আতিক জাফর
ব্যাংকের লিখিত পরীক্ষায় সাধারণত ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। মূলত লিখিত পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। বর্তমান প্যাটার্নে বাংলা রচনা (২৫), ইংরেজি রচনা (৩৫), গণিত (৩৫), সাধারণ জ্ঞান (৩০), বাংলা এবং ইংরেজি অনুবাদ (৪০), প্রিসাইজ/সামারি (১৫), প্যাসেজ/অ্যাপ্লিকেশন (২০) বরাদ্দ থাকে।
রচনা/ফোকাস রাইটিং/আরগুমেন্ট রাইটিং
বাংলা ও ইংরেজি দুই ধরনের রচনা থাকে, যাতে ৬০ নম্বরের মতো বরাদ্দ থাকে। সাধারণত সাম্প্রতিক বা অর্থনীতি রিলেটেড রচনা/ ফোকাস রাইটিং বা আরগুমেন্ট রাইটিং দিয়ে থাকে। আসন্ন পরীক্ষার জন্য যে টপিকগুলো আসতে পারে।
অনুবাদ (বাংলা থেকে ইংরেজি/ইংরেজি থেকে বাংলা)
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।
সাধারণ জ্ঞান/শর্ট নোট
সাধারণ জ্ঞান বর্তমান ব্যাংক পরীক্ষায় ট্রাম কার্ড হিসেবে কাজ করে। এককথায় প্রকাশের মতো ১০ / ১৫টি প্রশ্ন থাকে, যাতে ৩০ নম্বর বরাদ্দ থাকে। বাংলায় সাধারণ জ্ঞান না পরে ইংরেজিতে পড়তে হবে, সঙ্গে বানানটাও দেখে নেবেন। বিগত প্রশ্নগুলো দেখলে বোঝা যায় বিভিন্ন পুরস্কার, ব্যাংকিং টার্মস, দিবস, কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা, রাজধানীর নাম, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিস্তারিত তথ্য দেখে যেতে হবে। শর্ট নোটে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখলে উত্তর করা যায় সহজেই।
গণিত
বর্তমান পরীক্ষাগুলোতে গণিত এবং সাধারণ জ্ঞান তুরুপের তাসের মতো। যাঁদের এই সেক্টরে ভালো অবস্থান তাঁরা সব সময় এগিয়ে থাকবেন। গণিত ৫-৭টি পর্যন্ত হয়ে থাকে।
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।
গুরুত্বপূর্ণ হিসেবে সিরিয়াল টপিকগুলো হলো Profit and loss, percentage, time and work, speed/distance, Interest, set, series, Measurement, Geometry (basic), Equation, Algebra এই বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করতে হবে।
রিডিং প্যাসেজ
সমসাময়িক বা অর্থনীতি রিলেটেড প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে ৪-৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে প্যাসেজ থেকে সরাসরি কোনো উত্তর কপি করা যাবে না। নিজের ভাষায় প্যাসেজের লেখাটাকে প্যারাফ্রেইস করতে হবে।
লেটার/অ্যাপ্লিকেশন রাইটিং
বিজনেস লেটারের ফরম্যাটগুলো বাজারের বিভিন্ন বই থেকে দেখে নেবেন। ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন হলে কিছু ফ্যাকাল্টি সব সময় লেটার বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকে। তাই ফরম্যাট কোনোভাবে ভুল হলে নম্বর বেশি কাটা যাবে।
সামারি/প্রিসিস রাইটিং
নিয়ম মেনে মূল প্যাসেজের ১ / ৩ অংশের সাইজে উত্তর করবেন। স্পেলিং ও গ্রামার ভুল না করলে ভালো নম্বর পেতে পারেন।
শেষ সময়ের প্রস্তুতি
পরীক্ষার আগের সাত-দশ দিন সময়ে পুরো লিখিত প্রস্তুতি কোনোভাবে সম্ভব নয়; তবে এ সময়ে নিয়মিত সব বিষয় আয়ত্তে আনতে হবে। যেমন
লিখিত পরীক্ষায় ধৈর্য ধরে দুই ঘণ্টা ফুল আন্সার করতে পারলেই মোটামুটি একটা শক্ত অবস্থানে থাকা যায়। সবার জন্য শুভকামনা।
অনুলিখন: অনিসুল ইসলাম নাঈম
ব্যাংকের লিখিত পরীক্ষায় সাধারণত ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। মূলত লিখিত পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। বর্তমান প্যাটার্নে বাংলা রচনা (২৫), ইংরেজি রচনা (৩৫), গণিত (৩৫), সাধারণ জ্ঞান (৩০), বাংলা এবং ইংরেজি অনুবাদ (৪০), প্রিসাইজ/সামারি (১৫), প্যাসেজ/অ্যাপ্লিকেশন (২০) বরাদ্দ থাকে।
রচনা/ফোকাস রাইটিং/আরগুমেন্ট রাইটিং
বাংলা ও ইংরেজি দুই ধরনের রচনা থাকে, যাতে ৬০ নম্বরের মতো বরাদ্দ থাকে। সাধারণত সাম্প্রতিক বা অর্থনীতি রিলেটেড রচনা/ ফোকাস রাইটিং বা আরগুমেন্ট রাইটিং দিয়ে থাকে। আসন্ন পরীক্ষার জন্য যে টপিকগুলো আসতে পারে।
অনুবাদ (বাংলা থেকে ইংরেজি/ইংরেজি থেকে বাংলা)
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।
সাধারণ জ্ঞান/শর্ট নোট
সাধারণ জ্ঞান বর্তমান ব্যাংক পরীক্ষায় ট্রাম কার্ড হিসেবে কাজ করে। এককথায় প্রকাশের মতো ১০ / ১৫টি প্রশ্ন থাকে, যাতে ৩০ নম্বর বরাদ্দ থাকে। বাংলায় সাধারণ জ্ঞান না পরে ইংরেজিতে পড়তে হবে, সঙ্গে বানানটাও দেখে নেবেন। বিগত প্রশ্নগুলো দেখলে বোঝা যায় বিভিন্ন পুরস্কার, ব্যাংকিং টার্মস, দিবস, কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা, রাজধানীর নাম, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিস্তারিত তথ্য দেখে যেতে হবে। শর্ট নোটে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখলে উত্তর করা যায় সহজেই।
গণিত
বর্তমান পরীক্ষাগুলোতে গণিত এবং সাধারণ জ্ঞান তুরুপের তাসের মতো। যাঁদের এই সেক্টরে ভালো অবস্থান তাঁরা সব সময় এগিয়ে থাকবেন। গণিত ৫-৭টি পর্যন্ত হয়ে থাকে।
অনুবাদে ভাব অনুবাদ করতে হবে। বানান ভুল/ কাটাকাটি করা যাবে না কোনোভাবে। অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, কৃষি, দেশের উন্নয়ন, করোনাসংক্রান্ত অনুবাদ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।
গুরুত্বপূর্ণ হিসেবে সিরিয়াল টপিকগুলো হলো Profit and loss, percentage, time and work, speed/distance, Interest, set, series, Measurement, Geometry (basic), Equation, Algebra এই বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করতে হবে।
রিডিং প্যাসেজ
সমসাময়িক বা অর্থনীতি রিলেটেড প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে ৪-৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে প্যাসেজ থেকে সরাসরি কোনো উত্তর কপি করা যাবে না। নিজের ভাষায় প্যাসেজের লেখাটাকে প্যারাফ্রেইস করতে হবে।
লেটার/অ্যাপ্লিকেশন রাইটিং
বিজনেস লেটারের ফরম্যাটগুলো বাজারের বিভিন্ন বই থেকে দেখে নেবেন। ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন হলে কিছু ফ্যাকাল্টি সব সময় লেটার বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকে। তাই ফরম্যাট কোনোভাবে ভুল হলে নম্বর বেশি কাটা যাবে।
সামারি/প্রিসিস রাইটিং
নিয়ম মেনে মূল প্যাসেজের ১ / ৩ অংশের সাইজে উত্তর করবেন। স্পেলিং ও গ্রামার ভুল না করলে ভালো নম্বর পেতে পারেন।
শেষ সময়ের প্রস্তুতি
পরীক্ষার আগের সাত-দশ দিন সময়ে পুরো লিখিত প্রস্তুতি কোনোভাবে সম্ভব নয়; তবে এ সময়ে নিয়মিত সব বিষয় আয়ত্তে আনতে হবে। যেমন
লিখিত পরীক্ষায় ধৈর্য ধরে দুই ঘণ্টা ফুল আন্সার করতে পারলেই মোটামুটি একটা শক্ত অবস্থানে থাকা যায়। সবার জন্য শুভকামনা।
অনুলিখন: অনিসুল ইসলাম নাঈম
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে