওপর ভক্তদের হামলার কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে