ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিও প্রচার করা হচ্ছে। ওই ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়া টিমকে নিজ দেশে বীরের মতো বরণ করে নিল।
টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৮ হাজার বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ৩ হাজারের বেশি। এছাড়া একই ভিডিও অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে যাচ্ছে এমন ক্যাপশনেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও ৩ লাখ বারের বেশি দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২০ হাজারের বেশি। টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিওটি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের উপলক্ষে নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আরব ও আফ্রিকান টিম হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস লিখে মরক্কো ফুটবল টিম। পরে ২০ ডিসেম্বর দলটি দেশে ফিরলে দেশটির ফুটবল সমর্থকেরা তাদের খোলা বাসে করে সংবর্ধনা জানায়।
এ ভিডিওর সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি দেখুন এখানে। অর্থাৎ ২০২২ সালে মরক্কো ফুটবল টিমকে সংবর্ধনার সময়ে ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে গাড়িবহর নিয়ে উল্লাস করার দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া দল বিশ্বকাপ জিতলেও তাদেরকে নিয়ে তেমন উদ্যাপনের কোনো তথ্য পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
২০২২ ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্সে চতুর্থ স্থান অর্জন করে মরক্কো। দেশে ফেরার পরে তাদেরকে দেশটির ফুটবল সমর্থকেরা খোলা বাসে করে সংবর্ধনা জানায়। সে ঘটনার ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিও প্রচার করা হচ্ছে। ওই ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়া টিমকে নিজ দেশে বীরের মতো বরণ করে নিল।
টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৮ হাজার বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ৩ হাজারের বেশি। এছাড়া একই ভিডিও অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে যাচ্ছে এমন ক্যাপশনেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও ৩ লাখ বারের বেশি দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২০ হাজারের বেশি। টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিওটি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের উপলক্ষে নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আরব ও আফ্রিকান টিম হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস লিখে মরক্কো ফুটবল টিম। পরে ২০ ডিসেম্বর দলটি দেশে ফিরলে দেশটির ফুটবল সমর্থকেরা তাদের খোলা বাসে করে সংবর্ধনা জানায়।
এ ভিডিওর সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি দেখুন এখানে। অর্থাৎ ২০২২ সালে মরক্কো ফুটবল টিমকে সংবর্ধনার সময়ে ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে গাড়িবহর নিয়ে উল্লাস করার দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া দল বিশ্বকাপ জিতলেও তাদেরকে নিয়ে তেমন উদ্যাপনের কোনো তথ্য পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
২০২২ ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্সে চতুর্থ স্থান অর্জন করে মরক্কো। দেশে ফেরার পরে তাদেরকে দেশটির ফুটবল সমর্থকেরা খোলা বাসে করে সংবর্ধনা জানায়। সে ঘটনার ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
৩ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
৪ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৫ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৫ দিন আগে