ফ্যাক্টচেক ডেস্ক
পলিথিনে মোড়ানো সারিবদ্ধ কয়েকটি লাশের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ শনিবার সকাল থেকে ছবিটি পোস্ট করে এটিকে দেশে করোনার ভয়াবহতার চিত্র বলে দাবি করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। এরই মধ্যে কয়েক হাজার আইডি, গ্রুপ ও পেজে ছবিটি বাংলাদেশের বলে প্রচার করতে দেখা যাচ্ছে।
বেশির ভাগ পোস্টে দাবি করা হচ্ছে, লাশের এই ছবি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তোলা। কেউ কেউ রাজশাহী মেডিকেলের বলেও দাবি করছেন।
জারা সুমাইয়া সুলতানা নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘আল্লাহ মাফ করো। চিন্তা করুন, যেই চাদরে শুয়ে ছিলেন তাতেই মুড়িয়ে পলিথিনে পেঁচিয়ে রেখেছে আপনাকে। ছবিটি খুলনা মেডিকেল কলেজের।’
তানজিলা আক্তার নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘যে হারে গরুর হাটে যাচ্ছেন, মার্কেটে, রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনারা ১৪ দিন পর এই ছবির চেয়ে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবেন। বিস্ফোরণের অপেক্ষা করুন। ছবিটা খুলনা মেডিকেলের আর খুলনা বাংলাদেশেই জানেন তো, না?????’
হোসেন ফিরোজ নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘এটা বিদেশি কোনো ছবি নয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি। এই মৃত মানুষগুলো দুদিন আগেও আমাদের মতো রাস্তায়, বাজারে, শপিং মলে ঘুরে বেড়াতো। কিন্তু করোনার ছোবলে আজ তারা প্রাণহীন।’
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, গত ১৫ জুলাই মিয়ানমারের ‘খিত থিত মিডিয়া’ নামের একটি সংবাদভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজে লাশের সারির দুটি ছবি পোস্ট করা হয়। বাংলাদেশে ভাইরাল হওয়া ছবিটিও সেখানে রয়েছে। বর্মি ভাষায় লেখা ক্যাপশনটি গুগল ট্রান্সলেট দিয়ে ইংরেজিতে অনুবাদ করলে জানা যায়, ছবিটি মিয়ানমারের থাই সীমান্তে কায়িন রাজ্যের মায়াবতী জেলার মায়াবতী হাসপাতালের মর্গে তোলা। ওই দিন সেখানে ২২ জন কোভিড আক্রান্ত রোগী মারা যান।
একই দিন মিয়ানমার থেকে পরিচালিত অন্তত ২০টি টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম বেশ কিছু ছবি পোস্ট করে তথ্যটি শেয়ার করতে দেখা যায়।
আজকের পত্রিকার রাজশাহী ও খুলনা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তাঁরা সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন।
মিয়ানমারের মূলধারার সংবাদমাধ্যমে ছবিটি খুঁজে পাওয়া যায়নি। অবশ্য গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর দেশটির গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে জান্তা সরকার। ফেসবুক পেজ নির্ভরযোগ্য সূত্র না হলেও যেহেতু রিভার্স সার্চে ১৫ জুলাইয়ের আগে ওই ছবি অন্য কোথাও পোস্ট হতে দেখা যায়নি, সেহেতু ওই ছবিটি যে বাংলাদেশের নয়, সেটি নিশ্চিত করে বলা যায়।
সিদ্ধান্ত
পলিথিনে মোড়ানো লাশের সারির ছবিটি খুলনা বা রাজশাহী মেডিকেলে কোভিডে মৃতদের নয়।
পলিথিনে মোড়ানো সারিবদ্ধ কয়েকটি লাশের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ শনিবার সকাল থেকে ছবিটি পোস্ট করে এটিকে দেশে করোনার ভয়াবহতার চিত্র বলে দাবি করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। এরই মধ্যে কয়েক হাজার আইডি, গ্রুপ ও পেজে ছবিটি বাংলাদেশের বলে প্রচার করতে দেখা যাচ্ছে।
বেশির ভাগ পোস্টে দাবি করা হচ্ছে, লাশের এই ছবি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তোলা। কেউ কেউ রাজশাহী মেডিকেলের বলেও দাবি করছেন।
জারা সুমাইয়া সুলতানা নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘আল্লাহ মাফ করো। চিন্তা করুন, যেই চাদরে শুয়ে ছিলেন তাতেই মুড়িয়ে পলিথিনে পেঁচিয়ে রেখেছে আপনাকে। ছবিটি খুলনা মেডিকেল কলেজের।’
তানজিলা আক্তার নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘যে হারে গরুর হাটে যাচ্ছেন, মার্কেটে, রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনারা ১৪ দিন পর এই ছবির চেয়ে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবেন। বিস্ফোরণের অপেক্ষা করুন। ছবিটা খুলনা মেডিকেলের আর খুলনা বাংলাদেশেই জানেন তো, না?????’
হোসেন ফিরোজ নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘এটা বিদেশি কোনো ছবি নয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি। এই মৃত মানুষগুলো দুদিন আগেও আমাদের মতো রাস্তায়, বাজারে, শপিং মলে ঘুরে বেড়াতো। কিন্তু করোনার ছোবলে আজ তারা প্রাণহীন।’
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, গত ১৫ জুলাই মিয়ানমারের ‘খিত থিত মিডিয়া’ নামের একটি সংবাদভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজে লাশের সারির দুটি ছবি পোস্ট করা হয়। বাংলাদেশে ভাইরাল হওয়া ছবিটিও সেখানে রয়েছে। বর্মি ভাষায় লেখা ক্যাপশনটি গুগল ট্রান্সলেট দিয়ে ইংরেজিতে অনুবাদ করলে জানা যায়, ছবিটি মিয়ানমারের থাই সীমান্তে কায়িন রাজ্যের মায়াবতী জেলার মায়াবতী হাসপাতালের মর্গে তোলা। ওই দিন সেখানে ২২ জন কোভিড আক্রান্ত রোগী মারা যান।
একই দিন মিয়ানমার থেকে পরিচালিত অন্তত ২০টি টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম বেশ কিছু ছবি পোস্ট করে তথ্যটি শেয়ার করতে দেখা যায়।
আজকের পত্রিকার রাজশাহী ও খুলনা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তাঁরা সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন।
মিয়ানমারের মূলধারার সংবাদমাধ্যমে ছবিটি খুঁজে পাওয়া যায়নি। অবশ্য গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর দেশটির গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে জান্তা সরকার। ফেসবুক পেজ নির্ভরযোগ্য সূত্র না হলেও যেহেতু রিভার্স সার্চে ১৫ জুলাইয়ের আগে ওই ছবি অন্য কোথাও পোস্ট হতে দেখা যায়নি, সেহেতু ওই ছবিটি যে বাংলাদেশের নয়, সেটি নিশ্চিত করে বলা যায়।
সিদ্ধান্ত
পলিথিনে মোড়ানো লাশের সারির ছবিটি খুলনা বা রাজশাহী মেডিকেলে কোভিডে মৃতদের নয়।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে