ফ্যাক্টচেক ডেস্ক
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বৃদ্ধার সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ওই নারী বলেন, ‘৪ মিনিটে আমি ৫০টা ভোট দিছি।’ ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন, ‘এই মাত্র পাওয়া খবর, ভোটকেন্দ্রে নৌকার জাল ভোট শুরু হয়ে গিয়েছে।’ ভিডিওটি প্রয়াত মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকেও স্ক্রিনশট আকারে প্রচার করতে দেখা গেছে।
তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
ফেসবুকে ভাইরাল এমন একটি ভিডিওর অ্যাস্টনে ‘ঢাকা-১৭ উপনির্বাচন’ লেখা দেখা যায়। এ লেখার সূত্রে অনুসন্ধানে বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুলাই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এতে ওই নারীকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতে দেখা যায়, ‘চার মিনিটে আমি ৫০টা দিছি। আমার নাম হইছে ফাতেমা। আমারে কইছে ভিতরে গিয়া আকলিমা কইতে। এটা আমার মনে থাকব?’
অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নারীরই ৪ মিনিটে ৫০টি ভোট দেওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো ও ভিন্ন নির্বাচনের।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ এবং ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বৃদ্ধার সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ওই নারী বলেন, ‘৪ মিনিটে আমি ৫০টা ভোট দিছি।’ ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন, ‘এই মাত্র পাওয়া খবর, ভোটকেন্দ্রে নৌকার জাল ভোট শুরু হয়ে গিয়েছে।’ ভিডিওটি প্রয়াত মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকেও স্ক্রিনশট আকারে প্রচার করতে দেখা গেছে।
তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
ফেসবুকে ভাইরাল এমন একটি ভিডিওর অ্যাস্টনে ‘ঢাকা-১৭ উপনির্বাচন’ লেখা দেখা যায়। এ লেখার সূত্রে অনুসন্ধানে বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুলাই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এতে ওই নারীকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতে দেখা যায়, ‘চার মিনিটে আমি ৫০টা দিছি। আমার নাম হইছে ফাতেমা। আমারে কইছে ভিতরে গিয়া আকলিমা কইতে। এটা আমার মনে থাকব?’
অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নারীরই ৪ মিনিটে ৫০টি ভোট দেওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো ও ভিন্ন নির্বাচনের।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ এবং ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
৩ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
৪ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৫ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৫ দিন আগে