এ. জে লাভলু, বড়লেখা
কদিন আগেও সমালোচনার কেন্দ্রে ছিলেন ইবাদত হোসেন চৌধুরী। যে স্বপ্ন নিয়ে জাতীয় দলে এসেছিলেন, সে স্বপ্ন পূরণও মনে হচ্ছিল দূরের বাতিঘর। নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হলে জাতীয় দলে টিকে থাকা হয়ে যেতে পারত আরও কঠিন। কিন্তু সেই ইবাদত ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। হয়ে উঠলেন মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার অন্যতম নায়ক।
ইবাদতের ইচ্ছা ছিল একদিন জাতীয় দলের হয়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবেন। সেই স্বপ্নই যেন পূরণ করলেন তিনি। এখন ভাসছেন সবার প্রশংসায়। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামেও বইছে আনন্দের বন্যা। ইবাদতের এমন পারফরম্যান্সে পরিবারের পাশাপাশি গ্রামের মানুষও ভীষণ খুশি।
গতকাল বুধবার বিকেলে ইবাদতের বাড়িতে গিয়ে দেখা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ইবাদত যে ইতিহাস রচনা করেছেন, তাতে উচ্ছ্বসিত তাঁর পরিবার। আলাপকালে ইবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী ও মা সামিয়া বেগম চৌধুরী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই খেলার প্রতি তার আলাদা টান ছিল। সারা দিন ক্রিকেট খেলত। তার স্বপ্ন ছিল সে কোনো একদিন জাতীয় দলের হয়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবে। আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে।’
ইবাদতের চাচাতো ভাই দেলওয়ার হোসেন চৌধুরী ইমন বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সারা বাংলাদেশের মতো আমরাও গর্বিত, আনন্দিত। আমার ছোট ভাই ইবাদত ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ইবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী বর্ডার গার্ডে (বিজিবি) চাকরি করতেন। আর মা সামিয়া বেগম চৌধুরী পেশায় গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে ইবাদত হোসেন চৌধুরী দ্বিতীয়। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তাঁর আলাদা টান ছিল। এসএসসি পাস করে ২০০৮ সালে সৈনিক পদে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। সেখানেই চাকরির পাশাপাশি বিমানবাহিনীর নিয়মিত ভলিবল খেলতে শুরু করেন। টান ছিল ক্রিকেটেও। ২০১৬ সালে রবি পেসার হান্টের শেষ রাউন্ডে ১৩৯.০৯ কিলোমিটার গতিতে বল করে সবাইকে চমকে দেন ইবাদত। নজরে আসেন সবার। এরপর থেকে ইবাদতকে আর পেছনে থাকাতে হয়নি। ২০১৯ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ইবাদতের অভিষেক হয়।
কদিন আগেও সমালোচনার কেন্দ্রে ছিলেন ইবাদত হোসেন চৌধুরী। যে স্বপ্ন নিয়ে জাতীয় দলে এসেছিলেন, সে স্বপ্ন পূরণও মনে হচ্ছিল দূরের বাতিঘর। নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হলে জাতীয় দলে টিকে থাকা হয়ে যেতে পারত আরও কঠিন। কিন্তু সেই ইবাদত ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। হয়ে উঠলেন মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার অন্যতম নায়ক।
ইবাদতের ইচ্ছা ছিল একদিন জাতীয় দলের হয়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবেন। সেই স্বপ্নই যেন পূরণ করলেন তিনি। এখন ভাসছেন সবার প্রশংসায়। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামেও বইছে আনন্দের বন্যা। ইবাদতের এমন পারফরম্যান্সে পরিবারের পাশাপাশি গ্রামের মানুষও ভীষণ খুশি।
গতকাল বুধবার বিকেলে ইবাদতের বাড়িতে গিয়ে দেখা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ইবাদত যে ইতিহাস রচনা করেছেন, তাতে উচ্ছ্বসিত তাঁর পরিবার। আলাপকালে ইবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী ও মা সামিয়া বেগম চৌধুরী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই খেলার প্রতি তার আলাদা টান ছিল। সারা দিন ক্রিকেট খেলত। তার স্বপ্ন ছিল সে কোনো একদিন জাতীয় দলের হয়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবে। আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে।’
ইবাদতের চাচাতো ভাই দেলওয়ার হোসেন চৌধুরী ইমন বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সারা বাংলাদেশের মতো আমরাও গর্বিত, আনন্দিত। আমার ছোট ভাই ইবাদত ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ইবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী বর্ডার গার্ডে (বিজিবি) চাকরি করতেন। আর মা সামিয়া বেগম চৌধুরী পেশায় গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে ইবাদত হোসেন চৌধুরী দ্বিতীয়। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তাঁর আলাদা টান ছিল। এসএসসি পাস করে ২০০৮ সালে সৈনিক পদে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। সেখানেই চাকরির পাশাপাশি বিমানবাহিনীর নিয়মিত ভলিবল খেলতে শুরু করেন। টান ছিল ক্রিকেটেও। ২০১৬ সালে রবি পেসার হান্টের শেষ রাউন্ডে ১৩৯.০৯ কিলোমিটার গতিতে বল করে সবাইকে চমকে দেন ইবাদত। নজরে আসেন সবার। এরপর থেকে ইবাদতকে আর পেছনে থাকাতে হয়নি। ২০১৯ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ইবাদতের অভিষেক হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১০ ঘণ্টা আগে