বিনোদন প্রতিবেদক, ঢাকা
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্যপ্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। বলিউডের শিল্পীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিবাদ করছেন।
আছেন কারিনা কাপুর, প্রীতি জিনতা, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানার মতো বলিউড তারকারা। গত বুধবার রাতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন টালিউড নির্মাতা ও শিল্পীরা। আন্দোলনের মাঠে দেখা গেছে স্বস্তিকা মুখার্জি, রচনা ব্যানার্জি, পরমব্রত, ঋত্বিক চক্রবর্তীসহ অনেককে। এবার কলকাতার এই আন্দোলনে সংহতি জানালেন ঢাকার শিল্পীরা।
আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদে সংহতি এবং বাংলাদেশে আগের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে এই অভিনেত্রী লেখেন, ‘গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে “মেয়েরা রাত দখল করো”। ১৬ আগস্ট শুক্রবার রাত ১০টা (জমায়েত রাত ৯টা থেকে)। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।’ একই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষিসহ অনেকে।
এদিকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতন এবং ধর্ষণের পর হত্যার শিকার হওয়া মৌমিতার ছবি শেয়ার করে অভিনেত্রী জাকিয়া বারী মম ফেসবুকে লিখেছেন, ‘এমন মৃত্যু যেন আর কোথাও কারও না হয়!’
আন্দোলনের সময়কার একটি প্ল্যাকার্ড শেয়ার করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘আপনি যদি আপনার মেয়েকে “খারাপ” স্পর্শ সম্পর্কে শিক্ষিত করেন, তবে নিশ্চিত করুন যে আপনার ছেলেও এটি সম্পর্কে জানে।’
আন্দোলনের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সেই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যাচ্ছে, ‘ছোটবেলায় সন্তানকে প্রথম হওয়ার দৌড়ে নামিয়ে দেই আমরা। কিন্তু কোথাও মূল্যবোধ শেখানো হচ্ছে না। পরিবার থেকেও শেখানোর চেষ্টা করা হয় না। এই কারণে এমন অপরাধ বেড়েই চলেছে। সবাইকে ছোটবেলা থেকে শেখানো উচিত মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সম্মান করতে হয়।’
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা আন্দোলনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জাস্টিস ফর হার।’ সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা লেখেন, ‘এটা কখনোই শেষ হবে না, যতক্ষণ না আপনি আপনার ছেলেকে নিরাপদ থাকতে শেখানোর পরিবর্তে একজন ভালো মানুষ হওয়া শেখান। পরিবর্তনটা শুরু হোক আপনি এবং আপনার বাড়ি থেকেই। প্রতিটি মৌমিতার নিজের জীবন যাপন করার অধিকার আছে। ঢাকা থেকে কলকাতা—মৌমিতার জন্য আওয়াজ তুলুন।’
কলকাতার আর জি কর-কাণ্ডে আওয়াজ তুলেছেন অভিনেতারাও। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘নারীদের প্রতি সকল প্রকার নির্যাতন ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোনো অজুহাত নয়! এখনই থামুন।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লেখেন, ‘মনুষ্যত্বের মর্ম মরণ। কী ভয়ংকর মর্মান্তিক! আমি নিতে পারছি না, মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারও মা, কারও বোন, কারও প্রিয়জন, এমনকি পৃথিবীর কোনো নারীই যেন আর কখনো এমন ভয়ংকর পরিস্থিতির শিকার না হয়। আমার কাছে মনে হয়, পৃথিবীতে এমন কোনো শাস্তি তৈরি হয়নি, যার মাধ্যমে এই বোনটির আত্মা শান্তি পাবে। এই নরপিশাচদের এমন কোনো শাস্তির দাবি করি, যেটা বিকৃত মানসিকতার প্রতিটি পুরুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সংহতি জানিয়ে সায়ানের গান
যেকোনো অন্যায়ের প্রতিবাদে আন্দোলনের প্রথম সারিতে থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। বৈষম্যবিরোধী আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন তিনি। এবার কলকাতার আর জি কর-কাণ্ড আন্দোলনে সংহতি জানিয়ে গান প্রকাশ করলেন সায়ান। গত মঙ্গলবার রাতে ফেসবুক পেজে তিনি প্রকাশ করেছেন, ‘এই মেয়ে শোন, এই রাত এই ভোর/ যতখানি পুরুষের, তারও বেশি তোর’—এমন কথার গানটি। সায়ান বলেন, ‘পৃথিবীর সকল দেশের সকল পথঘাট সকল রাতে মেয়েদের জন্য উন্মুক্ত হোক। ধর্ষণকে ধর্ষণ বলা হোক আর হত্যাকে হত্যা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্যপ্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। বলিউডের শিল্পীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিবাদ করছেন।
আছেন কারিনা কাপুর, প্রীতি জিনতা, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানার মতো বলিউড তারকারা। গত বুধবার রাতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন টালিউড নির্মাতা ও শিল্পীরা। আন্দোলনের মাঠে দেখা গেছে স্বস্তিকা মুখার্জি, রচনা ব্যানার্জি, পরমব্রত, ঋত্বিক চক্রবর্তীসহ অনেককে। এবার কলকাতার এই আন্দোলনে সংহতি জানালেন ঢাকার শিল্পীরা।
আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদে সংহতি এবং বাংলাদেশে আগের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে এই অভিনেত্রী লেখেন, ‘গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে “মেয়েরা রাত দখল করো”। ১৬ আগস্ট শুক্রবার রাত ১০টা (জমায়েত রাত ৯টা থেকে)। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।’ একই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষিসহ অনেকে।
এদিকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতন এবং ধর্ষণের পর হত্যার শিকার হওয়া মৌমিতার ছবি শেয়ার করে অভিনেত্রী জাকিয়া বারী মম ফেসবুকে লিখেছেন, ‘এমন মৃত্যু যেন আর কোথাও কারও না হয়!’
আন্দোলনের সময়কার একটি প্ল্যাকার্ড শেয়ার করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘আপনি যদি আপনার মেয়েকে “খারাপ” স্পর্শ সম্পর্কে শিক্ষিত করেন, তবে নিশ্চিত করুন যে আপনার ছেলেও এটি সম্পর্কে জানে।’
আন্দোলনের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সেই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যাচ্ছে, ‘ছোটবেলায় সন্তানকে প্রথম হওয়ার দৌড়ে নামিয়ে দেই আমরা। কিন্তু কোথাও মূল্যবোধ শেখানো হচ্ছে না। পরিবার থেকেও শেখানোর চেষ্টা করা হয় না। এই কারণে এমন অপরাধ বেড়েই চলেছে। সবাইকে ছোটবেলা থেকে শেখানো উচিত মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সম্মান করতে হয়।’
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা আন্দোলনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জাস্টিস ফর হার।’ সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা লেখেন, ‘এটা কখনোই শেষ হবে না, যতক্ষণ না আপনি আপনার ছেলেকে নিরাপদ থাকতে শেখানোর পরিবর্তে একজন ভালো মানুষ হওয়া শেখান। পরিবর্তনটা শুরু হোক আপনি এবং আপনার বাড়ি থেকেই। প্রতিটি মৌমিতার নিজের জীবন যাপন করার অধিকার আছে। ঢাকা থেকে কলকাতা—মৌমিতার জন্য আওয়াজ তুলুন।’
কলকাতার আর জি কর-কাণ্ডে আওয়াজ তুলেছেন অভিনেতারাও। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘নারীদের প্রতি সকল প্রকার নির্যাতন ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোনো অজুহাত নয়! এখনই থামুন।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লেখেন, ‘মনুষ্যত্বের মর্ম মরণ। কী ভয়ংকর মর্মান্তিক! আমি নিতে পারছি না, মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারও মা, কারও বোন, কারও প্রিয়জন, এমনকি পৃথিবীর কোনো নারীই যেন আর কখনো এমন ভয়ংকর পরিস্থিতির শিকার না হয়। আমার কাছে মনে হয়, পৃথিবীতে এমন কোনো শাস্তি তৈরি হয়নি, যার মাধ্যমে এই বোনটির আত্মা শান্তি পাবে। এই নরপিশাচদের এমন কোনো শাস্তির দাবি করি, যেটা বিকৃত মানসিকতার প্রতিটি পুরুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সংহতি জানিয়ে সায়ানের গান
যেকোনো অন্যায়ের প্রতিবাদে আন্দোলনের প্রথম সারিতে থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। বৈষম্যবিরোধী আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন তিনি। এবার কলকাতার আর জি কর-কাণ্ড আন্দোলনে সংহতি জানিয়ে গান প্রকাশ করলেন সায়ান। গত মঙ্গলবার রাতে ফেসবুক পেজে তিনি প্রকাশ করেছেন, ‘এই মেয়ে শোন, এই রাত এই ভোর/ যতখানি পুরুষের, তারও বেশি তোর’—এমন কথার গানটি। সায়ান বলেন, ‘পৃথিবীর সকল দেশের সকল পথঘাট সকল রাতে মেয়েদের জন্য উন্মুক্ত হোক। ধর্ষণকে ধর্ষণ বলা হোক আর হত্যাকে হত্যা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে