ফ্যাক্টচেক ডেস্ক
গত আগস্টের শেষ দিকে ভয়াবহ বন্যায় পড়ে দেশের পূর্বাঞ্চলের সিংহভাগ এলাকা। ভারী বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে মানবিক বিপর্যয় দেখা দেয় এসব অঞ্চলে। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহের কর্মসূচি দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ‘২০ ভরি স্বর্ণ ও ১০ লক্ষ টাকা কাবিন পরিশোধ করে তিনি বিয়ে করেছেন’ দাবিতে সম্প্রতি একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘এইচ এ বিল্লাল হোসাইন (H A Billal Hossain) ’ নামের অ্যাকাউন্টে গত বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় ছবিটি পোস্ট করা হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়। পোস্টটি আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ৪ হাজার বার শেয়ার হয়েছে; রিয়েকশন পড়েছে ৭৭ হাজারের বেশি।
রিভার্স ইমেজ সার্চে বাংলানিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২০ সালের ৯ মার্চের এক প্রতিবেদনে ভাইরাল ছবিটির প্রায় অবিকল একটি ছবির অনুসন্ধান মিলে। দুটি ছবিরই ব্যাকগ্রাউন্ডে থাকা নানা উপাদানের মধ্যে মিল দেখা যায়। ছবিতে হাসনাত আব্দুল্লাহ বা তাঁর পাশে বসে থাকা নারীর উপস্থিতি দেখা যায়নি। বরং হাসনাত আব্দুল্লাহকে ভাইরাল বিয়ের ছবিতে যে পোশাকে দেখা যায়, সেই একই পোশাকে বাংলা নিউজের ছবিটিতে ভিন্ন ব্যক্তিকে দেখা যাচ্ছে। ওই ব্যক্তির পাশে থাকা নারীর চেহারার সঙ্গেও হাসনাত আব্দুল্লাহর বিয়ের দাবিতে ভাইরাল ছবিতে থাকা নারীর ছবির মিল নেই।
বাংলানিউজের প্রতিবেদনে থাকা ছবির নারীর নাম সুইটি খাতুন পূর্ণিমা। ২০২০ সালের মার্চে সুইটির সঙ্গে রাজশাহীর চরখানপুরের বাসিন্দা আসাদুজ্জামান রুমনের বিয়ে হয়। বউভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন সুইটি। চার দিন পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নৌকা ডুবির ঘটনায় রুমন বেঁচে যান।
ওই সময় তাঁদের বিয়ের ছবি ব্যবহার করে বিভিন্ন সংবাদমাধ্যমে এই দুর্ঘটনার খবর প্রকাশ করা হয়। তাঁদের ওই ছবি এডিট করে হাসনাত আব্দুল্লাহ ও তাঁর পাশে বসে থাকা নারীর মুখাবয়ব যুক্ত করে ভিন্ন দাবিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।
গত মাসে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে বন্যাকবলিত জেলাগুলোর জন্য গণত্রাণ সংগ্রহের কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই কর্মসূচির অর্থ সমন্বয়ক হাসনাত ও সারজিস আলম আত্মসাৎ করেন অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হয়।
এই অভিযোগের বিষয়ে গত মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে বন্যাকবলিত জেলাগুলোর জন্য গত মাসে টিএসসিতে ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা টাকা উত্তোলিত হয়েছে।
এর মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা খরচ হয়েছে। বাকি টাকাগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। এর মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।
বাকি ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন গুজব সম্পর্কে পড়ুন
গত আগস্টের শেষ দিকে ভয়াবহ বন্যায় পড়ে দেশের পূর্বাঞ্চলের সিংহভাগ এলাকা। ভারী বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে মানবিক বিপর্যয় দেখা দেয় এসব অঞ্চলে। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহের কর্মসূচি দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ‘২০ ভরি স্বর্ণ ও ১০ লক্ষ টাকা কাবিন পরিশোধ করে তিনি বিয়ে করেছেন’ দাবিতে সম্প্রতি একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘এইচ এ বিল্লাল হোসাইন (H A Billal Hossain) ’ নামের অ্যাকাউন্টে গত বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় ছবিটি পোস্ট করা হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়। পোস্টটি আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ৪ হাজার বার শেয়ার হয়েছে; রিয়েকশন পড়েছে ৭৭ হাজারের বেশি।
রিভার্স ইমেজ সার্চে বাংলানিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২০ সালের ৯ মার্চের এক প্রতিবেদনে ভাইরাল ছবিটির প্রায় অবিকল একটি ছবির অনুসন্ধান মিলে। দুটি ছবিরই ব্যাকগ্রাউন্ডে থাকা নানা উপাদানের মধ্যে মিল দেখা যায়। ছবিতে হাসনাত আব্দুল্লাহ বা তাঁর পাশে বসে থাকা নারীর উপস্থিতি দেখা যায়নি। বরং হাসনাত আব্দুল্লাহকে ভাইরাল বিয়ের ছবিতে যে পোশাকে দেখা যায়, সেই একই পোশাকে বাংলা নিউজের ছবিটিতে ভিন্ন ব্যক্তিকে দেখা যাচ্ছে। ওই ব্যক্তির পাশে থাকা নারীর চেহারার সঙ্গেও হাসনাত আব্দুল্লাহর বিয়ের দাবিতে ভাইরাল ছবিতে থাকা নারীর ছবির মিল নেই।
বাংলানিউজের প্রতিবেদনে থাকা ছবির নারীর নাম সুইটি খাতুন পূর্ণিমা। ২০২০ সালের মার্চে সুইটির সঙ্গে রাজশাহীর চরখানপুরের বাসিন্দা আসাদুজ্জামান রুমনের বিয়ে হয়। বউভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন সুইটি। চার দিন পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নৌকা ডুবির ঘটনায় রুমন বেঁচে যান।
ওই সময় তাঁদের বিয়ের ছবি ব্যবহার করে বিভিন্ন সংবাদমাধ্যমে এই দুর্ঘটনার খবর প্রকাশ করা হয়। তাঁদের ওই ছবি এডিট করে হাসনাত আব্দুল্লাহ ও তাঁর পাশে বসে থাকা নারীর মুখাবয়ব যুক্ত করে ভিন্ন দাবিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।
গত মাসে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে বন্যাকবলিত জেলাগুলোর জন্য গণত্রাণ সংগ্রহের কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই কর্মসূচির অর্থ সমন্বয়ক হাসনাত ও সারজিস আলম আত্মসাৎ করেন অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হয়।
এই অভিযোগের বিষয়ে গত মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে বন্যাকবলিত জেলাগুলোর জন্য গত মাসে টিএসসিতে ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা টাকা উত্তোলিত হয়েছে।
এর মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা খরচ হয়েছে। বাকি টাকাগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। এর মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।
বাকি ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন গুজব সম্পর্কে পড়ুন
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে