মুসাররাত আবির
ক্যানভা
যারা চটজলদি স্লাইড বানাতে চান, তাদের সবার প্রথম পছন্দ ক্যানভা। কারণ, এখানে আপনি বিনা মূল্যে পেয়ে যাবেন অসংখ্য তৈরি টেমপ্লেট। এখানে বিজনেস, এডুকেশনসহ নানান ক্যাটাগরি আছে, যেখান থেকে আপনি সহজেই আপনার টপিকের সঙ্গে মানানসই টেমপ্লেট পেয়ে যাবেন। এ ছাড়া আছে প্রিসেট অ্যানিমেশন, অডিও ও ভিডিও যুক্ত করার সুবিধা। চাইলে কোলাবোরেটর সুবিধা চালু করে দলের সব সদস্য মিলে একই স্লাইডে কাজ করতে পারবেন। আর ক্যানভা প্রো নিতে চাইলে বছরে গুনতে হবে ১১৯.৯৯ ডলার।
প্রেজি
কোনো বড় বিষয়ে আলাদাভাবে উপস্থাপনার ক্ষেত্রে বেশ উপযোগী প্রেজি। এর চমকপ্রদ নকশা, বিষয়ভিত্তিক থিম আপনার উপস্থাপিত বিষয়কে আরও আকর্ষণীয় করে তুলবে। স্লাইডের আঙ্গিকে বানানো হলেও একটি ক্যাটাগরির মধ্যে ধাপে ধাপে ত্রিমাত্রিক অ্যানিমেশন ব্যবহারের সুবিধা থাকছে প্রেজিতে। এখানে আছে ভিডিও রেকর্ড করার সুবিধা। তাই চাইলে ওয়েবক্যাম অন করে নিজের প্রেজেন্টেশন রেকর্ডের পর ফাইল ট্রান্সফার করতে পারবেন ৷ এ ছাড়া গুগল মিট, জুম, স্কাইপে লাইভ প্রেজেন্টও করতে পারবেন। বিনা মূল্যে আপনি সর্বোচ্চ ৫টি ভিজ্যুয়াল প্রজেক্ট বানাতে পারবেন। আর প্রিমিয়াম প্ল্যান কিনতে চাইলে মাসে ৫ ডলার গুনতে হবে।
পাওটুন
নিজের প্রেজেন্টেশনকে রঙিন ভিডিওতে পরিণত করতে চাইলে পাওটুন ব্যবহার করতে পারেন। এটা অনেকটা অ্যানিমেটেড ভিডিও তৈরির মতো। তবে ফ্রি ভার্সনে ৩ মিনিটের বেশি লম্বা স্লাইড বানাতে পারবেন না। পেইড ভার্সনে রয়েছে আনলিমিটেড টেমপ্লেট ব্যবহার করার সুবিধা। পেইড ভার্সনের মূল্য মাসে ২০ ডলার।
পিচ
গুগল স্লাইডের বিকল্প ব্যবস্থা হলো পিচ প্রোজ। টিম মেম্বারদের সঙ্গে মিলে স্লাইড তৈরি করতে পারবেন। এ ছাড়া থাকছে লাইভ ভিডিও কলের সুবিধা। রেডিমেড টেমপ্লেটের পাশাপাশি নিজের পছন্দমতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন ৷ এই সফটওয়্যারের আরেকটা সুবিধা হলো, আপনি নির্দিষ্ট স্লাইড এডিট করার দায়িত্ব নির্দিষ্ট সদস্যকে দিতে পারবেন, কাউকে কোনো নির্দেশনা দিতে হলে স্লাইডের মধ্যেই থাকছে কমেন্ট, রিঅ্যাক্ট ও নোট লেখার সুবিধা। ‘গো লাইভ’ ফিচারটা চালু করলেই শুরু হয়ে যাবে ভিডিও কল। তখন যারা ওই প্রেজেন্টেশন স্লাইডটি খুলবেন, তারাই জয়েন হতে পারবেন সেই কলে। এভাবে ভার্চুয়ালি সবাই একসঙ্গে বসে কাজ করতে পারবেন। এই সফটওয়্যারের ফ্রি প্ল্যান থাকছে আনলিমিটেড টেমপ্লেট ও লাইভ ভিডিও কোলাবোরেশন। মাসিক ৮ ডলারের পেইড প্ল্যানে থাকছে আরও আকর্ষণীয় টেমপ্লেট, ওয়ার্কপ্লেস ফিচার ও প্রেজেন্টেশন অ্যানালাইটিকস।
জোহো শো
জোহো ব্যবহার করা বেশ সহজ, আছে স্লাইড লক করার সুবিধা। তাই একসঙ্গে অনেকে মিলে কাজ করলে নিজের স্লাইড লক করে রাখতে পারবেন, যাতে অন্য কেউ আপনার স্লাইডে কাজ না করতে পারে। আর এটা সম্পূর্ণ বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন। তবে এর একটা অসুবিধা হলো, টেমপ্লেটগুলো খুবই সাদামাটা। আপনার হাতে যদি স্লাইড বানানোর সময় একদমই না থাকে, তাহলে এটা ব্যবহার করতে পারেন।
গামা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে। প্রেজেন্টেশনের স্লাইডও এর ব্যতিক্রম নয়। গামার এআই জেনারেটিভ ফিচারকে যদি আপনি একটা টপিক, আউটলাইন, নোট, ডকুমেন্ট বা আর্টিকেল দেন, সে সেখান থেকেই একটি থিম নির্বাচন করে আপনাকে স্লাইড বানিয়ে দেবে। হয়তো হুবহু আপনার মনমতো হবে না, কিন্তু আপনার কাজ অনেকটুকুই এগিয়ে দেবে।
ফ্রি প্ল্যানে আপনি পাচ্ছেন আনলিমিটেড ইউজার, একটি কাস্টম থিম, এআই ডেক ক্রেডিট এবং বেসিক ভিউ অ্যানালাইটিকস। প্রিমিয়াম ভার্সন কেনার জন্য মাসে ১০ ডলার দিতে হবে।
এ ছাড়া গুগল স্লাইড, ভিজমে, কি নোট, সোয়ে, হাইকু ডেক দিয়েও আপনি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন।
ক্যানভা
যারা চটজলদি স্লাইড বানাতে চান, তাদের সবার প্রথম পছন্দ ক্যানভা। কারণ, এখানে আপনি বিনা মূল্যে পেয়ে যাবেন অসংখ্য তৈরি টেমপ্লেট। এখানে বিজনেস, এডুকেশনসহ নানান ক্যাটাগরি আছে, যেখান থেকে আপনি সহজেই আপনার টপিকের সঙ্গে মানানসই টেমপ্লেট পেয়ে যাবেন। এ ছাড়া আছে প্রিসেট অ্যানিমেশন, অডিও ও ভিডিও যুক্ত করার সুবিধা। চাইলে কোলাবোরেটর সুবিধা চালু করে দলের সব সদস্য মিলে একই স্লাইডে কাজ করতে পারবেন। আর ক্যানভা প্রো নিতে চাইলে বছরে গুনতে হবে ১১৯.৯৯ ডলার।
প্রেজি
কোনো বড় বিষয়ে আলাদাভাবে উপস্থাপনার ক্ষেত্রে বেশ উপযোগী প্রেজি। এর চমকপ্রদ নকশা, বিষয়ভিত্তিক থিম আপনার উপস্থাপিত বিষয়কে আরও আকর্ষণীয় করে তুলবে। স্লাইডের আঙ্গিকে বানানো হলেও একটি ক্যাটাগরির মধ্যে ধাপে ধাপে ত্রিমাত্রিক অ্যানিমেশন ব্যবহারের সুবিধা থাকছে প্রেজিতে। এখানে আছে ভিডিও রেকর্ড করার সুবিধা। তাই চাইলে ওয়েবক্যাম অন করে নিজের প্রেজেন্টেশন রেকর্ডের পর ফাইল ট্রান্সফার করতে পারবেন ৷ এ ছাড়া গুগল মিট, জুম, স্কাইপে লাইভ প্রেজেন্টও করতে পারবেন। বিনা মূল্যে আপনি সর্বোচ্চ ৫টি ভিজ্যুয়াল প্রজেক্ট বানাতে পারবেন। আর প্রিমিয়াম প্ল্যান কিনতে চাইলে মাসে ৫ ডলার গুনতে হবে।
পাওটুন
নিজের প্রেজেন্টেশনকে রঙিন ভিডিওতে পরিণত করতে চাইলে পাওটুন ব্যবহার করতে পারেন। এটা অনেকটা অ্যানিমেটেড ভিডিও তৈরির মতো। তবে ফ্রি ভার্সনে ৩ মিনিটের বেশি লম্বা স্লাইড বানাতে পারবেন না। পেইড ভার্সনে রয়েছে আনলিমিটেড টেমপ্লেট ব্যবহার করার সুবিধা। পেইড ভার্সনের মূল্য মাসে ২০ ডলার।
পিচ
গুগল স্লাইডের বিকল্প ব্যবস্থা হলো পিচ প্রোজ। টিম মেম্বারদের সঙ্গে মিলে স্লাইড তৈরি করতে পারবেন। এ ছাড়া থাকছে লাইভ ভিডিও কলের সুবিধা। রেডিমেড টেমপ্লেটের পাশাপাশি নিজের পছন্দমতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন ৷ এই সফটওয়্যারের আরেকটা সুবিধা হলো, আপনি নির্দিষ্ট স্লাইড এডিট করার দায়িত্ব নির্দিষ্ট সদস্যকে দিতে পারবেন, কাউকে কোনো নির্দেশনা দিতে হলে স্লাইডের মধ্যেই থাকছে কমেন্ট, রিঅ্যাক্ট ও নোট লেখার সুবিধা। ‘গো লাইভ’ ফিচারটা চালু করলেই শুরু হয়ে যাবে ভিডিও কল। তখন যারা ওই প্রেজেন্টেশন স্লাইডটি খুলবেন, তারাই জয়েন হতে পারবেন সেই কলে। এভাবে ভার্চুয়ালি সবাই একসঙ্গে বসে কাজ করতে পারবেন। এই সফটওয়্যারের ফ্রি প্ল্যান থাকছে আনলিমিটেড টেমপ্লেট ও লাইভ ভিডিও কোলাবোরেশন। মাসিক ৮ ডলারের পেইড প্ল্যানে থাকছে আরও আকর্ষণীয় টেমপ্লেট, ওয়ার্কপ্লেস ফিচার ও প্রেজেন্টেশন অ্যানালাইটিকস।
জোহো শো
জোহো ব্যবহার করা বেশ সহজ, আছে স্লাইড লক করার সুবিধা। তাই একসঙ্গে অনেকে মিলে কাজ করলে নিজের স্লাইড লক করে রাখতে পারবেন, যাতে অন্য কেউ আপনার স্লাইডে কাজ না করতে পারে। আর এটা সম্পূর্ণ বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন। তবে এর একটা অসুবিধা হলো, টেমপ্লেটগুলো খুবই সাদামাটা। আপনার হাতে যদি স্লাইড বানানোর সময় একদমই না থাকে, তাহলে এটা ব্যবহার করতে পারেন।
গামা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে। প্রেজেন্টেশনের স্লাইডও এর ব্যতিক্রম নয়। গামার এআই জেনারেটিভ ফিচারকে যদি আপনি একটা টপিক, আউটলাইন, নোট, ডকুমেন্ট বা আর্টিকেল দেন, সে সেখান থেকেই একটি থিম নির্বাচন করে আপনাকে স্লাইড বানিয়ে দেবে। হয়তো হুবহু আপনার মনমতো হবে না, কিন্তু আপনার কাজ অনেকটুকুই এগিয়ে দেবে।
ফ্রি প্ল্যানে আপনি পাচ্ছেন আনলিমিটেড ইউজার, একটি কাস্টম থিম, এআই ডেক ক্রেডিট এবং বেসিক ভিউ অ্যানালাইটিকস। প্রিমিয়াম ভার্সন কেনার জন্য মাসে ১০ ডলার দিতে হবে।
এ ছাড়া গুগল স্লাইড, ভিজমে, কি নোট, সোয়ে, হাইকু ডেক দিয়েও আপনি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে