নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে। মেট্রোরেল প্রকল্পের ১০০ জনেরও বেশি কর্মকর্তা এখন করোনায় আক্রান্ত। সংক্রমণ আরও বাড়লে আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চালুর যে পরিকল্পনা নিয়ে কাজ এগোচ্ছে, তা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তাই কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। তাই বড় গ্রুপে কাজ না করে দশজন দশজন করে গ্রুপ বানিয়ে কাজ চালানো হচ্ছে। কোনো গ্রুপের একজন করোনায় আক্রান্ত হলে বাকি নয়জনকে আইসোলেশনে পাঠানো হচ্ছে। এতে কাজে কিছুটা প্রভাব তো পড়ছেই। এখন পর্যন্ত যে অবস্থা তাতে আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা-আগারগাঁও অংশ চালু করা যাবে। কিন্তু সংক্রমণ পরিস্থিতি দীর্ঘমেয়াদি হলে এবং আক্রান্তের সংখ্যা বাড়লে পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হতে পারে।
এই কর্মকর্তা আরও জানান, আক্রান্ত কর্মীদের জন্য দুটি ফিল্ড হাসপাতাল রয়েছে। প্রয়োজনে আক্রান্তদের সেখানে রাখা হচ্ছে। আক্রান্তদের মধ্যে ৩০ ভাগ রোগী হাসপাতালে যাচ্ছেন। বাকিরা আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে উঠছেন।
মেট্রোরেলের কর্মীদের টিকার ব্যাপারে জানতে চাইলে এম এ এন ছিদ্দিক জানান, প্রকল্পের শতভাগ কর্মকর্তা এরই মধ্যে দুই ডোজ টিকা পেয়েছেন। আগামী সপ্তাহ থেকে বিদেশি কর্মকর্তাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।
এদিকে করোনা পরিস্থিতির মধ্যেও মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। প্রকল্প সূত্র জানায়, এরই মধ্যে যাত্রী পরিবহনের জন্য ১০ সেট ট্রেন ঢাকায় পৌঁছেছে। বিভিন্ন পর্যায়ের পারফরম্যান্স পরীক্ষা চলছে। কয়েকটি ট্রেনের পরীক্ষামূলক চলাচলও শুরু হয়েছে। যে পরিমাণ যাত্রী নিয়ে এসব ট্রেনের চলাচল করার কথা, সেই পরিমাণ লোড নিয়ে এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।
গত ২৮ জানুয়ারি আগারগাঁও-মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ অংশে ভায়াডাক্ট বসানো সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে মেট্রোরেল লাইন-৬-এর ২০ দশমিক ১০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এ অংশে কাজের অগ্রগতি হয়েছে ৭৪ দশমিক ৪২ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশে কাজের অগ্রগতি ৯২ দশমিক ৪২ শতাংশ। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৫ দশমিক ৩৯ শতাংশ।
করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে। মেট্রোরেল প্রকল্পের ১০০ জনেরও বেশি কর্মকর্তা এখন করোনায় আক্রান্ত। সংক্রমণ আরও বাড়লে আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চালুর যে পরিকল্পনা নিয়ে কাজ এগোচ্ছে, তা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তাই কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। তাই বড় গ্রুপে কাজ না করে দশজন দশজন করে গ্রুপ বানিয়ে কাজ চালানো হচ্ছে। কোনো গ্রুপের একজন করোনায় আক্রান্ত হলে বাকি নয়জনকে আইসোলেশনে পাঠানো হচ্ছে। এতে কাজে কিছুটা প্রভাব তো পড়ছেই। এখন পর্যন্ত যে অবস্থা তাতে আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা-আগারগাঁও অংশ চালু করা যাবে। কিন্তু সংক্রমণ পরিস্থিতি দীর্ঘমেয়াদি হলে এবং আক্রান্তের সংখ্যা বাড়লে পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হতে পারে।
এই কর্মকর্তা আরও জানান, আক্রান্ত কর্মীদের জন্য দুটি ফিল্ড হাসপাতাল রয়েছে। প্রয়োজনে আক্রান্তদের সেখানে রাখা হচ্ছে। আক্রান্তদের মধ্যে ৩০ ভাগ রোগী হাসপাতালে যাচ্ছেন। বাকিরা আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে উঠছেন।
মেট্রোরেলের কর্মীদের টিকার ব্যাপারে জানতে চাইলে এম এ এন ছিদ্দিক জানান, প্রকল্পের শতভাগ কর্মকর্তা এরই মধ্যে দুই ডোজ টিকা পেয়েছেন। আগামী সপ্তাহ থেকে বিদেশি কর্মকর্তাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।
এদিকে করোনা পরিস্থিতির মধ্যেও মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। প্রকল্প সূত্র জানায়, এরই মধ্যে যাত্রী পরিবহনের জন্য ১০ সেট ট্রেন ঢাকায় পৌঁছেছে। বিভিন্ন পর্যায়ের পারফরম্যান্স পরীক্ষা চলছে। কয়েকটি ট্রেনের পরীক্ষামূলক চলাচলও শুরু হয়েছে। যে পরিমাণ যাত্রী নিয়ে এসব ট্রেনের চলাচল করার কথা, সেই পরিমাণ লোড নিয়ে এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।
গত ২৮ জানুয়ারি আগারগাঁও-মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ অংশে ভায়াডাক্ট বসানো সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে মেট্রোরেল লাইন-৬-এর ২০ দশমিক ১০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এ অংশে কাজের অগ্রগতি হয়েছে ৭৪ দশমিক ৪২ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশে কাজের অগ্রগতি ৯২ দশমিক ৪২ শতাংশ। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৫ দশমিক ৩৯ শতাংশ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে