ফ্যাক্টচেক ডেস্ক
প্রতিবেদনগুলোতে একটি কোলাজ ছবি ব্যবহার করা হয়েছে। ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিতে চিত্রনায়িকা পরীমণির পাশে যাকে ‘মডেল রথি’ বলে দাবি করা হচ্ছে, তিনি ভিন্ন ব্যক্তি। তবে তাঁর নামও রথি।
আজকের নিউজ, নিউজ অনলাইন ডটকমসহ বেশ কিছু অনলাইন পোর্টালে প্রতিবেদনের সঙ্গে ছবিটি ব্যবহার করতে দেখা গেছে। ফেসবুকেও একই তথ্য দিয়ে ছবিটি কেউ কেউ পোস্ট করেছেন।
ফ্যাক্টচেক
প্রকাশিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, মডেল রথি ছিলেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির রিয়্যালিটি শো মার্কস অলরাউন্ডার-এর চ্যাম্পিয়ন।
কিন্তু প্রতিবেদনে মডেল রথি দাবি করে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা মূলত রথি আহমেদ মিকির, তিনি মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশ নেননি। তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ঘেঁটে দেখা গেছে, তিনি নিজেকে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ এবং ‘হিজাবিজ অ্যান্ড বিউটি বিজ’ নামের একটি বিউটি ব্লগ পেজের অ্যাডমিন বলে পরিচয় দিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা তাঁর সব ছবিতে তাঁকে হিজাব পরিহিত দেখা যাচ্ছে।
রথি আহমেদ মিকির ইনস্টাগ্রাম আইডিতে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর আপলোড করা একটি ছবির সঙ্গে সম্প্রতি প্রকাশিত ওই ছবির বেশ মিল পাওয়া যায়। যদিও সেটি অ্যাপের মাধ্যমে কিছুটা সম্পাদনা করা।
এনটিভির মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন ও মডেল রথি পরিচয়ে অনলাইন পোর্টাল ও ফেসবুকে নিজের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি স্পষ্ট করতে একাধিক গণমাধ্যমে বক্তব্য দেন রথি আহমেদ মিকি। তিনি বলেন, ‘কিছু কিছু পত্রিকায় রথি নামটি ব্যবহার করে সেখানে আমার ছবি দেওয়া হয়েছে। বিষয়টি আমার জন্য বেশ বিরক্তিকর ও বিব্রতকর।’ কেবল নামের মিল দেখে যাচাই না করেই ছবি প্রকাশ করে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, প্রতিবেদনগুলোতে এনটিভির মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন রথি নামের যে মডেলের কথা লেখা হচ্ছে, তাঁর পুরো নাম হূমায়রা নওশিন রথী। অর্থাৎ নিশ্চিতভাবেই মডেল হূমায়রা নওশিন রথী এবং রথি আহমেদ মিকি—ভিন্ন ব্যক্তি।
প্রতিবেদনগুলোতে তুহিন সিদ্দিকী অমি নামের যে ব্যক্তির কথা লেখা হয়েছে, তিনি পরীমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় গত ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। গত ২৯ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাঁদের জামিন মঞ্জুর করেন।
গত ৮ জুন গভীর রাতে মিরপুরের বেড়িবাঁধে ঢাকা বোট ক্লাবে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমণি। প্রথমে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এবং পরে সংবাদ সম্মেলন ডেকে ঘটনার বর্ণনা দেন তিনি।
তবে, এ প্রতিবেদনে দুবাইয়ের যে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, সেটির সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য সূত্র উল্লেখ করা হয়নি। এ ছাড়া, বিচারাধীন কোনো বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ও তথ্য উৎস উল্লেখ ছাড়া প্রতিবেদন প্রকাশও সাংবাদিকতার মৌলিক নীতিবিরুদ্ধ।
সিদ্ধান্ত
পরীমণির সঙ্গে মডেল রথিকে জড়িয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর। দুবাইয়ে কবে কীভাবে ‘মডেল রথির’ সঙ্গে পরীমণির সাক্ষাৎ হয়েছে প্রতিবেদনে সেটি স্পষ্ট করা হয়নি। তাছাড়া ছবিতে মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন ‘মডেল রথি’ নাম দিয়ে ব্যবহার করা হয়েছে ‘রথি’ ডাকনামের অন্য এক নারীর ছবি।
