আজকের পত্রিকা ডেস্ক
চলমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাজেট সহায়তা হিসেবে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আশ্বাস পেয়েছে বাংলাদেশ। সমান তিন কিস্তিতে এ অর্থ ছাড় হবে। ঋণ পেতে সংস্থাটির নানা শর্তও মানতে হবে বাংলাদেশকে। তবে এ নিয়ে দর-কষাকষির সুযোগও রয়েছে, যার জন্য আগামী সপ্তাহে সংস্থাটির প্রতিনিধিদল ঢাকায় আসার কথা রয়েছে।
গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ঋণপ্রাপ্তির বিষয়টি জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। বিশ্বব্যাংক-আইএমএফ গ্রুপের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গভর্নরসহ বাংলাদেশ প্রতিনিধিরা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। ১০ থেকে ১৬ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, মূল্যস্ফীতির চাপ, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে। সংকট সামাল দিতে কয়েক মাস আগে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে বাজেট সহায়তা হিসেবে সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইএমএফের বার্ষিক সভায় ঋণপ্রাপ্তির বিষয়ে আশ্বাস মিলেছে।
রউফ তালুকদার বলেন, দ্রুত আইএমএফ-বিশ্বব্যাংকের ঋণ পাওয়া গেলে কাটবে ডলারের সংকট। রেমিট্যান্স, রপ্তানি ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকবে। এর বাইরেও বিশ্বব্যাংক থেকে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
সাধারণত আইএমএফ যেকোনো দেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশি কিছু শর্ত আরোপ করে। বিভিন্ন ক্ষেত্রে নীতি পরিবর্তনের বিষয়গুলোই সেখানে প্রাধান্য পায়।
এবারের বাজেট সহায়তার বিষয়ে গভর্নর বলেন, আইএমএফ বাংলাদেশ সরকারের রাজস্ব সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করার অনুরোধ জানিয়েছে। দেশে কর বনাম মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত অনেক কম। এই অনুপাত দীর্ঘদিন ধরে ৭ দশমিক ৬ শতাংশে আটকে আছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন এবং বিশ্বের সবচেয়ে কম অনুপাতের মধ্যে অন্যতম। এ ছাড়া রাজস্ব বাড়াতে আইএমএফ ভ্যাট অবকাঠামোর সরলীকরণ, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, বড় করদাতাদের কাছ থেকে ঠিকমতো কর আদায় করতে না পারার ঝুঁকি কমানো, খেলাপি বা নন-পারফর্মিং ঋণ কমানো, করপোরেট সুশাসন আরও শক্তিশালী করা এবং কর কাঠামো যুগোপযোগী করার সুপারিশ করেছে।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেট সহায়তার ঋণ নিয়ে আলোচনার জন্য ২৬ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে বলে সংস্থাটি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছে। দলটি ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। সফরকালে তারা অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠকে বসবে।
গত বৃহস্পতিবার আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি ডিরেক্টর অ্যান-মারি গুলদে-উলফ এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য আইএমএফ প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহেই এই আলোচনা শুরু হচ্ছে।
বৈশ্বিক সংকটের কারণে তৈরি হওয়া দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আইএমএফের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাজেট সহায়তার সুবিধা হচ্ছে, এ ঋণ সরকার যেকোনো খাতে ব্যয় করতে পারে।
চলমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাজেট সহায়তা হিসেবে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আশ্বাস পেয়েছে বাংলাদেশ। সমান তিন কিস্তিতে এ অর্থ ছাড় হবে। ঋণ পেতে সংস্থাটির নানা শর্তও মানতে হবে বাংলাদেশকে। তবে এ নিয়ে দর-কষাকষির সুযোগও রয়েছে, যার জন্য আগামী সপ্তাহে সংস্থাটির প্রতিনিধিদল ঢাকায় আসার কথা রয়েছে।
গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ঋণপ্রাপ্তির বিষয়টি জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। বিশ্বব্যাংক-আইএমএফ গ্রুপের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গভর্নরসহ বাংলাদেশ প্রতিনিধিরা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। ১০ থেকে ১৬ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, মূল্যস্ফীতির চাপ, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে। সংকট সামাল দিতে কয়েক মাস আগে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে বাজেট সহায়তা হিসেবে সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইএমএফের বার্ষিক সভায় ঋণপ্রাপ্তির বিষয়ে আশ্বাস মিলেছে।
রউফ তালুকদার বলেন, দ্রুত আইএমএফ-বিশ্বব্যাংকের ঋণ পাওয়া গেলে কাটবে ডলারের সংকট। রেমিট্যান্স, রপ্তানি ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকবে। এর বাইরেও বিশ্বব্যাংক থেকে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
সাধারণত আইএমএফ যেকোনো দেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশি কিছু শর্ত আরোপ করে। বিভিন্ন ক্ষেত্রে নীতি পরিবর্তনের বিষয়গুলোই সেখানে প্রাধান্য পায়।
এবারের বাজেট সহায়তার বিষয়ে গভর্নর বলেন, আইএমএফ বাংলাদেশ সরকারের রাজস্ব সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করার অনুরোধ জানিয়েছে। দেশে কর বনাম মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত অনেক কম। এই অনুপাত দীর্ঘদিন ধরে ৭ দশমিক ৬ শতাংশে আটকে আছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন এবং বিশ্বের সবচেয়ে কম অনুপাতের মধ্যে অন্যতম। এ ছাড়া রাজস্ব বাড়াতে আইএমএফ ভ্যাট অবকাঠামোর সরলীকরণ, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, বড় করদাতাদের কাছ থেকে ঠিকমতো কর আদায় করতে না পারার ঝুঁকি কমানো, খেলাপি বা নন-পারফর্মিং ঋণ কমানো, করপোরেট সুশাসন আরও শক্তিশালী করা এবং কর কাঠামো যুগোপযোগী করার সুপারিশ করেছে।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেট সহায়তার ঋণ নিয়ে আলোচনার জন্য ২৬ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে বলে সংস্থাটি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছে। দলটি ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। সফরকালে তারা অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠকে বসবে।
গত বৃহস্পতিবার আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি ডিরেক্টর অ্যান-মারি গুলদে-উলফ এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য আইএমএফ প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহেই এই আলোচনা শুরু হচ্ছে।
বৈশ্বিক সংকটের কারণে তৈরি হওয়া দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আইএমএফের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাজেট সহায়তার সুবিধা হচ্ছে, এ ঋণ সরকার যেকোনো খাতে ব্যয় করতে পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে