ফ্যাক্টচেক ডেস্ক
ফিলিস্তিন ইস্যুতে বেশ কয়েক মাস ধরেই কোমল পানীয় কোকা–কোলাসহ বিভিন্ন পণ্য বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানায় কোকা–কোলা বাংলাদেশ। বিজ্ঞাপনটিতে প্রতিষ্ঠানটি দাবি করে, ‘কোকা–কোলা ইসরায়েলের পণ্য নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে।’ প্রকাশের পরই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিজ্ঞাপনটি। এর মধ্যেই ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ‘মাশা আল্লাহ, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ভালোবাসা’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন ইসলামি সংগীত সংযুক্ত ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল লোক কোকা–কোলার বিজ্ঞাপন আঁকা একটি স্থাপনায় ভাঙচুর করছে। ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন, ‘এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে।’
ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে বার্তা বাজার নামের অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একই স্থাপনার ভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা একটি ছবি পাওয়া যায়। ২০২৩ সালের ৯ নভেম্বর ‘বগুড়ায় ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই সময় বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিলে বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে এ ঘটনা ঘটে।
এই সূত্রে পরে ফেসবুকে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘কামরু জ্জামান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৯ নভেম্বর ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই দিন অ্যাকাউন্টটিতে ‘পুলিশের সামনেই ছাত্রলীগের দুই গ্রুপের T20 ম্যাচ, বৃহস্পতিবার বগুড়া আজিজুল হক সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ’— ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে সম্প্রতি কোকা–কোলার বিজ্ঞাপন আঁকা স্থাপনা ভাঙার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।
‘বগুড়া বুলেটিন’ নামে বগুড়ার স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজেও একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়।
স্পষ্টত, ২০২৩ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ভিডিওকে সম্প্রতি কোকা–কোলার বিজ্ঞাপন আঁকা স্থাপনা ভাঙার দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
ফিলিস্তিন ইস্যুতে বেশ কয়েক মাস ধরেই কোমল পানীয় কোকা–কোলাসহ বিভিন্ন পণ্য বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানায় কোকা–কোলা বাংলাদেশ। বিজ্ঞাপনটিতে প্রতিষ্ঠানটি দাবি করে, ‘কোকা–কোলা ইসরায়েলের পণ্য নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে।’ প্রকাশের পরই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিজ্ঞাপনটি। এর মধ্যেই ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ‘মাশা আল্লাহ, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ভালোবাসা’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন ইসলামি সংগীত সংযুক্ত ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল লোক কোকা–কোলার বিজ্ঞাপন আঁকা একটি স্থাপনায় ভাঙচুর করছে। ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন, ‘এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে।’
ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে বার্তা বাজার নামের অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একই স্থাপনার ভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা একটি ছবি পাওয়া যায়। ২০২৩ সালের ৯ নভেম্বর ‘বগুড়ায় ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই সময় বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিলে বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে এ ঘটনা ঘটে।
এই সূত্রে পরে ফেসবুকে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘কামরু জ্জামান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৯ নভেম্বর ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই দিন অ্যাকাউন্টটিতে ‘পুলিশের সামনেই ছাত্রলীগের দুই গ্রুপের T20 ম্যাচ, বৃহস্পতিবার বগুড়া আজিজুল হক সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ’— ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে সম্প্রতি কোকা–কোলার বিজ্ঞাপন আঁকা স্থাপনা ভাঙার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।
‘বগুড়া বুলেটিন’ নামে বগুড়ার স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজেও একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়।
স্পষ্টত, ২০২৩ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ভিডিওকে সম্প্রতি কোকা–কোলার বিজ্ঞাপন আঁকা স্থাপনা ভাঙার দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে