সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
নির্মল হাওয়ায় আনন্দময় সময় কাটানোর উল্লেখ্যযোগ্য একটি স্থান হলো কিশোরগঞ্জের নরসুন্দা লেকসিটির গুরুদয়াল মুক্তমঞ্চ। নগরজীবনের ক্লান্তি এড়াতে মুক্তমঞ্চের আশপাশের এলাকাজুড়ে সকাল থেকে রাত পর্যন্ত হাজারো লোক ভিড় করে। এ জনসমাগমকে পুঁজি করে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে রেস্তোরাঁসহ শতাধিক অবৈধ দোকান।
এসব দোকানপাটে বসা ও হাঁটার জায়গাও দখল হয়ে গেছে। পাশাপাশি দোকানপাটের বর্জ্য নদীসহ গুরুদয়াল সরকারি কলেজের মাঠে ফেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। নির্মল এলাকাটি হয়ে উঠছে অস্বাস্থ্যকর।
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মী ও কিশোরগঞ্জ পৌরসভার কিছু অসাধু কর্মচারী দৈনিক ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে চুক্তিনামার মাধ্যমে এসব দোকান ভাড়া দিচ্ছেন। এ ছাড়া প্রতিটি দোকান স্থাপন করার সময় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হচ্ছে।
দেখা গেছে, নরসুন্দা লেক সিটির মুক্তমঞ্চে গড়ে উঠেছে এসব দোকান। দর্শনার্থীদের বসার বেঞ্চগুলোও দোকানদারদের দখলে। দোকান থেকে কিছু না কিনলে এসব বেঞ্চে লোকজন বসতে পারেন না। পণ্যের দামও আদায় করা হয় দোকানমালিকদের ইচ্ছেমতো। পণ্যের মূল্য নিয়ে কথা বললেই অপমান-অপদস্থ হতে হয় দর্শনার্থীদের। এ ছাড়া প্রতিটি দোকানেই রয়েছে গ্যাস সিলিন্ডার। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দোকানপাটের বর্জ্য কলেজমাঠ ও নদীতে ফেলায় ওই এলাকার পরিবেশ হুমকিতে রয়েছে।
এদিকে বখাটে কিশোর গ্যাংয়ের উপদ্রব যেন নিত্যসঙ্গী এই মুক্তমঞ্চে। পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা প্রায়ই ছিনতাই ও মারধরের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যার পর বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে এ মুক্তমঞ্চ-সংলগ্ন এলাকাটি। আর এসব হচ্ছে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ঘিরে।
মুক্তমঞ্চে ঘুরতে আসা অনেকেই আজকের পত্রিকাকে জানান, এখানে তাঁরা আসেন একটু মুক্ত হাওয়া নিতে, কিন্তু অবৈধ দোকানপাটের কারণে নিজের মতো করে চলাচল করতে পারেন না। শিশুদের খেলাধুলার জন্য যে দোলনা, স্লিপার রয়েছে তাও দোকানপাটে ঘেরা। বসার বেঞ্চগুলো দোকানিরা দখল করে রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি বলেন, প্রতিদিন তাঁদের ২০০ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হয়। মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু হাসান বাবুল বলেন, ‘সবুজের সমারোহ থাকার কথা ছিল মুক্তমঞ্চে, কিন্তু যেখানে-সেখানে দোকানপাট গড়ে ওঠায় সবুজের ছিটেফোঁটাও নেই। নির্মল হাওয়া আমরা পাই না। এ ছাড়া দোকানপাটের সব বর্জ্য নরসুন্দা নদীতে ফেলা হয়। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়ায়।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, গুরুদয়াল মুক্তমঞ্চে চিত্তবিনোদনের জন্য যথেষ্ট জায়গা ছিল, কিন্তু অবৈধ দোকানপাট গড়ে ওঠায় বসা ও হাঁটার জায়গাও দখল হয়ে গেছে। পরিবেশ নষ্ট হচ্ছে।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রস্তাব রেখেছি আখড়া বাজার ব্রিজ থেকে গুরুদয়াল সরকারি কলেজের ব্রিজ পর্যন্ত আমাদের বুঝিয়ে দেওয়া হোক। এখন পর্যন্ত আমাকে তা বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ বিদ্যুৎ বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিল পৌরসভাই পরিশোধ করে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করলে অবশ্যই এসব দোকান উচ্ছেদ করা হবে।
নির্মল হাওয়ায় আনন্দময় সময় কাটানোর উল্লেখ্যযোগ্য একটি স্থান হলো কিশোরগঞ্জের নরসুন্দা লেকসিটির গুরুদয়াল মুক্তমঞ্চ। নগরজীবনের ক্লান্তি এড়াতে মুক্তমঞ্চের আশপাশের এলাকাজুড়ে সকাল থেকে রাত পর্যন্ত হাজারো লোক ভিড় করে। এ জনসমাগমকে পুঁজি করে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে রেস্তোরাঁসহ শতাধিক অবৈধ দোকান।
এসব দোকানপাটে বসা ও হাঁটার জায়গাও দখল হয়ে গেছে। পাশাপাশি দোকানপাটের বর্জ্য নদীসহ গুরুদয়াল সরকারি কলেজের মাঠে ফেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। নির্মল এলাকাটি হয়ে উঠছে অস্বাস্থ্যকর।
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মী ও কিশোরগঞ্জ পৌরসভার কিছু অসাধু কর্মচারী দৈনিক ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে চুক্তিনামার মাধ্যমে এসব দোকান ভাড়া দিচ্ছেন। এ ছাড়া প্রতিটি দোকান স্থাপন করার সময় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হচ্ছে।
দেখা গেছে, নরসুন্দা লেক সিটির মুক্তমঞ্চে গড়ে উঠেছে এসব দোকান। দর্শনার্থীদের বসার বেঞ্চগুলোও দোকানদারদের দখলে। দোকান থেকে কিছু না কিনলে এসব বেঞ্চে লোকজন বসতে পারেন না। পণ্যের দামও আদায় করা হয় দোকানমালিকদের ইচ্ছেমতো। পণ্যের মূল্য নিয়ে কথা বললেই অপমান-অপদস্থ হতে হয় দর্শনার্থীদের। এ ছাড়া প্রতিটি দোকানেই রয়েছে গ্যাস সিলিন্ডার। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দোকানপাটের বর্জ্য কলেজমাঠ ও নদীতে ফেলায় ওই এলাকার পরিবেশ হুমকিতে রয়েছে।
এদিকে বখাটে কিশোর গ্যাংয়ের উপদ্রব যেন নিত্যসঙ্গী এই মুক্তমঞ্চে। পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা প্রায়ই ছিনতাই ও মারধরের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যার পর বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে এ মুক্তমঞ্চ-সংলগ্ন এলাকাটি। আর এসব হচ্ছে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ঘিরে।
মুক্তমঞ্চে ঘুরতে আসা অনেকেই আজকের পত্রিকাকে জানান, এখানে তাঁরা আসেন একটু মুক্ত হাওয়া নিতে, কিন্তু অবৈধ দোকানপাটের কারণে নিজের মতো করে চলাচল করতে পারেন না। শিশুদের খেলাধুলার জন্য যে দোলনা, স্লিপার রয়েছে তাও দোকানপাটে ঘেরা। বসার বেঞ্চগুলো দোকানিরা দখল করে রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি বলেন, প্রতিদিন তাঁদের ২০০ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হয়। মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু হাসান বাবুল বলেন, ‘সবুজের সমারোহ থাকার কথা ছিল মুক্তমঞ্চে, কিন্তু যেখানে-সেখানে দোকানপাট গড়ে ওঠায় সবুজের ছিটেফোঁটাও নেই। নির্মল হাওয়া আমরা পাই না। এ ছাড়া দোকানপাটের সব বর্জ্য নরসুন্দা নদীতে ফেলা হয়। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়ায়।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, গুরুদয়াল মুক্তমঞ্চে চিত্তবিনোদনের জন্য যথেষ্ট জায়গা ছিল, কিন্তু অবৈধ দোকানপাট গড়ে ওঠায় বসা ও হাঁটার জায়গাও দখল হয়ে গেছে। পরিবেশ নষ্ট হচ্ছে।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রস্তাব রেখেছি আখড়া বাজার ব্রিজ থেকে গুরুদয়াল সরকারি কলেজের ব্রিজ পর্যন্ত আমাদের বুঝিয়ে দেওয়া হোক। এখন পর্যন্ত আমাকে তা বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ বিদ্যুৎ বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিল পৌরসভাই পরিশোধ করে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করলে অবশ্যই এসব দোকান উচ্ছেদ করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে