২৬ ইউপি, নৌকা চান ১৪২ জন

মনিরামপুর ও বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০৮: ৩৯
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২: ৩৩

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মনিরামপুরে ১৬ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ৯০ জন। আর শার্শার ১০ ইউপিতে কিনেছেন ৫২ জনে। সব মিলে উপজেলা দুটির ২৬ ইউপিতে ১৪২ জনে নৌকার মাঝি হতে ঢাকায় দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় নেতাদের কাছে।

একাধিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাতে তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়ন কমিটির বৈঠক বসবে। সেখানে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

মনিরামপুর : গত সোম, মঙ্গল ও বুধবার তিন দিনে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এর আগে ইউনিয়ন পর্যায়ে দলীয় বর্ধিত সভায় ১২৮ জন নৌকা প্রত্যাশীর নাম তালিকায় স্থান পায়। যা রেজুলেশন আকারে জেলা কমিটি হয়ে ইতিমধ্যে কেন্দ্রে জমা পড়েছে।

বিভিন্ন মাধ্যমে জানা গেছে, নির্ধারিত সময়ে রোহিতা ইউনিয়ন থেকে ৯ জন, কাশিমনগর, ভোজগাতী, ঢাকুরিয়া ও মনিরামপুর সদর থেকে ৪ জন করে ১৬ জন, হরিদাসকাটি থেকে ৫ জন, খেদাপাড়া থেকে ৮ জন, ঝাঁপা ইউনিয়ন থেকে ৭ জন, মশ্মিমনগর থেকে ৬ জন, চালুয়াহাটি ইউনিয়ন থেকে ৯ জন, শ্যামকুড় থেকে ৫ জন, খানপুর থেকে ৭ জন, দূর্বাডাঙা থেকে ৩ জন,

কুলটিয়া থেকে ৩ জন, নেহালপুর থেকে ৬ জন এবং মনোহরপুর ইউনিয়ন থেকে ৫ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন। তাঁদের মধ্যে কাশিমনগর, ভোজগাতী, খেদাপাড়া ও মনোহরপুর ইউনিয়ন থেকে একজন করে নারী নৌকার মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।

বেনাপোল : শার্শায় তৃতীয় ধাপে ১০টি ইউপি নির্বাচনে নৌকার মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের ৫২ জন। তাঁদের মধ্যে ১০ জন বর্তমান চেয়ারম্যান, অন্যরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী। মনোনয়নপত্র কিনে ইতিমধ্যে প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তবে বিএনপি বা বিরোধী অন্য দলের কেউ নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কেনেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত