নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ সমাগত। ঘরে ঘরে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। হবেই-বা না কেন? ঈদটা যে কোরবানির। রান্নাবান্না, কাটাকুটিসহ কত কাজ এই ঈদে! দিনটা প্রায় কেটেই যাবে রান্নাঘরে হাতা-খুন্তি আর তেল-মসলা নেড়েচেড়ে। এত সব কাজের ভিড়ে নিজেকেও তো একটু মেলে ধরা চাই—একটু সাজগোজ না হলে ঈদটাই যে ঠিকঠাক জমবে না। তবে সাজগোজটাও করতে হবে একটু ভেবেচিন্তে, একটু গুছিয়ে। এই ধরা যাক চুলের সাজের কথা। চুল ছেড়ে রাখতে কার না ভালো লাগে; কিন্তু কাজের জায়গায় যত বিড়ম্বনা এই খোলা চুল নিয়ে। মুখে এসে পড়বে, চোখ ঢেকে দেবে। বারবার হাত দিয়ে চুল সরাতে হবে। চুল সরিয়ে আবার হাত ধুতে হবে কিংবা তেল-মসলা মাখা হাত ধুয়ে চুল সরাতে হবে। আপনি হয়তো ঝুঁকে কোনো কাজ করছেন, হুট করেই খুলে গেল আলগা করে বাঁধা আপনার হাতখোঁপাটি। পড়ল কোনো খাবারের ওপর, আবার ঝরা চুলও উড়ে গিয়ে পড়তে পারে খাবারে। সে খাবারটিই অতিথির পাতে। একবার ভাবুন, কী বাজে ব্যাপারটাই না হবে।
তো, এসব ঝামেলা এড়াতে ঈদের আগেই ঠিক করে ফেলুন ঈদের দিনে রান্নার সময় আপনার চুল বাঁধার পরিকল্পনা। কেমন করে চুল বাঁধলে আপনার সাজটাও হবে ঠিকঠিক আবার এত সব ঝামেলাও এড়ানো যাবে স্বস্তির সঙ্গে। পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, চুল বাঁধার ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্বের সঙ্গে গরমের আরাম বিষয়টিও মাথায় রাখতে হবে।
ছোট বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য বা পাতলা চুলের জন্য খোঁপা, মেসিবান, পনিটেইল, সাইড পনিটেইল, ফ্রেঞ্চব্রেড–সবই চলতে পারে। সামনের দিকে চুল যাতে না ওড়ে, সে জন্য অল্প স্প্রে বা মুজ ব্যবহার করতে পারেন। চুল লম্বা এবং খুব ঘন হলে পনিটেইল–জাতীয় হেয়ার স্টাইল করতে পারেন। এ ক্ষেত্রে পনিটেইল বেঁধে নেওয়ার পর হাতে গোল করে পেঁচিয়ে রাবারব্যান্ড বা পছন্দসই ফুলের, পার্লের, পাথরের যেকোনো ক্লিপে আটকে নিন কিংবা গুঁজে দিতে পারেন একটা-দুটো তাজা যেকোনো ফুল। কানের পাশ থেকে একটা-দুটো চুলের গোছা আটকে থাকা অংশ থেকে টেনে বের করে রাখলে একটা স্টাইলিশ মেসি লুক আসবে।
ঈদ সমাগত। ঘরে ঘরে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। হবেই-বা না কেন? ঈদটা যে কোরবানির। রান্নাবান্না, কাটাকুটিসহ কত কাজ এই ঈদে! দিনটা প্রায় কেটেই যাবে রান্নাঘরে হাতা-খুন্তি আর তেল-মসলা নেড়েচেড়ে। এত সব কাজের ভিড়ে নিজেকেও তো একটু মেলে ধরা চাই—একটু সাজগোজ না হলে ঈদটাই যে ঠিকঠাক জমবে না। তবে সাজগোজটাও করতে হবে একটু ভেবেচিন্তে, একটু গুছিয়ে। এই ধরা যাক চুলের সাজের কথা। চুল ছেড়ে রাখতে কার না ভালো লাগে; কিন্তু কাজের জায়গায় যত বিড়ম্বনা এই খোলা চুল নিয়ে। মুখে এসে পড়বে, চোখ ঢেকে দেবে। বারবার হাত দিয়ে চুল সরাতে হবে। চুল সরিয়ে আবার হাত ধুতে হবে কিংবা তেল-মসলা মাখা হাত ধুয়ে চুল সরাতে হবে। আপনি হয়তো ঝুঁকে কোনো কাজ করছেন, হুট করেই খুলে গেল আলগা করে বাঁধা আপনার হাতখোঁপাটি। পড়ল কোনো খাবারের ওপর, আবার ঝরা চুলও উড়ে গিয়ে পড়তে পারে খাবারে। সে খাবারটিই অতিথির পাতে। একবার ভাবুন, কী বাজে ব্যাপারটাই না হবে।
তো, এসব ঝামেলা এড়াতে ঈদের আগেই ঠিক করে ফেলুন ঈদের দিনে রান্নার সময় আপনার চুল বাঁধার পরিকল্পনা। কেমন করে চুল বাঁধলে আপনার সাজটাও হবে ঠিকঠিক আবার এত সব ঝামেলাও এড়ানো যাবে স্বস্তির সঙ্গে। পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, চুল বাঁধার ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্বের সঙ্গে গরমের আরাম বিষয়টিও মাথায় রাখতে হবে।
ছোট বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য বা পাতলা চুলের জন্য খোঁপা, মেসিবান, পনিটেইল, সাইড পনিটেইল, ফ্রেঞ্চব্রেড–সবই চলতে পারে। সামনের দিকে চুল যাতে না ওড়ে, সে জন্য অল্প স্প্রে বা মুজ ব্যবহার করতে পারেন। চুল লম্বা এবং খুব ঘন হলে পনিটেইল–জাতীয় হেয়ার স্টাইল করতে পারেন। এ ক্ষেত্রে পনিটেইল বেঁধে নেওয়ার পর হাতে গোল করে পেঁচিয়ে রাবারব্যান্ড বা পছন্দসই ফুলের, পার্লের, পাথরের যেকোনো ক্লিপে আটকে নিন কিংবা গুঁজে দিতে পারেন একটা-দুটো তাজা যেকোনো ফুল। কানের পাশ থেকে একটা-দুটো চুলের গোছা আটকে থাকা অংশ থেকে টেনে বের করে রাখলে একটা স্টাইলিশ মেসি লুক আসবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে