সম্পাদকীয়
ফরিদপুরনিবাসী এক ফুফা এসে বাড়ির বাচ্চাদের সিনেমায় নিয়ে যেতে চাইলেন। তাতে পুরো বাড়িতে সাজ সাজ রব পড়ে গেল। সন্জীদারও যাওয়ার কথা। কিন্তু একটি দুঃখজনক কারণে তিনি যেতে পারলেন না।
কারণটা আর কিছুই না, তিনি ইলিশ মাছ খেতে পছন্দ করতেন না। মা সেদিন জেদ ধরলেন, এই ইলিশ মাছই খেতে হবে। সিনেমা দেখার আগ্রহে সেটা কবুল করলেন সন্জীদা, কিন্তু পেটে তা সইল না। মাছ খাওয়ার পর থেকেই শুরু হলো বমি। সে যাত্রায় আর সিনেমা দেখতে যেতে পারেননি।
এরপর এল আরেকটি দিন। বড় বোন যোবায়দা মির্জার বিয়ে হয়ে গেছে তখন। বাড়িতে এসেছেন দুলাভাই। তিনি ঘোড়াগাড়ি বোঝাই করে সবাইকে নিয়ে গেলেন মুকুল সিনেমায়। পরে অবশ্য সেই সিনেমা হলের নাম পরিবর্তন হয়ে আজাদ হয়েছে। সদরঘাটের কোর্ট ভবনের উল্টো দিকে সেটার অবস্থান।
দুলাভাই তো পরম উৎসাহে সবাইকে নিয়ে এসেছেন মুকুল সিনেমায়, কিন্তু দেখা গেল টিকিট নেই। খুবই অপমানিত হলেন দুলাভাই। শালা-শ্যালিকাদের সিনেমা দেখাতে পারছেন না! তিনি তখন জেলখানার কাছাকাছি একটি সিনেমা হলে নিয়ে গেলেন সবাইকে। সেই হলের নাম ছিল তাজমহল। সেখানে চলছিল ‘ফরিয়াদ’ নামে একটি ছবি। সেটাই দেখলেন সবাই মিলে। ছবিটি হিন্দি না উর্দু ছিল, তা আর মনে রাখতে পারেননি সন্জীদা খাতুন। সেটা ১৯৪৫ বা ১৯৪৬ সালের কথা। সন্জীদা খাতুন তখন সেভেনে।
এরপর একবার ‘জীবন মরণ’ নামে একটি ছবি দেখেছিলেন। দুলাভাই এলে আরেকবার সবাই মিলে সে ছবি দেখতে যাওয়া হয়েছিল। ছোট ভাই নুরু ছবি দেখতে দেখতে বলল, ‘পানি খাব।’
দুলাভাই বললেন, ‘একটু অপেক্ষা করো, পানি আসছে।’
একটু পর সিনেমায় দেখা গেল সায়গল পানি বা সোডা খাচ্ছেন।
দুলাভাই বললেন, ‘ওই তো পানি!’ সে কথা শুনে সবাই হেসে উঠল।
সূত্র: অনুপম হায়াৎ, পুরানো ঢাকার চলচ্চিত্র, পৃষ্ঠা ৯২-৯২
ফরিদপুরনিবাসী এক ফুফা এসে বাড়ির বাচ্চাদের সিনেমায় নিয়ে যেতে চাইলেন। তাতে পুরো বাড়িতে সাজ সাজ রব পড়ে গেল। সন্জীদারও যাওয়ার কথা। কিন্তু একটি দুঃখজনক কারণে তিনি যেতে পারলেন না।
কারণটা আর কিছুই না, তিনি ইলিশ মাছ খেতে পছন্দ করতেন না। মা সেদিন জেদ ধরলেন, এই ইলিশ মাছই খেতে হবে। সিনেমা দেখার আগ্রহে সেটা কবুল করলেন সন্জীদা, কিন্তু পেটে তা সইল না। মাছ খাওয়ার পর থেকেই শুরু হলো বমি। সে যাত্রায় আর সিনেমা দেখতে যেতে পারেননি।
এরপর এল আরেকটি দিন। বড় বোন যোবায়দা মির্জার বিয়ে হয়ে গেছে তখন। বাড়িতে এসেছেন দুলাভাই। তিনি ঘোড়াগাড়ি বোঝাই করে সবাইকে নিয়ে গেলেন মুকুল সিনেমায়। পরে অবশ্য সেই সিনেমা হলের নাম পরিবর্তন হয়ে আজাদ হয়েছে। সদরঘাটের কোর্ট ভবনের উল্টো দিকে সেটার অবস্থান।
দুলাভাই তো পরম উৎসাহে সবাইকে নিয়ে এসেছেন মুকুল সিনেমায়, কিন্তু দেখা গেল টিকিট নেই। খুবই অপমানিত হলেন দুলাভাই। শালা-শ্যালিকাদের সিনেমা দেখাতে পারছেন না! তিনি তখন জেলখানার কাছাকাছি একটি সিনেমা হলে নিয়ে গেলেন সবাইকে। সেই হলের নাম ছিল তাজমহল। সেখানে চলছিল ‘ফরিয়াদ’ নামে একটি ছবি। সেটাই দেখলেন সবাই মিলে। ছবিটি হিন্দি না উর্দু ছিল, তা আর মনে রাখতে পারেননি সন্জীদা খাতুন। সেটা ১৯৪৫ বা ১৯৪৬ সালের কথা। সন্জীদা খাতুন তখন সেভেনে।
এরপর একবার ‘জীবন মরণ’ নামে একটি ছবি দেখেছিলেন। দুলাভাই এলে আরেকবার সবাই মিলে সে ছবি দেখতে যাওয়া হয়েছিল। ছোট ভাই নুরু ছবি দেখতে দেখতে বলল, ‘পানি খাব।’
দুলাভাই বললেন, ‘একটু অপেক্ষা করো, পানি আসছে।’
একটু পর সিনেমায় দেখা গেল সায়গল পানি বা সোডা খাচ্ছেন।
দুলাভাই বললেন, ‘ওই তো পানি!’ সে কথা শুনে সবাই হেসে উঠল।
সূত্র: অনুপম হায়াৎ, পুরানো ঢাকার চলচ্চিত্র, পৃষ্ঠা ৯২-৯২
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১১ ঘণ্টা আগে