ফ্যাক্টচেক ডেস্ক
হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ছিল গত ২৮ মার্চ। এই হোলি উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন উৎসবে। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে নেন অন্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলিম শিক্ষার্থীরাও। এ নিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বেশ কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সাক্ষাৎকার ছিল, যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়। এই উৎসবের ভিডিও দাবি করে ‘ঝরা পাতা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩০ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ওপরে লেখা হয়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’।
ভিডিওটিতে একজন তরুণীর সঙ্গে এক তরুণকে হোলি উৎসবে আনন্দ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি আজ শনিবার (৬ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত ৩ লাখ বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ভাইরাল ভিডিওটিতে থাকা তরুণীকে ‘ছাত্রলীগ নেত্রী’ দাবি করেছেন। অনেক ব্যবহারকারীকেই ভিডিওটি বাংলাদেশের ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘gana_kantu’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৯ মার্চ ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ৫ লাখ ২০ হাজার ফলোয়ারের ইনস্টাগ্রাম সেলিব্রিটি টুয়িংকল কাপুর ডলের (twinklekapoordoll) সঙ্গে ২০২৪ সালের হোলি উদ্যাপন।
অ্যাকাউন্টটিতে হোলি উৎসব উদযাপনের আরও ভিডিও পাওয়া যায়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টধারীর বিস্তারিত পরিচয় জানতে প্রোফাইলটি ঘুরে দেখা যায়, তাঁর পুরো নাম গনপতি নাইড়ু কানতু (Ganapathi naidu kantu)। তিনি নিজেকে একজন ‘আর্টিস্ট’ পরিচয় দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সূত্রে তাঁর ফেসবুক প্রোফাইলের লিংকও পাওয়া যায়। এ সূত্রে জানা যায়, গনপতি নাইড়ু কানতু ভারতের অন্ধ্র প্রদেশের বিজায়ওয়াড়া শহরে বসবাস করেন।
‘Twinklekapoordoll’ নামের ইনস্টাগ্রাম সেলিব্রিটির পরিচয় নিয়ে অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজেকে অভিনেত্রী দাবি করেছেন এবং পরিচয়ে লিখেছেন ‘MarathiMulgi’। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ভাষা মারাঠি। মারাঠি ভাষায় ‘Mulgi’ শব্দের অর্থ মেয়ে, তরুণী। এ থেকে ধারণা করা যায়, ভাইরাল ভিডিওতে থাকা তরুণীটিও বাংলাদেশি নন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও হোলি উৎসব উদ্যাপনের একইদিনের আরেকটি ভিডিও এবং ছবি পাওয়া যায়। এমন একটি ভিডিওতে মঞ্চে থাকা ব্যানারে ‘Hyderabad Models’ শব্দগুচ্ছ দেখা যায়।
এই শব্দগুচ্ছের সূত্রে অনুসন্ধানে ফেসবুকে ‘Hyderabad Models’ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজে গত ১৮ মার্চ হোলি উৎসব উদ্যাপন নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি সূত্রে জানা যায়, এই হোলি উৎসবটি আয়োজন করা হয় ভারতের হায়দরাবাদে কুকাতপল্লী এইচএমডিএ প্লে গ্রাউন্ডে, মেট্রো হোলসেল সুপার মার্কেটের পাশে। এই উদ্যাপনে টুয়িংকল কাপুর ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হোলি উৎসবটি আয়োজন করা হয় গত ২৪ ও ২৫ মার্চ।
এসব তথ্যের ভিত্তিতে স্পষ্ট যে, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি ভারতের।
হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ছিল গত ২৮ মার্চ। এই হোলি উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন উৎসবে। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে নেন অন্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলিম শিক্ষার্থীরাও। এ নিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বেশ কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সাক্ষাৎকার ছিল, যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়। এই উৎসবের ভিডিও দাবি করে ‘ঝরা পাতা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩০ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ওপরে লেখা হয়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’।
ভিডিওটিতে একজন তরুণীর সঙ্গে এক তরুণকে হোলি উৎসবে আনন্দ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি আজ শনিবার (৬ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত ৩ লাখ বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ভাইরাল ভিডিওটিতে থাকা তরুণীকে ‘ছাত্রলীগ নেত্রী’ দাবি করেছেন। অনেক ব্যবহারকারীকেই ভিডিওটি বাংলাদেশের ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘gana_kantu’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৯ মার্চ ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ৫ লাখ ২০ হাজার ফলোয়ারের ইনস্টাগ্রাম সেলিব্রিটি টুয়িংকল কাপুর ডলের (twinklekapoordoll) সঙ্গে ২০২৪ সালের হোলি উদ্যাপন।
অ্যাকাউন্টটিতে হোলি উৎসব উদযাপনের আরও ভিডিও পাওয়া যায়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টধারীর বিস্তারিত পরিচয় জানতে প্রোফাইলটি ঘুরে দেখা যায়, তাঁর পুরো নাম গনপতি নাইড়ু কানতু (Ganapathi naidu kantu)। তিনি নিজেকে একজন ‘আর্টিস্ট’ পরিচয় দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সূত্রে তাঁর ফেসবুক প্রোফাইলের লিংকও পাওয়া যায়। এ সূত্রে জানা যায়, গনপতি নাইড়ু কানতু ভারতের অন্ধ্র প্রদেশের বিজায়ওয়াড়া শহরে বসবাস করেন।
‘Twinklekapoordoll’ নামের ইনস্টাগ্রাম সেলিব্রিটির পরিচয় নিয়ে অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজেকে অভিনেত্রী দাবি করেছেন এবং পরিচয়ে লিখেছেন ‘MarathiMulgi’। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ভাষা মারাঠি। মারাঠি ভাষায় ‘Mulgi’ শব্দের অর্থ মেয়ে, তরুণী। এ থেকে ধারণা করা যায়, ভাইরাল ভিডিওতে থাকা তরুণীটিও বাংলাদেশি নন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও হোলি উৎসব উদ্যাপনের একইদিনের আরেকটি ভিডিও এবং ছবি পাওয়া যায়। এমন একটি ভিডিওতে মঞ্চে থাকা ব্যানারে ‘Hyderabad Models’ শব্দগুচ্ছ দেখা যায়।
এই শব্দগুচ্ছের সূত্রে অনুসন্ধানে ফেসবুকে ‘Hyderabad Models’ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজে গত ১৮ মার্চ হোলি উৎসব উদ্যাপন নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি সূত্রে জানা যায়, এই হোলি উৎসবটি আয়োজন করা হয় ভারতের হায়দরাবাদে কুকাতপল্লী এইচএমডিএ প্লে গ্রাউন্ডে, মেট্রো হোলসেল সুপার মার্কেটের পাশে। এই উদ্যাপনে টুয়িংকল কাপুর ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হোলি উৎসবটি আয়োজন করা হয় গত ২৪ ও ২৫ মার্চ।
এসব তথ্যের ভিত্তিতে স্পষ্ট যে, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি ভারতের।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
২ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
৩ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৪ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৪ দিন আগে