প্রতিবেদনগুলোতে একটি কোলাজ ছবি ব্যবহার করা হয়েছে। ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিতে চিত্রনায়িকা পরীমণির পাশে যাকে ‘মডেল রথি’ বলে দাবি করা হচ্ছে, তিনি ভিন্ন ব্যক্তি। তবে তাঁর নামও রথি।
আজকের নিউজ, নিউজ অনলাইন ডটকমসহ বেশ কিছু অনলাইন পোর্টালে প্রতিবেদনের সঙ্গে ছবিটি ব্যবহার করতে দেখা গেছে। ফেসবুকেও একই তথ্য দিয়ে ছবিটি কেউ কেউ পোস্ট করেছেন।
ফ্যাক্টচেক
প্রকাশিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, মডেল রথি ছিলেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির রিয়্যালিটি শো মার্কস অলরাউন্ডার-এর চ্যাম্পিয়ন।
কিন্তু প্রতিবেদনে মডেল রথি দাবি করে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা মূলত রথি আহমেদ মিকির, তিনি মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশ নেননি। তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ঘেঁটে দেখা গেছে, তিনি নিজেকে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ এবং ‘হিজাবিজ অ্যান্ড বিউটি বিজ’ নামের একটি বিউটি ব্লগ পেজের অ্যাডমিন বলে পরিচয় দিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা তাঁর সব ছবিতে তাঁকে হিজাব পরিহিত দেখা যাচ্ছে।
রথি আহমেদ মিকির ইনস্টাগ্রাম আইডিতে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর আপলোড করা একটি ছবির সঙ্গে সম্প্রতি প্রকাশিত ওই ছবির বেশ মিল পাওয়া যায়। যদিও সেটি অ্যাপের মাধ্যমে কিছুটা সম্পাদনা করা।
এনটিভির মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন ও মডেল রথি পরিচয়ে অনলাইন পোর্টাল ও ফেসবুকে নিজের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি স্পষ্ট করতে একাধিক গণমাধ্যমে বক্তব্য দেন রথি আহমেদ মিকি। তিনি বলেন, ‘কিছু কিছু পত্রিকায় রথি নামটি ব্যবহার করে সেখানে আমার ছবি দেওয়া হয়েছে। বিষয়টি আমার জন্য বেশ বিরক্তিকর ও বিব্রতকর।’ কেবল নামের মিল দেখে যাচাই না করেই ছবি প্রকাশ করে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, প্রতিবেদনগুলোতে এনটিভির মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন রথি নামের যে মডেলের কথা লেখা হচ্ছে, তাঁর পুরো নাম হূমায়রা নওশিন রথী। অর্থাৎ নিশ্চিতভাবেই মডেল হূমায়রা নওশিন রথী এবং রথি আহমেদ মিকি—ভিন্ন ব্যক্তি।
প্রতিবেদনগুলোতে তুহিন সিদ্দিকী অমি নামের যে ব্যক্তির কথা লেখা হয়েছে, তিনি পরীমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় গত ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। গত ২৯ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাঁদের জামিন মঞ্জুর করেন।
গত ৮ জুন গভীর রাতে মিরপুরের বেড়িবাঁধে ঢাকা বোট ক্লাবে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমণি। প্রথমে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এবং পরে সংবাদ সম্মেলন ডেকে ঘটনার বর্ণনা দেন তিনি।
তবে, এ প্রতিবেদনে দুবাইয়ের যে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, সেটির সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য সূত্র উল্লেখ করা হয়নি। এ ছাড়া, বিচারাধীন কোনো বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ও তথ্য উৎস উল্লেখ ছাড়া প্রতিবেদন প্রকাশও সাংবাদিকতার মৌলিক নীতিবিরুদ্ধ।
সিদ্ধান্ত
পরীমণির সঙ্গে মডেল রথিকে জড়িয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর। দুবাইয়ে কবে কীভাবে ‘মডেল রথির’ সঙ্গে পরীমণির সাক্ষাৎ হয়েছে প্রতিবেদনে সেটি স্পষ্ট করা হয়নি। তাছাড়া ছবিতে মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন ‘মডেল রথি’ নাম দিয়ে ব্যবহার করা হয়েছে ‘রথি’ ডাকনামের অন্য এক নারীর ছবি।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে