কামাল হোসেন, কয়রা (খুলনা)
কয়রা-পাইকগাছা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের মাধ্যমে ২৩টি প্রকল্পের ২৪ কোটি ১৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পান। মেয়াদ বাড়িয়েও এর মধ্যে ২০টি প্রকল্পের কাজ শেষ হয়নি। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। তবে সংসদ সদস্য নিজেই ঠিকাদার হওয়ায় উন্নয়ন প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা যথাযথ তদারকি করতে পারছেন না। এতে তাঁরাও বিব্রত।
সংসদ সদস্য হওয়ার আগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আক্তারুজ্জামান বাবু। একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে এই নেতা জেলা আওয়ামী লীগের সদস্য। উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এই পাঁচ বছরে মেসার্স জামান এন্টারপ্রাইজ কয়রায় ৬টি প্রকল্পের ৬ কোটি ৮৮ লাখ ১৭ হাজার ৮৬৯ টাকা ও পাইকগাছায় ১৭টি প্রকল্পের ১৭ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ২০৩ টাকার কাজ পায়। এর বাইরেও প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রকল্পের কাজ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মেয়াদ বাড়ে, কাজ শেষ হয় না কয়রার উত্তর বেদকাশী বড়বাড়ি বাজার থেকে কয়রা পুকুরপাড় পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ করছে মেসার্স জামান এন্টারপ্রাইজ। ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৭৬ টাকার কাজটির মেয়াদ ছিল চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত। পরে এর মেয়াদ চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তবে কাজ ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
সরেজমিন গত বৃহস্পতিবার দেখা যায়, রাস্তায় খোয়া বিছিয়ে রোলিং করে ফেলে রাখা হয়েছে। বেশ কয়েকটি স্থানে খোয়া সরে গর্ত তৈরি হয়েছে। এই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। ওই এলাকার আল আমিন নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, রাস্তা দিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ছাত্রলীগের এক কর্মী স্থানীয়দের নিয়ে কাজে বাধা দিয়েছিলেন। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিসিত রঞ্জন মিস্ত্রী বলেন, এলাকার একাধিক রাস্তায় খোয়া ফেলে কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগ বাড়ছে। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণকাজে ধীরগতিতে সেবা বিঘ্ন হচ্ছে। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দলের কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি দু-একজন প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট সরকারি দপ্তর আমলে নেয় না।
কয়রার চণ্ডীপুর আরএনডিএস বটতলা থেকে খিরোল লঞ্চঘাট সড়কের কার্পেটিংয়ের কাজও আক্তারুজ্জামান বাবুর প্রতিষ্ঠান পেয়েছে। ২ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৫৮৫ টাকা ব্যয়ে সড়কের কাজ চলতি বছরের ২৬ মার্চ শেষের কথা থাকলেও এ পর্যন্ত ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এর নির্মাণকাজও এখন বন্ধ।
কয়রায় ৬টি প্রকল্পের কাজ করছে আক্তারুজ্জামান বাবুর প্রতিষ্ঠান। এসব কাজের চিত্র তুলে ধরে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা বলেন, কয়রায় যে কাজগুলো সংসদ সদস্যের প্রতিষ্ঠান পেয়েছে, এর মধ্যে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শেষ হয়েছে। তবে রাস্তাগুলোর কাজ ৬০ শতাংশ করার পর ফেলে রাখা হয়েছে। দুই দফায় মেয়াদ বাড়ানোর পরও তা শেষ হয়নি।
আর পাইকগাছার ১৭টি প্রকল্পের কাজ করে সংসদ সদস্যের প্রতিষ্ঠান। এসব কাজের অগ্রগতি প্রসঙ্গে উপজেলা এলজিইডির প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, পাইকগাছার কোনো কাজই শেষ করতে পারেনি সংসদ সদস্যদের প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে খুলনা জেলা স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান বলেন, ‘আমি যোগদানের পরে জামান এন্টারপ্রাইজ কোনো কাজ পায়নি। তবে আগে টেন্ডার নেওয়া কিছু কাজ চলমান রয়েছে। কাজ মানসম্মত হচ্ছে, তবে ধীরগতি রয়েছে।’
বেনামে কাজ করার অভিযোগ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণের ৯ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৫৮০ টাকার কাজ পেয়েছে মেসার্স জিয়াউল ট্রেডার্স ও মেসার্স শামীম আহসান ট্রেডার্স। তবে কাজটি করছে সংসদ সদস্যের প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে মেসার্স জিয়াউল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জিয়াউল আহসান টিটো বলেন, ‘কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজটি আমার লাইসেন্স নিয়ে এমপি সাহেব করছেন। এ বিষয়ে অফিস অবগত রয়েছে।’
তবে মো. আক্তারুজ্জামান বাবু তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গুণগতমান ঠিক রেখে যাতে কাজটি দ্রুত শেষ হয়, সেদিকে আমি বিশেষভাবে কেয়ার রাখছি।’
যদিও এ প্রকল্পের কাজের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়েছে। এরপরও সেই কাজ দৃশ্যমান হয়নি। শুধু কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নয়, কয়রা-পাইকগাছার বেশ কিছু প্রকল্পের কাজ অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে নেওয়ার অভিযোগ রয়েছে সংসদ সদস্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ক্ষুব্ধ আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবকাঠামো উন্নয়নের কথা বলে আসছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন, উন্নয়নের উল্টো চিত্র দেখা যাচ্ছে কয়রা ও পাইকগাছা উপজেলায়। এ ছাড়া সংসদ সদস্যের প্রতিষ্ঠানের নামে নেওয়া কাজ ঝুলে থাকায় স্থানীয় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেখানকার চিত্র তুলে ধরে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা বলেন, ‘জনপ্রতিনিধিরা যখন কাজের ঠিকাদারি করেন, তখন তাঁদের ইচ্ছামতো কাজ করেন। এলাকায় এমপি নিজেই ঠিকাদারি করছেন। নিজের লাইসেন্সের পাশাপাশি অন্যদের লাইসেন্সেও তিনি কাজ নিচ্ছেন। কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করে অর্থ লুটে নিচ্ছেন।’
তবে এসব অভিযোগের তোয়াক্কা করছেন না আক্তারুজ্জামান বাবু। তাঁর প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে মোবাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘লেখ, আমার কথা লেখে দাও। আর কিছু আছে? তোমার যা ইচ্ছা লেখ।’
কয়রা-পাইকগাছা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের মাধ্যমে ২৩টি প্রকল্পের ২৪ কোটি ১৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পান। মেয়াদ বাড়িয়েও এর মধ্যে ২০টি প্রকল্পের কাজ শেষ হয়নি। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। তবে সংসদ সদস্য নিজেই ঠিকাদার হওয়ায় উন্নয়ন প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা যথাযথ তদারকি করতে পারছেন না। এতে তাঁরাও বিব্রত।
সংসদ সদস্য হওয়ার আগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আক্তারুজ্জামান বাবু। একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে এই নেতা জেলা আওয়ামী লীগের সদস্য। উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এই পাঁচ বছরে মেসার্স জামান এন্টারপ্রাইজ কয়রায় ৬টি প্রকল্পের ৬ কোটি ৮৮ লাখ ১৭ হাজার ৮৬৯ টাকা ও পাইকগাছায় ১৭টি প্রকল্পের ১৭ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ২০৩ টাকার কাজ পায়। এর বাইরেও প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রকল্পের কাজ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মেয়াদ বাড়ে, কাজ শেষ হয় না কয়রার উত্তর বেদকাশী বড়বাড়ি বাজার থেকে কয়রা পুকুরপাড় পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ করছে মেসার্স জামান এন্টারপ্রাইজ। ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৭৬ টাকার কাজটির মেয়াদ ছিল চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত। পরে এর মেয়াদ চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তবে কাজ ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
সরেজমিন গত বৃহস্পতিবার দেখা যায়, রাস্তায় খোয়া বিছিয়ে রোলিং করে ফেলে রাখা হয়েছে। বেশ কয়েকটি স্থানে খোয়া সরে গর্ত তৈরি হয়েছে। এই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। ওই এলাকার আল আমিন নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, রাস্তা দিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ছাত্রলীগের এক কর্মী স্থানীয়দের নিয়ে কাজে বাধা দিয়েছিলেন। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিসিত রঞ্জন মিস্ত্রী বলেন, এলাকার একাধিক রাস্তায় খোয়া ফেলে কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগ বাড়ছে। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণকাজে ধীরগতিতে সেবা বিঘ্ন হচ্ছে। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দলের কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি দু-একজন প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট সরকারি দপ্তর আমলে নেয় না।
কয়রার চণ্ডীপুর আরএনডিএস বটতলা থেকে খিরোল লঞ্চঘাট সড়কের কার্পেটিংয়ের কাজও আক্তারুজ্জামান বাবুর প্রতিষ্ঠান পেয়েছে। ২ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৫৮৫ টাকা ব্যয়ে সড়কের কাজ চলতি বছরের ২৬ মার্চ শেষের কথা থাকলেও এ পর্যন্ত ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এর নির্মাণকাজও এখন বন্ধ।
কয়রায় ৬টি প্রকল্পের কাজ করছে আক্তারুজ্জামান বাবুর প্রতিষ্ঠান। এসব কাজের চিত্র তুলে ধরে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা বলেন, কয়রায় যে কাজগুলো সংসদ সদস্যের প্রতিষ্ঠান পেয়েছে, এর মধ্যে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শেষ হয়েছে। তবে রাস্তাগুলোর কাজ ৬০ শতাংশ করার পর ফেলে রাখা হয়েছে। দুই দফায় মেয়াদ বাড়ানোর পরও তা শেষ হয়নি।
আর পাইকগাছার ১৭টি প্রকল্পের কাজ করে সংসদ সদস্যের প্রতিষ্ঠান। এসব কাজের অগ্রগতি প্রসঙ্গে উপজেলা এলজিইডির প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, পাইকগাছার কোনো কাজই শেষ করতে পারেনি সংসদ সদস্যদের প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে খুলনা জেলা স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান বলেন, ‘আমি যোগদানের পরে জামান এন্টারপ্রাইজ কোনো কাজ পায়নি। তবে আগে টেন্ডার নেওয়া কিছু কাজ চলমান রয়েছে। কাজ মানসম্মত হচ্ছে, তবে ধীরগতি রয়েছে।’
বেনামে কাজ করার অভিযোগ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণের ৯ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৫৮০ টাকার কাজ পেয়েছে মেসার্স জিয়াউল ট্রেডার্স ও মেসার্স শামীম আহসান ট্রেডার্স। তবে কাজটি করছে সংসদ সদস্যের প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে মেসার্স জিয়াউল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জিয়াউল আহসান টিটো বলেন, ‘কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজটি আমার লাইসেন্স নিয়ে এমপি সাহেব করছেন। এ বিষয়ে অফিস অবগত রয়েছে।’
তবে মো. আক্তারুজ্জামান বাবু তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গুণগতমান ঠিক রেখে যাতে কাজটি দ্রুত শেষ হয়, সেদিকে আমি বিশেষভাবে কেয়ার রাখছি।’
যদিও এ প্রকল্পের কাজের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়েছে। এরপরও সেই কাজ দৃশ্যমান হয়নি। শুধু কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নয়, কয়রা-পাইকগাছার বেশ কিছু প্রকল্পের কাজ অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে নেওয়ার অভিযোগ রয়েছে সংসদ সদস্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ক্ষুব্ধ আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবকাঠামো উন্নয়নের কথা বলে আসছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন, উন্নয়নের উল্টো চিত্র দেখা যাচ্ছে কয়রা ও পাইকগাছা উপজেলায়। এ ছাড়া সংসদ সদস্যের প্রতিষ্ঠানের নামে নেওয়া কাজ ঝুলে থাকায় স্থানীয় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেখানকার চিত্র তুলে ধরে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা বলেন, ‘জনপ্রতিনিধিরা যখন কাজের ঠিকাদারি করেন, তখন তাঁদের ইচ্ছামতো কাজ করেন। এলাকায় এমপি নিজেই ঠিকাদারি করছেন। নিজের লাইসেন্সের পাশাপাশি অন্যদের লাইসেন্সেও তিনি কাজ নিচ্ছেন। কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করে অর্থ লুটে নিচ্ছেন।’
তবে এসব অভিযোগের তোয়াক্কা করছেন না আক্তারুজ্জামান বাবু। তাঁর প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে মোবাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘লেখ, আমার কথা লেখে দাও। আর কিছু আছে? তোমার যা ইচ্ছা লেখ।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে