ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে চালের দাম চড়া। কিন্তু বাজারে প্রচুর শীতের সবজি থাকায় দাম সহনীয় পর্যায়ে। তাই ক্রেতারা সবজির বাজারে গিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন। চাল, আটা, চিনি ও তেলের দাম আকাশচুম্বী হওয়ায় কষ্টে রয়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ।
তাঁরা বলছেন, মনিটরিং কার্যক্রম জোরদার করে চালের বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু তা করা হচ্ছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাজার নিয়ন্ত্রণে তারা কাজ করছে। বাজারে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।
ময়মনসিংহের মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম এই বাজারে। এই সপ্তাহে সবজি ও মসলার দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তবে চাল, আটা, চিনি ও তেলের চড়া দামে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
বাজার ঘুরে জানা গেছে, বেগুন ৬০, করলা ৬০, টমেটো ১২০, গাজর ১২০, শিম ১২০, মুখিকচু ৬০, মিষ্টিকুমড়া ৪০, পটোল ৪০, শসা ৪০, ঢ্যাঁড়স ৫০, চিচিঙ্গা ৫০, পেঁপে ২০, মুলা ৫০, বরবটি ৬০, কাঁকরোল ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচকলা হালি ৩০, ছোট ফুলকপি ৩০ ও ছোট লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ৪৫ টাকা কেজির নিচে কোনো চাল নেই বাজারে। সরু চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, নতুন চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে।
সবজি বিক্রেতা আরিফ হোসেন বলেন, দুই সপ্তাহ ধরে সবজির বাজার ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। মানুষ ৪০ টাকা কেজিতেও সবজি কিনতে পারছে। এ ছাড়া নতুন সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। এ বছর প্রচুর সবজি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় দাম অনেক কম।
মেছুয়া বাজারের চাল বিক্রেতা দিলীপ কুমার সাহা বলেন, ইতি আতপ চাল ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর চেয়ে কম দামের আর কোনো চাল নেই। এ ছাড়া বিরই ৬৫, পাইজাম ৫৬ এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, বাজারে এখনো নতুন চাল তেমনভাবে আসা শুরু হয়নি। নতুন চাল এলে হয়তো দাম কিছুটা কমতে পারে।
ক্রেতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘কয়েক দিন ধরে সবজির দাম কিছুটা কমছে। তবে দাম আরেকটু কমলে আমাদের জন্য ভালো হতো। এ ছাড়া মনিটরিং কার্যক্রম জোরদার করে তেল, আটা ও চিনির দাম নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।’
আরেক ক্রেতা কাউসার হোসেন বলেন, ‘চালসহ তেল-আটার দাম নিয়ন্ত্রণে আনা খুব প্রয়োজন। আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের খুব কষ্ট হচ্ছে। দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করে চাল-সবজি কেনা খুব কষ্টকর হয়ে পড়ে।’
মেছুয়া বাজারের মাছ বিক্রেতা হোসেন আলী জানান, মাছের দামে তেমন ওঠানামা নেই। তিনি বলেন, বাটা মাছ ২০০, গুলশা মাছ ৫০০, কাচকি মাছ ৩০০, দেশি চিংড়ি ৭০০, দেশি ট্যাংরা ৪০০, ছোট রুই ৩০০, কাতল ৩০০, গলদা চিংড়ি ৭০০, মলা মাছ ২০০, কই মাছ ২৫০, শিং মাছ ৩৫০, তেলাপিয়া ২০০, পাঙাশ ১৭০, ফলি মাছ ৩০০, বোয়াল ৬০০, আইড় মাছ ৭০০, সিলভার কার্প ২২০ ও পাবদা মাছ ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। সাধারণ মানুষ যেন সাধ্য অনুযায়ী বাজার করতে পারে, সে জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বাজারে দরদাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।’
ময়মনসিংহে চালের দাম চড়া। কিন্তু বাজারে প্রচুর শীতের সবজি থাকায় দাম সহনীয় পর্যায়ে। তাই ক্রেতারা সবজির বাজারে গিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন। চাল, আটা, চিনি ও তেলের দাম আকাশচুম্বী হওয়ায় কষ্টে রয়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ।
তাঁরা বলছেন, মনিটরিং কার্যক্রম জোরদার করে চালের বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু তা করা হচ্ছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাজার নিয়ন্ত্রণে তারা কাজ করছে। বাজারে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।
ময়মনসিংহের মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম এই বাজারে। এই সপ্তাহে সবজি ও মসলার দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তবে চাল, আটা, চিনি ও তেলের চড়া দামে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
বাজার ঘুরে জানা গেছে, বেগুন ৬০, করলা ৬০, টমেটো ১২০, গাজর ১২০, শিম ১২০, মুখিকচু ৬০, মিষ্টিকুমড়া ৪০, পটোল ৪০, শসা ৪০, ঢ্যাঁড়স ৫০, চিচিঙ্গা ৫০, পেঁপে ২০, মুলা ৫০, বরবটি ৬০, কাঁকরোল ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচকলা হালি ৩০, ছোট ফুলকপি ৩০ ও ছোট লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ৪৫ টাকা কেজির নিচে কোনো চাল নেই বাজারে। সরু চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, নতুন চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে।
সবজি বিক্রেতা আরিফ হোসেন বলেন, দুই সপ্তাহ ধরে সবজির বাজার ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। মানুষ ৪০ টাকা কেজিতেও সবজি কিনতে পারছে। এ ছাড়া নতুন সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। এ বছর প্রচুর সবজি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় দাম অনেক কম।
মেছুয়া বাজারের চাল বিক্রেতা দিলীপ কুমার সাহা বলেন, ইতি আতপ চাল ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর চেয়ে কম দামের আর কোনো চাল নেই। এ ছাড়া বিরই ৬৫, পাইজাম ৫৬ এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, বাজারে এখনো নতুন চাল তেমনভাবে আসা শুরু হয়নি। নতুন চাল এলে হয়তো দাম কিছুটা কমতে পারে।
ক্রেতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘কয়েক দিন ধরে সবজির দাম কিছুটা কমছে। তবে দাম আরেকটু কমলে আমাদের জন্য ভালো হতো। এ ছাড়া মনিটরিং কার্যক্রম জোরদার করে তেল, আটা ও চিনির দাম নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।’
আরেক ক্রেতা কাউসার হোসেন বলেন, ‘চালসহ তেল-আটার দাম নিয়ন্ত্রণে আনা খুব প্রয়োজন। আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের খুব কষ্ট হচ্ছে। দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করে চাল-সবজি কেনা খুব কষ্টকর হয়ে পড়ে।’
মেছুয়া বাজারের মাছ বিক্রেতা হোসেন আলী জানান, মাছের দামে তেমন ওঠানামা নেই। তিনি বলেন, বাটা মাছ ২০০, গুলশা মাছ ৫০০, কাচকি মাছ ৩০০, দেশি চিংড়ি ৭০০, দেশি ট্যাংরা ৪০০, ছোট রুই ৩০০, কাতল ৩০০, গলদা চিংড়ি ৭০০, মলা মাছ ২০০, কই মাছ ২৫০, শিং মাছ ৩৫০, তেলাপিয়া ২০০, পাঙাশ ১৭০, ফলি মাছ ৩০০, বোয়াল ৬০০, আইড় মাছ ৭০০, সিলভার কার্প ২২০ ও পাবদা মাছ ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। সাধারণ মানুষ যেন সাধ্য অনুযায়ী বাজার করতে পারে, সে জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বাজারে দরদাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে