বৈরী আবহাওয়ার প্রভাব পাকুন্দিয়ার কাঁচাবাজারে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৬
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০১

কয়েক দিনের বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কাঁচাবাজারে। বাজারে সব সবজির দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী সবজির আমদানি না থাকায় দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে, বাজারে সবজির সরবরাহ বাড়বে এবং দামও কমবে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর সদরের কাঁচাবাজার ঘুরে এমনটা জানা গেছে।

পৌরসদরের কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তিন-চার দিন ধরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। একে তো শীত, তার ওপর বৃষ্টি। দুয়ে মিলে নাকাল জনজীবন। ঘর থেকে বেরই হতে পারছেন না বা চাইছেন না অনেকে। তবে প্রয়োজনীয় জিনিসপত্র ও সবজিসহ অন্যান্য জিনিস কিনতে অনেকেই এসেছেন বাজারে। বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে।

পৌরসদরের কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বাইরে থেকে কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। আমদানি হলেও চাহিদা অনুযায়ী কম পাওয়া যাচ্ছে। তাই দামও কিছুটা চড়া। এলাকার উৎপাদিত সবজি দিয়েই চাহিদা মেটানো হচ্ছে। তা ছাড়া বৃষ্টির কারণে দু-এক দিন ধরে বাজারে ক্রেতাসমাগম কম ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার বৃষ্টি না থাকায় অনেক ক্রেতা বাজারে এসেছেন। বৈরী আবহাওয়ার কারণে শিম, আলু, পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। বেশি দাম দিয়েও চাহিদা অনুযায়ী সবজি সরবরাহ করা যাচ্ছে না। খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় কৃষকেরাও তাঁদের উৎপাদিত সবজি বেচার জন্য বাজারে আনতে পারছেন না। তাই সবজির জোগান কিছুটা কম হচ্ছে। আবহাওয়া ঠিক হয়ে গেলে এমনটা থাকবে না।

আবদুল কদ্দুছ নামের এক সবজি ব্যবসায়ী বলেন, খারাপ আবহাওয়ার কারণে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। কেননা বাইরে থেকে সবজি আমদানি করা যাচ্ছে না। তবে সবজির চাহিদা অনেক বেড়েছে।

মামুন মিয়া নামের একজন ক্রেতা বলেন, ‘বৃষ্টির কারণে দুই দিন ধরে ঘর থেকে বের হতে পারিনি। ঘরে থাকা সব বাজার-সদাই শেষ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে বাজারে এসেছি। কাঁচাবাজারে দাম কিছুটা বেশি। তবু কিনতে তো হবে।’

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন ক্রেতা বলেন, ‘আমরা এমনিতেই সবজি কিনতে পারি না। কয়েক দিনের বৃষ্টিতে কামে যাইতে পারি না। ইনকাম নাই এক টেহাও। এর মধ্যে বাড়ছে কাঁচা তরকারির দামও। কি যে করমু জানি না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে এক দিনের শোক, উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

এস আলম সংশ্লিষ্টতা: ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজারে বাংলাদেশ-চীনের জায়গা দখলের আশা ভারতের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত