ফ্যাক্টচেক ডেস্ক
ভারতে চলছে বিশ্বকাপের শেষ চারের লড়াই। শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেলেও ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে গত রোববার (১২ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশি দর্শক–সমর্থকদের থেকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য একটি সংবাদমাধ্যমের লোগো সংবলিত ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না।’
বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচারিত ভাইরাল একটি পোস্টে দেখা যায়, পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৭০০ বার। আর এতে মন্তব্য পড়েছে ৭ হাজার ২০০।
এ ফটোকার্ডটি ছাড়াও স্পোর্টস২৪৭ নামের একটি ফেসবুক পেজেও আলোচিত বক্তব্যটি নাজমুল হাসান পাপনের দাবিতে ভাইরাল পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এর অধিকাংশই ‘হা হা’। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৮০০ বার। আর এতে মন্তব্য পড়েছে প্রায় ১১ হাজার।
পোস্ট দুইটির কমেন্ট বক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী বক্তব্যটি নাজমুল হাসান পাপনের বলেই বিশ্বাস করেছেন।
এটি ছাড়াও একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাজমুল হাসান পাপনের নামে প্রচারিত বক্তব্যটি বানোয়াট। তিনি এমন কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে উল্লিখিত নাজমুল হাসান পাপনের বয়ান দাবি করা বক্তব্যটি ধরে কি–ওয়ার্ড অনুসন্ধানে বেশ কিছু ফেসবুক পোস্ট এবং একটি ইউটিউব ভিডিও ছাড়া কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে নাজমুল হাসান পাপনের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
স্বাভাবিকভাবেই নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাপনের বিষয়ে সংবাদ অনুসন্ধানে সর্বশেষ গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দায় নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পদত্যাগের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠান। বিসিবির পক্ষ থেকে এই আইনি নোটিশের প্রতিক্রিয়া সংক্রান্ত কোনো প্রতিবেদনও সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অপরদিকে ইউটিউবের ভিডিওটিতে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড দেখা যায়। তবে সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং গণমাধ্যমটি গত ১৩ নভেম্বর তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, ‘আরটিভি’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়।’
সিদ্ধান্ত
‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না’— বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করেননি। একটি সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে বিসিবি সভাপতির নামে এই বানোয়াট বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
ভারতে চলছে বিশ্বকাপের শেষ চারের লড়াই। শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেলেও ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে গত রোববার (১২ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশি দর্শক–সমর্থকদের থেকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য একটি সংবাদমাধ্যমের লোগো সংবলিত ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না।’
বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচারিত ভাইরাল একটি পোস্টে দেখা যায়, পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৭০০ বার। আর এতে মন্তব্য পড়েছে ৭ হাজার ২০০।
এ ফটোকার্ডটি ছাড়াও স্পোর্টস২৪৭ নামের একটি ফেসবুক পেজেও আলোচিত বক্তব্যটি নাজমুল হাসান পাপনের দাবিতে ভাইরাল পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এর অধিকাংশই ‘হা হা’। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৮০০ বার। আর এতে মন্তব্য পড়েছে প্রায় ১১ হাজার।
পোস্ট দুইটির কমেন্ট বক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী বক্তব্যটি নাজমুল হাসান পাপনের বলেই বিশ্বাস করেছেন।
এটি ছাড়াও একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাজমুল হাসান পাপনের নামে প্রচারিত বক্তব্যটি বানোয়াট। তিনি এমন কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে উল্লিখিত নাজমুল হাসান পাপনের বয়ান দাবি করা বক্তব্যটি ধরে কি–ওয়ার্ড অনুসন্ধানে বেশ কিছু ফেসবুক পোস্ট এবং একটি ইউটিউব ভিডিও ছাড়া কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে নাজমুল হাসান পাপনের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
স্বাভাবিকভাবেই নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাপনের বিষয়ে সংবাদ অনুসন্ধানে সর্বশেষ গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দায় নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পদত্যাগের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠান। বিসিবির পক্ষ থেকে এই আইনি নোটিশের প্রতিক্রিয়া সংক্রান্ত কোনো প্রতিবেদনও সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অপরদিকে ইউটিউবের ভিডিওটিতে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড দেখা যায়। তবে সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং গণমাধ্যমটি গত ১৩ নভেম্বর তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, ‘আরটিভি’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়।’
সিদ্ধান্ত
‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না’— বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করেননি। একটি সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে বিসিবি সভাপতির নামে এই বানোয়াট বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
৩ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
৪ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৫ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৫ দিন আগে