ফ্যাক্টচেক ডেস্ক
২০২১ পিডিসি নামের দৈত্যাকার একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে– এমন একটি খবর বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর সূত্র ধরে ফেসবুকেও তথ্যটি ছড়িয়েছে।
সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের বরাতে গত ৫ মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়- পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি দৈত্যাকৃতির গ্রহাণু। নাসার বিজ্ঞানীরা এ নিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তাদের দাবি, পরমাণু বোমা দিয়েও গ্রহাণুটিকে থামানো যাবে না। ধারণা করা হচ্ছে, জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়ার সীমান্ত এলাকায় এটি আঘাত হানবে। এ বিষয়ে নাসা ৯৯ শতাংশ নিশ্চিত বলেও জানানো হয়েছে। এই আঘাত থেকে পৃথিবীকে বাঁচানোতে বিজ্ঞানীদের হাতে আর মাত্র ছয় মাস । গ্রহাণুটি পৃথিবী থেকে ৩ কোটি ৫০ লাখ মাইল দূরে রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
ফ্যাক্টচেক
বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোতে সূত্র হিসেবে ব্রিটেনের ট্যাবলয়েড ডেইলি মেইল এবং বিজনেস ইনসাইডারকে উল্লেখ করা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদন
‘Mission IMPOSSIBLE: NASA warns even a nuclear bomb wouldn't stop a giant asteroid heading for Earth after massive six month simulation exercise ends in devastating impact’ শিরোনামের ডেইলি মেইলের প্রতিবেদনটিতে এটিকে ‘সিমুলেশন এক্সারসাইজ’ বা ‘কল্পনামূলক অনুশীলন’ বলা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, নাসার বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যে বৃহৎ কোনো গ্রহাণু পৃথিবীতে আঘাত হানলে সেটিকে প্রতিহত করতে পারমাণবিক বোমাও কাজে আসবে না।
সম্প্রতি ‘Space Mission Options for the Hypothetical Asteroid Impact Scenario’ শীর্ষক নাসার চার দিনব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সাড়ে ৩ কোটি মাইল দূরের একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে– এটি ধরে নিয়ে গ্রহাণুটিকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীদের ছয় মাসের মধ্যে একটি পরিকল্পনা উপস্থাপন করতে বলা হয়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এরকম গ্রহাণুর আঘাত মোকাবিলার উপায় বের করার জন্য ছয় মাস পর্যাপ্ত সময় নয়, এমনকি একটি পারমাণবিক বোমাও তা প্রতিহত করতে পারবে না। অর্থাৎ পুরো ঘটনাটিই প্রশিক্ষণার্থে উপস্থাপিত একটি ধারণা।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন
বিজনেস ইনসাইডারের ‘In a NASA simulation of an asteroid impact, scientists concluded they couldn’t stop a space rock from decimating Europe’ শীর্ষক প্রতিবেদনেও স্পষ্টত এটিকে কল্পিত গ্রহাণু বলা হয়েছে।
নাসার ওয়েবসাইট
এই দুটি সূত্র ছাড়াও নাসার সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজের (সিএনইওএস) অধীন প্ল্যানেটারি ডিফেন্স প্রোগ্রামের আওতাভুক্ত দ্য ইন্টারন্যাশনাল একাডেমি অব অ্যাস্ট্রোনটিক্স (আইএএ) আয়োজিত ২০২১ প্ল্যানেটারি ডিফেন্স কনফারেন্সের তথ্য যাচাই করে দেখা হয়েছে।
সিএনইওএস–এর ওয়েবসাইট থেকে জানা যায়, দুই বছর অন্তর এই সম্মেলনটির আয়োজন করা হয়। যেখানে মহাকাশ সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ সম্পর্কে আলোচনা এবং প্রস্তুতি যাচাই করা হয়। এর অংশ হিসেবেই অনলাইনে ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল চারদিনের মহড়ায় অংশ নেন বিজ্ঞানীরা।
এবারের সম্মেলনে ‘২০২১ পিডিসি’ নামের একটি কল্পিত গ্রহাণুর নাম ঘোষণা করে বিজ্ঞানীদের বলা হয় যে, আগামী ২০ অক্টোবর পৃথিবীতে আঘাত হানতে পারে গ্রহাণুটি। এর ওপর ভিত্তি করেই তারা কল্পিত গ্রহাণু মোকাবেলায় প্রস্তুতি যাচাই করা শুরু করেন। প্রসঙ্গত, এসব কল্পিত ভবিষ্যদ্বাণী করাই হয় মহাকাশ মহড়ার অংশ হিসেবে।
সুতরাং মহাকাশ বিজ্ঞানীদের কাল্পনিক মহড়াকে বাস্তব ধরে নিয়ে ২০২১ পিডিসি নামে বিশাল গ্রহাণু ধেয়ে আসার খবরটি সঠিক নয়।
২০২১ পিডিসি নামের দৈত্যাকার একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে– এমন একটি খবর বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর সূত্র ধরে ফেসবুকেও তথ্যটি ছড়িয়েছে।
সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের বরাতে গত ৫ মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়- পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি দৈত্যাকৃতির গ্রহাণু। নাসার বিজ্ঞানীরা এ নিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তাদের দাবি, পরমাণু বোমা দিয়েও গ্রহাণুটিকে থামানো যাবে না। ধারণা করা হচ্ছে, জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়ার সীমান্ত এলাকায় এটি আঘাত হানবে। এ বিষয়ে নাসা ৯৯ শতাংশ নিশ্চিত বলেও জানানো হয়েছে। এই আঘাত থেকে পৃথিবীকে বাঁচানোতে বিজ্ঞানীদের হাতে আর মাত্র ছয় মাস । গ্রহাণুটি পৃথিবী থেকে ৩ কোটি ৫০ লাখ মাইল দূরে রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
ফ্যাক্টচেক
বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোতে সূত্র হিসেবে ব্রিটেনের ট্যাবলয়েড ডেইলি মেইল এবং বিজনেস ইনসাইডারকে উল্লেখ করা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদন
‘Mission IMPOSSIBLE: NASA warns even a nuclear bomb wouldn't stop a giant asteroid heading for Earth after massive six month simulation exercise ends in devastating impact’ শিরোনামের ডেইলি মেইলের প্রতিবেদনটিতে এটিকে ‘সিমুলেশন এক্সারসাইজ’ বা ‘কল্পনামূলক অনুশীলন’ বলা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, নাসার বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যে বৃহৎ কোনো গ্রহাণু পৃথিবীতে আঘাত হানলে সেটিকে প্রতিহত করতে পারমাণবিক বোমাও কাজে আসবে না।
সম্প্রতি ‘Space Mission Options for the Hypothetical Asteroid Impact Scenario’ শীর্ষক নাসার চার দিনব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সাড়ে ৩ কোটি মাইল দূরের একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে– এটি ধরে নিয়ে গ্রহাণুটিকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীদের ছয় মাসের মধ্যে একটি পরিকল্পনা উপস্থাপন করতে বলা হয়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এরকম গ্রহাণুর আঘাত মোকাবিলার উপায় বের করার জন্য ছয় মাস পর্যাপ্ত সময় নয়, এমনকি একটি পারমাণবিক বোমাও তা প্রতিহত করতে পারবে না। অর্থাৎ পুরো ঘটনাটিই প্রশিক্ষণার্থে উপস্থাপিত একটি ধারণা।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন
বিজনেস ইনসাইডারের ‘In a NASA simulation of an asteroid impact, scientists concluded they couldn’t stop a space rock from decimating Europe’ শীর্ষক প্রতিবেদনেও স্পষ্টত এটিকে কল্পিত গ্রহাণু বলা হয়েছে।
নাসার ওয়েবসাইট
এই দুটি সূত্র ছাড়াও নাসার সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজের (সিএনইওএস) অধীন প্ল্যানেটারি ডিফেন্স প্রোগ্রামের আওতাভুক্ত দ্য ইন্টারন্যাশনাল একাডেমি অব অ্যাস্ট্রোনটিক্স (আইএএ) আয়োজিত ২০২১ প্ল্যানেটারি ডিফেন্স কনফারেন্সের তথ্য যাচাই করে দেখা হয়েছে।
সিএনইওএস–এর ওয়েবসাইট থেকে জানা যায়, দুই বছর অন্তর এই সম্মেলনটির আয়োজন করা হয়। যেখানে মহাকাশ সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ সম্পর্কে আলোচনা এবং প্রস্তুতি যাচাই করা হয়। এর অংশ হিসেবেই অনলাইনে ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল চারদিনের মহড়ায় অংশ নেন বিজ্ঞানীরা।
এবারের সম্মেলনে ‘২০২১ পিডিসি’ নামের একটি কল্পিত গ্রহাণুর নাম ঘোষণা করে বিজ্ঞানীদের বলা হয় যে, আগামী ২০ অক্টোবর পৃথিবীতে আঘাত হানতে পারে গ্রহাণুটি। এর ওপর ভিত্তি করেই তারা কল্পিত গ্রহাণু মোকাবেলায় প্রস্তুতি যাচাই করা শুরু করেন। প্রসঙ্গত, এসব কল্পিত ভবিষ্যদ্বাণী করাই হয় মহাকাশ মহড়ার অংশ হিসেবে।
সুতরাং মহাকাশ বিজ্ঞানীদের কাল্পনিক মহড়াকে বাস্তব ধরে নিয়ে ২০২১ পিডিসি নামে বিশাল গ্রহাণু ধেয়ে আসার খবরটি সঠিক নয়।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে