নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রসাধনী কেনার সময় একটু দেখেশুনে না কিনলে চলে না। একটু দাম দিয়ে বিশ্বস্ত ব্র্যান্ডের প্রসাধনী কিনলে স্বস্তি হয়। জেনে নিন আপনার পরিচিত ব্র্যান্ডের প্রসাধনীগুলোর কোনটার কত দাম।
৫. ম্যাক কসমেটিকস
আইব্রো হোক বা লিপস্টিক–প্রায় সব নারীর কাছেই ভরসাযোগ্য় ম্যাকের প্রসাধনী। ১৯৮৪ সালে আমেরিকান কসমেটিক ব্র্যান্ড ম্যাক প্রথম বাজারে আসে। সব ধরনের ত্বকের উপযোগী প্রসাধনী পাওয়া যায় বলে ম্যাকে পণ্যের সমাহারও বেশ প্রশস্ত। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ–সবারই রূপ রুটিনে জায়গা করে নিয়েছে ম্যাক। এসব প্রসাধনীর দাম ১১ থেকে শুরু করে ৯৯ ডলার পর্যন্ত।
৪. টম ফোর্ড
বিশ্বের নামকরা সেলিব্রিটিদের আলমারিতে সগর্বে স্থান করে নিয়েছে আমেরিকান ব্র্যান্ড টম ফোর্ড। ২০০৪ সালে প্রথম টম ফোর্ড ব্র্যান্ড পরিচিতি পায়। এর পর থেকে এর সুনাম এতটুকুও কমেনি। টম ফোর্ডের প্রসাধনীর দাম শুরু হয়েছে ২৯ ডলার থেকে। সর্বোচ্চ ১৭৯ ডলারে কেনা যাবে বিলাসবহুল এই ব্র্যান্ডের প্রসাধনীগুলো।
৩. ইভস সেন্ট লরেন্ট
ন্যাচারাল লুক যাঁরা ভালোবাসেন, তাঁদের কাছে বিশ্বস্ততার নাম ইভস সেন্ট লরেন্ট। উন্নত মানের প্রসাধনী সরবরাহের জন্য ফরাসি এই ব্র্যান্ডটির আইশ্যাডো, লিপস্টিক ও অন্যান্য মেকআপ আইটেম স্টাইল-সচেতন নারীর ড্রেসিং টেবিলে শোভা পাচ্ছে। এসব প্রসাধনীর দাম ২৯ থেকে ২১০ ডলারের মধ্যে।
২. ডিওর
সমগ্র বিশ্বের আইকনিক ব্র্যান্ডগুলোর মধ্যে ফরাসি ব্র্যান্ড ডিওর অন্যতম। উন্নত মানের মেকআপ আইটেমের জন্য ডিওর ১৯৪৬ সাল থেকে ফ্যাশন-সচেতন নারীদের কাছে আরাধ্য বলা চলে। ত্বক চর্চার উপকরণ, মেকআপের উপকরণ ও সুগন্ধির বড় সংগ্রহ রয়েছে প্রসিদ্ধ এ ব্র্যান্ডটির। ডিওরের জনপ্রিয় মেকআপগুলোর মধ্যে রয়েছে লিপস্টিক, আইশ্যাডো ও ফাউন্ডেশন। এসব প্রসাধনীর মূল্য় ২৩ থেকে ২৪৫ ডলারের মধ্যে।
১. শ্যানেল
দামি ও নির্ভরযোগ্য প্রসাধনী মানেই শ্যানেল। এর সুগন্ধি নির্ভরযোগ্য ও জনপ্রিয়। পাশাপাশি এই ফরাসি লাক্সারি হাউসের অন্যান্য প্রসাধনী দীর্ঘদিন ধরে সৌন্দর্যবিলাসীদের সংগ্রহের তালিকায় ওপরের দিকে আছে। শ্যানেলের প্রসাধনীগুলোর দাম ২৯ থেকে ২৭৫ ডলারের মধ্যে।
সূত্র: দ্য বিউটি হলিক
প্রসাধনী কেনার সময় একটু দেখেশুনে না কিনলে চলে না। একটু দাম দিয়ে বিশ্বস্ত ব্র্যান্ডের প্রসাধনী কিনলে স্বস্তি হয়। জেনে নিন আপনার পরিচিত ব্র্যান্ডের প্রসাধনীগুলোর কোনটার কত দাম।
৫. ম্যাক কসমেটিকস
আইব্রো হোক বা লিপস্টিক–প্রায় সব নারীর কাছেই ভরসাযোগ্য় ম্যাকের প্রসাধনী। ১৯৮৪ সালে আমেরিকান কসমেটিক ব্র্যান্ড ম্যাক প্রথম বাজারে আসে। সব ধরনের ত্বকের উপযোগী প্রসাধনী পাওয়া যায় বলে ম্যাকে পণ্যের সমাহারও বেশ প্রশস্ত। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ–সবারই রূপ রুটিনে জায়গা করে নিয়েছে ম্যাক। এসব প্রসাধনীর দাম ১১ থেকে শুরু করে ৯৯ ডলার পর্যন্ত।
৪. টম ফোর্ড
বিশ্বের নামকরা সেলিব্রিটিদের আলমারিতে সগর্বে স্থান করে নিয়েছে আমেরিকান ব্র্যান্ড টম ফোর্ড। ২০০৪ সালে প্রথম টম ফোর্ড ব্র্যান্ড পরিচিতি পায়। এর পর থেকে এর সুনাম এতটুকুও কমেনি। টম ফোর্ডের প্রসাধনীর দাম শুরু হয়েছে ২৯ ডলার থেকে। সর্বোচ্চ ১৭৯ ডলারে কেনা যাবে বিলাসবহুল এই ব্র্যান্ডের প্রসাধনীগুলো।
৩. ইভস সেন্ট লরেন্ট
ন্যাচারাল লুক যাঁরা ভালোবাসেন, তাঁদের কাছে বিশ্বস্ততার নাম ইভস সেন্ট লরেন্ট। উন্নত মানের প্রসাধনী সরবরাহের জন্য ফরাসি এই ব্র্যান্ডটির আইশ্যাডো, লিপস্টিক ও অন্যান্য মেকআপ আইটেম স্টাইল-সচেতন নারীর ড্রেসিং টেবিলে শোভা পাচ্ছে। এসব প্রসাধনীর দাম ২৯ থেকে ২১০ ডলারের মধ্যে।
২. ডিওর
সমগ্র বিশ্বের আইকনিক ব্র্যান্ডগুলোর মধ্যে ফরাসি ব্র্যান্ড ডিওর অন্যতম। উন্নত মানের মেকআপ আইটেমের জন্য ডিওর ১৯৪৬ সাল থেকে ফ্যাশন-সচেতন নারীদের কাছে আরাধ্য বলা চলে। ত্বক চর্চার উপকরণ, মেকআপের উপকরণ ও সুগন্ধির বড় সংগ্রহ রয়েছে প্রসিদ্ধ এ ব্র্যান্ডটির। ডিওরের জনপ্রিয় মেকআপগুলোর মধ্যে রয়েছে লিপস্টিক, আইশ্যাডো ও ফাউন্ডেশন। এসব প্রসাধনীর মূল্য় ২৩ থেকে ২৪৫ ডলারের মধ্যে।
১. শ্যানেল
দামি ও নির্ভরযোগ্য প্রসাধনী মানেই শ্যানেল। এর সুগন্ধি নির্ভরযোগ্য ও জনপ্রিয়। পাশাপাশি এই ফরাসি লাক্সারি হাউসের অন্যান্য প্রসাধনী দীর্ঘদিন ধরে সৌন্দর্যবিলাসীদের সংগ্রহের তালিকায় ওপরের দিকে আছে। শ্যানেলের প্রসাধনীগুলোর দাম ২৯ থেকে ২৭৫ ডলারের মধ্যে।
সূত্র: দ্য বিউটি হলিক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে