ফের নৌকা চান ৬ চেয়ারম্যান

কেশবপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০৯: ১৩
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮: ৩৩

কেশবপুরের ১১ ইউনিয়ন থেকে গতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হওয়া ছয় ইউপি চেয়ারম্যান আবারও নৌকার মাঝি হতে চান।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাঁরা এলাকায় গণসংযোগ ও প্রচার অব্যাহত রেখেছেন। দলীয় মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের কাছে এই ছয় ইউপি চেয়ারম্যান সম্প্রতি জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

তাঁরা হলেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম আনিছুর রহমান, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুস সামাদ।

এ ছাড়া গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান এবং সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সামছুদ্দীন দফাদার।

ইতিমধ্যে তাঁরা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এ ছাড়া মনোনয়ন না পেলেও দলীয় বিদ্রোহী প্রার্থী হবেন না মর্মে অঙ্গীকারনামায়ও স্বাক্ষর করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ২৮ মে কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ১১ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ছয়জন বিজয়ী হন। স্বতন্ত্র বা দলের বিদ্রোহী হিসেবে নির্বাচিত হয়েছিলেন দুজন। বিএনপি থেকে নির্বাচিত হন তিনজন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, ‘গত ইউপি নির্বাচনে জয়ী আওয়ামী লীগের চেয়ারম্যানদের নাম ইউনিয়নভিত্তিক তালিকার এক নম্বরে রেখে কেন্দ্রে পাঠানো হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত