নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আষাঢ়ের মাঝামাঝি। তবু খরতাপে পুড়ছে সব। মাঝে মাঝে ঘন মেঘ দেখা দেয় বটে, তাতেও গরমে স্বস্তি নেই নগরে। কখনো কখনো বৃষ্টি নামে, তবে ঝমঝমিয়ে বাদলধারা এখনো বইছে না। এমন দিনে বর্ষার গানের আসর বসিয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বর্ষার রাগাশ্রয়ী গানের অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বাঙালির নিজস্ব সংস্কৃতির মেলবন্ধনে এ এক দারুণ আয়োজন। গোড়া থেকেই বাংলার ঋতুবৈচিত্র্যকে তুলে ধরতে এমন আয়োজন করে আসছে তারা। বর্ষা, শরৎ ও বসন্ত ঋতুকে ঘিরে নিয়মিত থাকে উৎসবের আয়োজন। গতকাল সন্ধ্যায়ও ছায়ানট মিলনায়তনে দর্শকশ্রোতাকে প্রাণবন্ত করে তোলে তাদের গান ও পাঠ।
ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালকে উৎসর্গ করা হয়েছে বর্ষা ঋতুর এবারের আয়োজন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট মিলনায়তনে সম্মেলক দলের এক অনবদ্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একে একে চলে গান ও কথন। পরিবেশিত হয় ‘এসো শ্যামল সুন্দর’, ‘চঞ্চল শ্যামল এলো গগনে’, ‘আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো’, ‘আমারে যদি জাগালে আজি’, ‘গহন রাতে শ্রাবণধারা’, ‘সঘন গহন রাত্রি’, ‘কোথা যে উধাও’, ‘সোনার হিন্দোলে’, ‘ঝর ঝর ঝরে শাওন ধারা’, ‘মেঘের ডমরু ঘন বাজে’, ‘মেঘে মেঘে অন্ধ’, ‘বরষা ঐ এলো বরষা’।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান তূর্য, লাইসা আহমদ লিসা, সমুদ্র শুভম, সেমন্তী মঞ্জরী। রাগ ইমন কল্যাণ পরিবেশন করেন মাহিয়ান কবীর জোয়ার্দার, রাগ ছায়ানট পরিবেশন করেন স্বপ্না সাহা। একইভাবে লায়েকা বশীর রাগ গৌড় মল্লার, প্রতীক রোজারিও রাগ রামদাসী মল্লার ও কানিজ হুসনা আহম্মাদী সিম্পী রাগ বাগেশ্রী কানাড়া পরিবেশন করেন। আরও গেয়েছেন সুতপা সাহা, দীপ্র নিশান্ত, সুস্মিতা দেবনাথ শুচি, নাহিয়ান দুরদানা, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়ন্ত দেব, মাকসুদুর রহমান মোহিত খান, মিনহাজুল, হাসান ইমন, সুমন মজুমদার, আফরোজা রুপা, মিরাজুল জান্নাত সোনিয়া প্রমুখ।
তবলায় সঙ্গত করেছেন ইফতেখার আলম ডলার, গৌতম সরকার; হারমোনিয়ামে তাহসিনুল ইসলাম অর্ক, অভিজিৎ কুণ্ডু, টিংকু শীল; তানপুরায় তাপসী রায়, তানজিলুর রহমান সৌমিক, সুমাইয়া চৌধুরী; সেতারে ফিরোজ খান, কি-বোর্ডে রবিন্স চৌধুরী এবং মন্দিরায় ছিলেন প্রদীপ কুমার রায়। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
আষাঢ়ের মাঝামাঝি। তবু খরতাপে পুড়ছে সব। মাঝে মাঝে ঘন মেঘ দেখা দেয় বটে, তাতেও গরমে স্বস্তি নেই নগরে। কখনো কখনো বৃষ্টি নামে, তবে ঝমঝমিয়ে বাদলধারা এখনো বইছে না। এমন দিনে বর্ষার গানের আসর বসিয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বর্ষার রাগাশ্রয়ী গানের অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বাঙালির নিজস্ব সংস্কৃতির মেলবন্ধনে এ এক দারুণ আয়োজন। গোড়া থেকেই বাংলার ঋতুবৈচিত্র্যকে তুলে ধরতে এমন আয়োজন করে আসছে তারা। বর্ষা, শরৎ ও বসন্ত ঋতুকে ঘিরে নিয়মিত থাকে উৎসবের আয়োজন। গতকাল সন্ধ্যায়ও ছায়ানট মিলনায়তনে দর্শকশ্রোতাকে প্রাণবন্ত করে তোলে তাদের গান ও পাঠ।
ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালকে উৎসর্গ করা হয়েছে বর্ষা ঋতুর এবারের আয়োজন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট মিলনায়তনে সম্মেলক দলের এক অনবদ্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একে একে চলে গান ও কথন। পরিবেশিত হয় ‘এসো শ্যামল সুন্দর’, ‘চঞ্চল শ্যামল এলো গগনে’, ‘আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো’, ‘আমারে যদি জাগালে আজি’, ‘গহন রাতে শ্রাবণধারা’, ‘সঘন গহন রাত্রি’, ‘কোথা যে উধাও’, ‘সোনার হিন্দোলে’, ‘ঝর ঝর ঝরে শাওন ধারা’, ‘মেঘের ডমরু ঘন বাজে’, ‘মেঘে মেঘে অন্ধ’, ‘বরষা ঐ এলো বরষা’।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান তূর্য, লাইসা আহমদ লিসা, সমুদ্র শুভম, সেমন্তী মঞ্জরী। রাগ ইমন কল্যাণ পরিবেশন করেন মাহিয়ান কবীর জোয়ার্দার, রাগ ছায়ানট পরিবেশন করেন স্বপ্না সাহা। একইভাবে লায়েকা বশীর রাগ গৌড় মল্লার, প্রতীক রোজারিও রাগ রামদাসী মল্লার ও কানিজ হুসনা আহম্মাদী সিম্পী রাগ বাগেশ্রী কানাড়া পরিবেশন করেন। আরও গেয়েছেন সুতপা সাহা, দীপ্র নিশান্ত, সুস্মিতা দেবনাথ শুচি, নাহিয়ান দুরদানা, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়ন্ত দেব, মাকসুদুর রহমান মোহিত খান, মিনহাজুল, হাসান ইমন, সুমন মজুমদার, আফরোজা রুপা, মিরাজুল জান্নাত সোনিয়া প্রমুখ।
তবলায় সঙ্গত করেছেন ইফতেখার আলম ডলার, গৌতম সরকার; হারমোনিয়ামে তাহসিনুল ইসলাম অর্ক, অভিজিৎ কুণ্ডু, টিংকু শীল; তানপুরায় তাপসী রায়, তানজিলুর রহমান সৌমিক, সুমাইয়া চৌধুরী; সেতারে ফিরোজ খান, কি-বোর্ডে রবিন্স চৌধুরী এবং মন্দিরায় ছিলেন প্রদীপ কুমার রায়। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে