প্রতিদিন ফেরি চলবে ১০ ঘণ্টা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১০: ২০
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭: ১২

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে দীর্ঘ ২৮ দিন পর ফেরি চলাচল শুরু হলেও আপাতত শুধু দিনে চলবে ফেরি। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা চলাচল করবে ফেরি।

প্রতিদিন ৪-৫টি ছোট ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। গত সোমবার থেকে ফেরি চলাচল শুরু করেছে। এ দিনে সকালে কুঞ্জলতা ও বেগম সুফিয়া কামাল নামের দুটি ফেরি চলাচল করে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, স্রোত কমে যাওয়ায় গত সোমবার থেকে চালু হয়েছে ফেরি চলাচল। ফেরি চালু হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই নৌপথে আসতে শুরু করেছে হালকা যানবাহন। প্রতিদিন ১০ ঘণ্টা করে মাঝারি মানের চারটি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে। আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান পারাপার।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ফেরি সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে। প্রতিদিন ৪-৫টি ফেরিতে ছোট যানবাহন পারাপার করবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত