রজত তন্ময়, ঢাকা
‘আমরা নদীর সন্তান গাই বুড়িগঙ্গার গান’, ‘আমরা নদীর সন্তান গাই তিস্তার গান’—এভাবেই প্রতিটি নদীর নামে একটি করে গান গাইছে নদীরক্স। কালের বিবর্তনে বাংলাদেশের নদীগুলোর হারিয়ে যাওয়া আর ছোটবেলায় দেখা অপরূপ নদীর স্মৃতি থেকে নদীরক্স আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। একঝাঁক তরুণকে সঙ্গে নিয়ে গাইছেন নদীর গান। গানের কথায় বলছেন, নদীমাতৃক দেশের আমরাই নদীর সন্তান।
২ নভেম্বর সুইডেনের স্টকহোমে ‘ক্রিয়েটিভ ক্লাইমেট লিডারশিপ: স্ক্যান্ডেনেভিয়া’ শীর্ষক সম্মেলনে অংশ নেন তিনি। সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা তৈরিতে নিজের সংগীত উদ্যোগ ‘নদীরক্স’-এর কথা তুলে ধরেন সুমি।
তবে নদীরক্সের ক্ষেত্রে আয়োজনটা আরেকটু ভিন্ন। নদী না বাঁচলে প্রকৃতি বাঁচবে না। আর প্রকৃতি না বাঁচলে মানুষ এবং দেশও বাঁচবে না। তাই নদীরক্সের গানে নদীর কাছে যেতে বলছেন শিল্পীরা। বলছেন ‘সুন্দরীতমা নদী আমার বেঁচে থাকা চাই’।
নদীরক্সের প্রথম সিজনে পদ্মা, চিত্রা, কুশিয়ারা, ডাহুক, পশুর, সাঙ্গু ও বুড়িগঙ্গা—এই সাতটি নদীকে নিয়ে সাতটি নতুন গান লেখা হয়েছে। গানগুলোকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের জনপ্রিয় সব ব্যান্ড দল দিয়ে গাওয়ানো হয়েছে গানগুলো। চিরকুট, আর্বো ভাইরাস, অ্যাশেজ, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, এফ মাইনর ও স্মুচেস—এ সাতটি ব্যান্ড দল গেয়েছে সাতটি গান।
একে একে দেশের সব নদীকে নিয়ে গান তৈরি করতে চায় নদীরক্স। নতুন প্রজন্মের সবার হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ। তাই তাদের নিয়েই শুরু হয়েছে নদীরক্সের যাত্রা। গানের সুরে তারা যেন হয়ে ওঠে আরও দায়িত্বশীল।
শুধু নদী নিয়ে গান তৈরি করেই থেমে থাকছেন না শারমিন সুলতানা সুমি। গানগুলো মানুষের কাছে পৌঁছে দিতে ছুটছেন সারা দেশে। জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে একসঙ্গে করে পৌঁছে দিচ্ছেন নদী বাঁচানোর বার্তা। নদীরক্স মূলত একটি বড় আইডিয়ার অংশমাত্র। এই প্রকল্প নিয়ে তিনি পাঁচ বছর ধরে কাজ করছেন। প্রথম সিজন বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের এম্বাসির অর্থায়নে সম্পন্ন হয়েছে। প্রজেক্টটি বাস্তবায়ন করেছে সল্ট ক্রিয়েটিভস।
‘আমরা নদীর সন্তান গাই বুড়িগঙ্গার গান’, ‘আমরা নদীর সন্তান গাই তিস্তার গান’—এভাবেই প্রতিটি নদীর নামে একটি করে গান গাইছে নদীরক্স। কালের বিবর্তনে বাংলাদেশের নদীগুলোর হারিয়ে যাওয়া আর ছোটবেলায় দেখা অপরূপ নদীর স্মৃতি থেকে নদীরক্স আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। একঝাঁক তরুণকে সঙ্গে নিয়ে গাইছেন নদীর গান। গানের কথায় বলছেন, নদীমাতৃক দেশের আমরাই নদীর সন্তান।
২ নভেম্বর সুইডেনের স্টকহোমে ‘ক্রিয়েটিভ ক্লাইমেট লিডারশিপ: স্ক্যান্ডেনেভিয়া’ শীর্ষক সম্মেলনে অংশ নেন তিনি। সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা তৈরিতে নিজের সংগীত উদ্যোগ ‘নদীরক্স’-এর কথা তুলে ধরেন সুমি।
তবে নদীরক্সের ক্ষেত্রে আয়োজনটা আরেকটু ভিন্ন। নদী না বাঁচলে প্রকৃতি বাঁচবে না। আর প্রকৃতি না বাঁচলে মানুষ এবং দেশও বাঁচবে না। তাই নদীরক্সের গানে নদীর কাছে যেতে বলছেন শিল্পীরা। বলছেন ‘সুন্দরীতমা নদী আমার বেঁচে থাকা চাই’।
নদীরক্সের প্রথম সিজনে পদ্মা, চিত্রা, কুশিয়ারা, ডাহুক, পশুর, সাঙ্গু ও বুড়িগঙ্গা—এই সাতটি নদীকে নিয়ে সাতটি নতুন গান লেখা হয়েছে। গানগুলোকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের জনপ্রিয় সব ব্যান্ড দল দিয়ে গাওয়ানো হয়েছে গানগুলো। চিরকুট, আর্বো ভাইরাস, অ্যাশেজ, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, এফ মাইনর ও স্মুচেস—এ সাতটি ব্যান্ড দল গেয়েছে সাতটি গান।
একে একে দেশের সব নদীকে নিয়ে গান তৈরি করতে চায় নদীরক্স। নতুন প্রজন্মের সবার হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ। তাই তাদের নিয়েই শুরু হয়েছে নদীরক্সের যাত্রা। গানের সুরে তারা যেন হয়ে ওঠে আরও দায়িত্বশীল।
শুধু নদী নিয়ে গান তৈরি করেই থেমে থাকছেন না শারমিন সুলতানা সুমি। গানগুলো মানুষের কাছে পৌঁছে দিতে ছুটছেন সারা দেশে। জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে একসঙ্গে করে পৌঁছে দিচ্ছেন নদী বাঁচানোর বার্তা। নদীরক্স মূলত একটি বড় আইডিয়ার অংশমাত্র। এই প্রকল্প নিয়ে তিনি পাঁচ বছর ধরে কাজ করছেন। প্রথম সিজন বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের এম্বাসির অর্থায়নে সম্পন্ন হয়েছে। প্রজেক্টটি বাস্তবায়ন করেছে সল্ট ক্রিয়েটিভস।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে