গৌরীপুর প্রতিনিধি
পরীক্ষার অতিরিক্ত মানসিক চাপ আর উদ্বেগের মধ্যেই শুনতে হলো প্রবাসী বাবার মৃত্যুর সংবাদ। এর মধ্যেই হাজির হতে হয়েছে পরীক্ষাকেন্দ্রে। গতকাল সোমবার এই ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার সহনাটি দক্ষিণপাড়া গ্রামে। পরীক্ষার্থী লিজা ওই গ্রামের সদ্য প্রয়াত আলাল উদ্দিনের (৪০) মেয়ে। সে স্থানীয় গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
ঘড়ির কাটায় তখন সময় ৬টা। ঘুম থেকে জেগে বই নিয়ে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল এসএসসি পরীক্ষার্থী আফরিন জাহান লিজা। এমন সময় খবর আসে বাবা প্রবাসে মারা গেছেন। আকস্মিক বাবার মৃত্যুর সংবাদে মানসিকভাবে ভেঙে পড়ে লিজা। তবে শিক্ষক ও স্বজনদের চেষ্টায় কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে লিজার বাবা আলাল উদ্দিন দুই বছর ধরে সৌদি আরবের রিয়াদে আছেন। সৌদি আরবের স্থানীয় সময় গত রোববার দুপুরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আলাল উদ্দিনের বড় ভাই হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ভাই ফুসফুসের রোগে ভুগছিলেন। রোববার অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা করছি।’
এদিকে সৌদি আরব থেকে রোববার রাতেই আলাল উদ্দিনের মৃত্যুর খবর বাড়িতে আসলেও পরীক্ষার কথা ভেবে লিজার পরিবারের কাছে বিষয়টি গোপন রাখে স্বজনেরা। কিন্তু পরদিন সোমবার ভোরে বিষয়টি জানাজানি হলে বাড়িতে শোকের মাতম শুরু হয়।
লিজার পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয়ে। গতকাল সোমবার সকালে বাবা হারানোর কষ্ট বুকে নিয়ে চোখ মুছতে মুছতে কেন্দ্রে যায় লিজা। সহপাঠী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সে।
গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান ফকির বলেন, ‘লিজা আমার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ফার্স্ট গার্ল। তার বাবার মৃত্যুর খবর পেয়ে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছি।’ সে যেন ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে সার্বক্ষণিক খেয়াল রাখার চেষ্টা করেছেন বলে জানান প্রধান শিক্ষক।
পরীক্ষার অতিরিক্ত মানসিক চাপ আর উদ্বেগের মধ্যেই শুনতে হলো প্রবাসী বাবার মৃত্যুর সংবাদ। এর মধ্যেই হাজির হতে হয়েছে পরীক্ষাকেন্দ্রে। গতকাল সোমবার এই ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার সহনাটি দক্ষিণপাড়া গ্রামে। পরীক্ষার্থী লিজা ওই গ্রামের সদ্য প্রয়াত আলাল উদ্দিনের (৪০) মেয়ে। সে স্থানীয় গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
ঘড়ির কাটায় তখন সময় ৬টা। ঘুম থেকে জেগে বই নিয়ে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল এসএসসি পরীক্ষার্থী আফরিন জাহান লিজা। এমন সময় খবর আসে বাবা প্রবাসে মারা গেছেন। আকস্মিক বাবার মৃত্যুর সংবাদে মানসিকভাবে ভেঙে পড়ে লিজা। তবে শিক্ষক ও স্বজনদের চেষ্টায় কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে লিজার বাবা আলাল উদ্দিন দুই বছর ধরে সৌদি আরবের রিয়াদে আছেন। সৌদি আরবের স্থানীয় সময় গত রোববার দুপুরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আলাল উদ্দিনের বড় ভাই হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ভাই ফুসফুসের রোগে ভুগছিলেন। রোববার অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা করছি।’
এদিকে সৌদি আরব থেকে রোববার রাতেই আলাল উদ্দিনের মৃত্যুর খবর বাড়িতে আসলেও পরীক্ষার কথা ভেবে লিজার পরিবারের কাছে বিষয়টি গোপন রাখে স্বজনেরা। কিন্তু পরদিন সোমবার ভোরে বিষয়টি জানাজানি হলে বাড়িতে শোকের মাতম শুরু হয়।
লিজার পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয়ে। গতকাল সোমবার সকালে বাবা হারানোর কষ্ট বুকে নিয়ে চোখ মুছতে মুছতে কেন্দ্রে যায় লিজা। সহপাঠী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সে।
গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান ফকির বলেন, ‘লিজা আমার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ফার্স্ট গার্ল। তার বাবার মৃত্যুর খবর পেয়ে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছি।’ সে যেন ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে সার্বক্ষণিক খেয়াল রাখার চেষ্টা করেছেন বলে জানান প্রধান শিক্ষক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১১ ঘণ্টা আগে