এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
তিন বছর ধরে বিক্রি না হওয়ায় চরম অর্থকষ্টে পড়েন ‘শান্তবাবু’র মালিক আলিম উদ্দীন। তাই ঋণের বোঝা বেড়ে যাওয়ায় একরকম বাধ্য হয়েই ৩৩ মণ ওজনের ষাঁড়টি অর্ধেক দামে বিক্রি করতে হয়েছে তাঁকে। আর এটি মাত্র ৬ লাখ ৬ হাজার টাকায় কিনে নিয়েছেন গ্রামবাসীরা। সামনে
কোনো বিশেষ দিনে জবাই করে ষাঁড়ের গোশত ভাগ-বাঁটোয়ারা করে নেবেন তাঁরা।
শান্তবাবুর মালিক আলিম উদ্দীন বলেন, ‘শান্তবাবুর বয়স এখন সাড়ে ৪ বছর। ওজন প্রায় ৩৩ মণ। গত দুবছর ঈদুল আজহায় ষাঁড়টি বিক্রির জন্য অনেক চেষ্টা করেছিলেন। বিগত বছরে করোনা মহামারির প্রভাবে ও দরদামে না হওয়ায় বেচা সম্ভব হয়নি। আর এবার ১২ লাখ টাকা দরদাম হলেও পরে ওই ক্রেতা আর আসেননি। ফলে এলাকার লোকজন ষাঁড়টি কসাইয়ের কাছে বিক্রি করে দিতে বলেছিলেন। কিন্তু তিনি কসাইয়ের কাছে বেচতে চাননি। শান্তবাবুকে পুষতে অনেক
ব্যয় হয়। গত দুবছরে প্রায় ৩ লাখ টাকা ঋণ হয়েছে।
আলিম উদ্দীন আরও বলেন, ‘আর কুলাতে পারছি না। সম্প্রতি গ্রামের লোকজন ষাঁড়টি কিনতে চান। ঋণ শোধ করতে প্রায় অর্ধেক দামে বিক্রি করে দিয়েছি শান্তবাবুকে।’
আলিম উদ্দীনের স্ত্রী সালমা বেগম দুঃখ প্রকাশ করে বলেন, শান্তবাবুকে পুষতে ইতিমধ্যে দেড় বিঘা জমি বন্ধক দিয়েছেন তাঁরা। গরুর খাবারের দোকানেও তিন লাখের বেশি টাকা বকেয়া পড়েছে।
প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন, শান্তবাবু এলাকার মধ্যে সবচেয়ে বড় ষাঁড়। দুবছর ধরে কোরবানির ঈদ এলেই চাচার এই গরু দেখতে বিভিন্ন এলাকার লোকজন এসেছেন। এদের মধ্যে দুয়েকজন দামদরও করেছেন। তবে তারা দাম অনেক কম বলেন। তাই তিনি শান্তবাবুকে বিক্রি করতে পারেননি। বর্তমানে তিনি শান্তবাবুকে নিয়ে মহাবিপাকে পড়েছেন। তাই আমরা কয়েকজন মিলে ৬ লাখ ৬ হাজার টাকায় কিনে নিয়েছি। সামনের মাসের শুরুতে জবাই করা হবে এটি। আর সব শেয়ারধারীর মধ্যে গোশত সমভাবে বণ্টন করে দেওয়া হবে।
তিন বছর ধরে বিক্রি না হওয়ায় চরম অর্থকষ্টে পড়েন ‘শান্তবাবু’র মালিক আলিম উদ্দীন। তাই ঋণের বোঝা বেড়ে যাওয়ায় একরকম বাধ্য হয়েই ৩৩ মণ ওজনের ষাঁড়টি অর্ধেক দামে বিক্রি করতে হয়েছে তাঁকে। আর এটি মাত্র ৬ লাখ ৬ হাজার টাকায় কিনে নিয়েছেন গ্রামবাসীরা। সামনে
কোনো বিশেষ দিনে জবাই করে ষাঁড়ের গোশত ভাগ-বাঁটোয়ারা করে নেবেন তাঁরা।
শান্তবাবুর মালিক আলিম উদ্দীন বলেন, ‘শান্তবাবুর বয়স এখন সাড়ে ৪ বছর। ওজন প্রায় ৩৩ মণ। গত দুবছর ঈদুল আজহায় ষাঁড়টি বিক্রির জন্য অনেক চেষ্টা করেছিলেন। বিগত বছরে করোনা মহামারির প্রভাবে ও দরদামে না হওয়ায় বেচা সম্ভব হয়নি। আর এবার ১২ লাখ টাকা দরদাম হলেও পরে ওই ক্রেতা আর আসেননি। ফলে এলাকার লোকজন ষাঁড়টি কসাইয়ের কাছে বিক্রি করে দিতে বলেছিলেন। কিন্তু তিনি কসাইয়ের কাছে বেচতে চাননি। শান্তবাবুকে পুষতে অনেক
ব্যয় হয়। গত দুবছরে প্রায় ৩ লাখ টাকা ঋণ হয়েছে।
আলিম উদ্দীন আরও বলেন, ‘আর কুলাতে পারছি না। সম্প্রতি গ্রামের লোকজন ষাঁড়টি কিনতে চান। ঋণ শোধ করতে প্রায় অর্ধেক দামে বিক্রি করে দিয়েছি শান্তবাবুকে।’
আলিম উদ্দীনের স্ত্রী সালমা বেগম দুঃখ প্রকাশ করে বলেন, শান্তবাবুকে পুষতে ইতিমধ্যে দেড় বিঘা জমি বন্ধক দিয়েছেন তাঁরা। গরুর খাবারের দোকানেও তিন লাখের বেশি টাকা বকেয়া পড়েছে।
প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন, শান্তবাবু এলাকার মধ্যে সবচেয়ে বড় ষাঁড়। দুবছর ধরে কোরবানির ঈদ এলেই চাচার এই গরু দেখতে বিভিন্ন এলাকার লোকজন এসেছেন। এদের মধ্যে দুয়েকজন দামদরও করেছেন। তবে তারা দাম অনেক কম বলেন। তাই তিনি শান্তবাবুকে বিক্রি করতে পারেননি। বর্তমানে তিনি শান্তবাবুকে নিয়ে মহাবিপাকে পড়েছেন। তাই আমরা কয়েকজন মিলে ৬ লাখ ৬ হাজার টাকায় কিনে নিয়েছি। সামনের মাসের শুরুতে জবাই করা হবে এটি। আর সব শেয়ারধারীর মধ্যে গোশত সমভাবে বণ্টন করে দেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে