ফ্যাক্টচেক ডেস্ক
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন শীর্ণদেহী বৃদ্ধ ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তাঁর বয়স ৩০৯ বছর। গত ২১ নভেম্বর টিকটকে প্রচারিত ভিডিওটি আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৬ লাখ বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার, মন্তব্য পড়েছে ২৮ হাজারের বেশি। এসব মন্তব্যে সৃষ্টিকর্তার প্রশংসা করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, টিকটকে প্রচারিত বয়োবৃদ্ধ ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। তার প্রকৃত বয়স ছিল ১০৯ বছর এবং তিনি ২০২২ সালের মার্চ মাসে মারা গিয়েছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে বৌদ্ধ বিষয়ক জার্নাল বুড্ডিস্ট ডোর গ্লোবালে ২০২২ সালের ৮ এপ্রিল এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান বয়োবৃদ্ধ ব্যক্তিটির নাম লুয়াং ফো ইয়াই। তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে মারা যান।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালে ইন্টারনেটে লুয়াং ফো ইয়াইয়ের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওর কোথাও কোথাও তাকে ১৬৩ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু, আবার কোথাও কোথাও ৩৯৯ বছর বয়সী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওগুলো টিকটকে প্রচার করেছিলেন তাঁর নাতনি আউ আউয়ারে। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০২২ সালের ৩ মে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লুয়াং ফো ইয়াইয়ের প্রপৌত্রী সরন্যা খিয়েউইলাই এএফপিকে বলেন, লুয়াং ফো ইয়াই ১০৯ বছর বয়সে ২০২২ সালের ২২ মার্চ মারা যান।
সিদ্ধান্ত
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, টিকটকে ৩০৯ বছর বয়স দাবি করে যে ব্যক্তির ভিডিও প্রচার করা হচ্ছে, তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; যিনি বর্তমানে বেঁচে নেই। ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে তিনি পরলোকগত হন।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন শীর্ণদেহী বৃদ্ধ ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তাঁর বয়স ৩০৯ বছর। গত ২১ নভেম্বর টিকটকে প্রচারিত ভিডিওটি আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৬ লাখ বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ৩ লাখ ৭৬ হাজার। এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার, মন্তব্য পড়েছে ২৮ হাজারের বেশি। এসব মন্তব্যে সৃষ্টিকর্তার প্রশংসা করতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, টিকটকে প্রচারিত বয়োবৃদ্ধ ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। তার প্রকৃত বয়স ছিল ১০৯ বছর এবং তিনি ২০২২ সালের মার্চ মাসে মারা গিয়েছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে বৌদ্ধ বিষয়ক জার্নাল বুড্ডিস্ট ডোর গ্লোবালে ২০২২ সালের ৮ এপ্রিল এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান বয়োবৃদ্ধ ব্যক্তিটির নাম লুয়াং ফো ইয়াই। তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে মারা যান।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালে ইন্টারনেটে লুয়াং ফো ইয়াইয়ের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওর কোথাও কোথাও তাকে ১৬৩ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু, আবার কোথাও কোথাও ৩৯৯ বছর বয়সী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওগুলো টিকটকে প্রচার করেছিলেন তাঁর নাতনি আউ আউয়ারে। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০২২ সালের ৩ মে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। লুয়াং ফো ইয়াইয়ের প্রপৌত্রী সরন্যা খিয়েউইলাই এএফপিকে বলেন, লুয়াং ফো ইয়াই ১০৯ বছর বয়সে ২০২২ সালের ২২ মার্চ মারা যান।
সিদ্ধান্ত
ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, টিকটকে ৩০৯ বছর বয়স দাবি করে যে ব্যক্তির ভিডিও প্রচার করা হচ্ছে, তিনি একজন থাই বৌদ্ধ ভিক্ষু; যিনি বর্তমানে বেঁচে নেই। ২০২২ সালের ২২ মার্চ ১০৯ বছর বয়সে তিনি পরলোকগত হন।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
৩ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
৪ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৫ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৫ দিন আগে