আনোয়ার হোসেন, মনিরামপুর
অবশেষে পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়েছে যশোরের মনিরামপুরে জনবসতিতে অবৈধভাবে গড়ে তোলা কয়লার চুল্লি। বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেও চুল্লির মালিক আমিনুর রহমান বাদশা কয়লা উৎপাদনের কাজ চালু রাখতে পারেননি। এখন চুলা গুটিয়ে সরে যাচ্ছেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, কাশিমনগর ইউনিয়নের কুলিপাশা গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি কয়লার চুল্লি খালি পড়ে আছে। ট্রাকে করে মালামাল সরিয়ে জায়গা খালি করছেন মালিক বাদশা।
লোকালয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হওয়ায় সৃষ্ট ধোয়ায় অতিষ্ঠ হয়ে ওঠে আশপাশের মানুষের জীবন। চুল্লি বন্ধের দাবিতে তখন তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন।
বিষয়টি নিয়ে গত ৭ জুলাই আজকের পত্রিকায় ‘জনবসতিতে কয়লার চুল্লি’ ও ৮ সেপ্টেম্বর ‘দুই দপ্তরের ঠেলাঠেলি, বাড়ছে চুল্লি’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। তখন বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। তিনি পুলিশের সহায়তায় কয়লার চুল্লি বন্ধ করে দেন।
কুলিপাশা গ্রামের দুলাল দাস বলেন, ‘মাসখানেক চুলা বন্ধ রয়েছে। এখন স্বস্তিতে নিশ্বাস নিতে পারছি।’
চুল্লির মালিক আমিনুর রহমান বাদশা বলেন, ‘ইউএনওর কাছে গেয়েছিলাম অনুমতির জন্য। তিনি অনুমতি না দিয়ে চুলা বন্ধ রাখতে বলেছেন। আরও ওপরে গিয়েছিলাম। সেখান থেকেও বন্ধ রাখতে বলেছেন। পত্রিকায় রিপোর্ট হওয়ার চার দিন পরে থানার উপপরিদর্শক জিয়াউল হক এসে চুলা বন্ধ রাখতে বলেন।’
বাদশা বলেন, ‘প্রায় দেড় মাস কাঠ পোড়াচ্ছি না। ট্রাকে করে মালামাল সরিয়ে শার্শায় শ্বশুরবাড়ি এলাকায় নিচ্ছি। সেখানে আগে আমার এ ব্যবসা ছিল। আবার ওই এলাকায় শুরু করব।’
তিনি বলেন, ‘এখানে ১০ জন শ্রমিক ছিল। আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মনিরামপুর থানার উপপরিদর্শক জিয়াউল হক বলেন, ‘খবর পেয়ে আমি নিজ উদ্যোগে চুলা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার কয়দিন পর ইউএনওর পক্ষ থেকে একটা চিঠি পেয়েছি।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করেছিলাম। পরে পুলিশ কাজটি বন্ধ করে দিয়েছে।’
অবশেষে পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়েছে যশোরের মনিরামপুরে জনবসতিতে অবৈধভাবে গড়ে তোলা কয়লার চুল্লি। বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেও চুল্লির মালিক আমিনুর রহমান বাদশা কয়লা উৎপাদনের কাজ চালু রাখতে পারেননি। এখন চুলা গুটিয়ে সরে যাচ্ছেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, কাশিমনগর ইউনিয়নের কুলিপাশা গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি কয়লার চুল্লি খালি পড়ে আছে। ট্রাকে করে মালামাল সরিয়ে জায়গা খালি করছেন মালিক বাদশা।
লোকালয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হওয়ায় সৃষ্ট ধোয়ায় অতিষ্ঠ হয়ে ওঠে আশপাশের মানুষের জীবন। চুল্লি বন্ধের দাবিতে তখন তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন।
বিষয়টি নিয়ে গত ৭ জুলাই আজকের পত্রিকায় ‘জনবসতিতে কয়লার চুল্লি’ ও ৮ সেপ্টেম্বর ‘দুই দপ্তরের ঠেলাঠেলি, বাড়ছে চুল্লি’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। তখন বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। তিনি পুলিশের সহায়তায় কয়লার চুল্লি বন্ধ করে দেন।
কুলিপাশা গ্রামের দুলাল দাস বলেন, ‘মাসখানেক চুলা বন্ধ রয়েছে। এখন স্বস্তিতে নিশ্বাস নিতে পারছি।’
চুল্লির মালিক আমিনুর রহমান বাদশা বলেন, ‘ইউএনওর কাছে গেয়েছিলাম অনুমতির জন্য। তিনি অনুমতি না দিয়ে চুলা বন্ধ রাখতে বলেছেন। আরও ওপরে গিয়েছিলাম। সেখান থেকেও বন্ধ রাখতে বলেছেন। পত্রিকায় রিপোর্ট হওয়ার চার দিন পরে থানার উপপরিদর্শক জিয়াউল হক এসে চুলা বন্ধ রাখতে বলেন।’
বাদশা বলেন, ‘প্রায় দেড় মাস কাঠ পোড়াচ্ছি না। ট্রাকে করে মালামাল সরিয়ে শার্শায় শ্বশুরবাড়ি এলাকায় নিচ্ছি। সেখানে আগে আমার এ ব্যবসা ছিল। আবার ওই এলাকায় শুরু করব।’
তিনি বলেন, ‘এখানে ১০ জন শ্রমিক ছিল। আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মনিরামপুর থানার উপপরিদর্শক জিয়াউল হক বলেন, ‘খবর পেয়ে আমি নিজ উদ্যোগে চুলা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার কয়দিন পর ইউএনওর পক্ষ থেকে একটা চিঠি পেয়েছি।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করেছিলাম। পরে পুলিশ কাজটি বন্ধ করে দিয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১১ ঘণ্টা আগে