সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়। কয়েক হাজার শিক্ষার্থী এই স্কুলে পড়াশোনা করে। স্কুলটির ঠিক পাশেই রয়েছে সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বর্ষায় স্কুলের শিক্ষার্থীদের হাঁটুপানি মাড়িয়ে স্কুলে প্রবেশ করতে হয়েছে। তবে শুষ্ক মৌসুমেও সেই সমস্যা থেকে পুরোপুরি রেহাই পায়নি শিক্ষার্থীরা। বৃষ্টি না থাকলেও সড়কে জমে আছে নালা ও ডাইংয়ের নোংরা পানি।
খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ বছর আগেও এই সড়কে সারা বছর জলাবদ্ধতা থাকত না। তবে নিচু অঞ্চল হওয়ায় ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। কিন্তু অপরিকল্পিত নালা ব্যবস্থা এবং রেলওয়ের ডাবল লাইনের কাজ শুরু হওয়ায় সেই জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। বর্ষা থেকে শুষ্ক মৌসুমেই বছরজুড়ে কমবেশি পানি জমে থাকে এই স্কুলের চারপাশে।
স্কুলের সামনে গিয়ে দেখা যায়, স্কুলের উত্তর পাশের রাস্তায় জমে আছে ময়লাযুক্ত পানি। ডাইংয়ের পানি মিশ্রিত হয়ে খয়েরি রং ধারণ করেছে। স্থানীয়রা বিভিন্ন ইট ও বস্তার ওপর দিয়ে চলাচল করছে। তবে সামান্য বৃষ্টি হলেই সেই ইট ও বস্তাও ডুবে যায়। তখন পানির মধ্যেই চলতে হয়।
তবে স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, স্কুলের পাশেই রেলওয়ের ডাবল লাইনের কাজ করছে। সেই কাজের জন্য পানি সরে যাওয়ার পথ অনেকটাই সরু হয়ে গেছে। সরেজমিনেও তার সেই কথার সত্যতা মিলেছে। পানিপ্রবাহের পথে বসানো হয়েছে লোহার পিলার। সেগুলো সরিয়ে না নেওয়ায় পানিপ্রবাহ হচ্ছে ধীরগতিতে। একইভাবে রেললাইনের পাশ দিয়ে চলমান রয়েছে মোটা ড্রেনের পাইপ বসানোর কাজ। এই কাজ সম্পন্ন হলে কমে আসবে জলাবদ্ধতা। তবে কবে নাগাদ কাজ সম্পন্ন হবে, তা জানেন না কেউই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর ধরে এই জলাবদ্ধতা প্রায় স্থায়ী রূপ ধারণ করেছে। কোনোভাবেই সরছে না পানি। গত বর্ষা মৌসুমে পুরো এলাকা পানিতে ডুবে ছিল। এবার বর্ষার আগেই পুরো এলাকার সব ড্রেন পরিষ্কার করে রাখা হয়েছে। তাতেও সুফল মিলবে না বলে মনে করছেন এলাকাবাসী।
ফতুল্লা পাইলট স্কুলের শিক্ষিকা চায়না রানী বলেন, ‘গত বর্ষায় আমাদের রিকশা দিয়ে স্কুলে প্রবেশ করতে হয়েছে। এবারও তেমনই প্রস্তুতি নিতে হচ্ছে। বর্ষায় শিক্ষার্থীরা পানিতে ভিজে স্কুলে আসা-যাওয়া করেছে। তাদের অনেকে অসুস্থ হয়েছে। এবার শুনছি কাজ চলছে, কিন্তু আদৌ বর্ষায় প্রতিকার আসবে কি না বুঝতে পারছি না।’
একই অভিযোগ করে স্কুলের অফিস সহকারী শুক্কুর বলেন, ‘দীর্ঘদিন ধরেই স্কুলের সামনে নর্দমা আর বৃষ্টির পানি জমে আছে। আমাদের চলাফেরায় অনেক সমস্যা হয়। ছাত্র-ছাত্রীদের অনেক ভোগান্তি হয়। নোংরা আর দুর্গন্ধযুক্ত পানির অবসান কবে হবে, তা-ও জানি না। এখন শুনছি স্টেশনের পাশে জোড়পুল এলাকায় বড় পাইপ বসানোর কাজ চলছে। সেটা ঠিক হলে নাকি পানি নেমে যাবে। আমরা চাই দ্রুত যেন এই সমস্যার সমাধান হয়।’
এ বিষয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন বলেন, ‘আমাদের এই এলাকা বেশ নিচু। রাস্তাগুলো যখন তৈরি করা হয়, তখন ড্রেন গভীর রেখে সড়ক উঁচু করার প্রয়োজন ছিল। পাশাপাশি রেলওয়ে ডাবল লেনের কাজ করতে গিয়ে পানি চলাচলের পথ সরু করে ফেলেছে। তাদের যতই অনুরোধ করি, কোনো কথাই শুনতে চায় না। নতুন করে রেলওয়ের পাশে বড় ড্রেনের কাজ করছেন তাঁরা। আমি নিজে গিয়ে অনুরোধ করেছি, যাতে বর্ষার আগে কাজটা সম্পন্ন করে। না হলে এবারও আমার এলাকার মানুষ কষ্ট পাবে।’
নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়। কয়েক হাজার শিক্ষার্থী এই স্কুলে পড়াশোনা করে। স্কুলটির ঠিক পাশেই রয়েছে সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বর্ষায় স্কুলের শিক্ষার্থীদের হাঁটুপানি মাড়িয়ে স্কুলে প্রবেশ করতে হয়েছে। তবে শুষ্ক মৌসুমেও সেই সমস্যা থেকে পুরোপুরি রেহাই পায়নি শিক্ষার্থীরা। বৃষ্টি না থাকলেও সড়কে জমে আছে নালা ও ডাইংয়ের নোংরা পানি।
খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ বছর আগেও এই সড়কে সারা বছর জলাবদ্ধতা থাকত না। তবে নিচু অঞ্চল হওয়ায় ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। কিন্তু অপরিকল্পিত নালা ব্যবস্থা এবং রেলওয়ের ডাবল লাইনের কাজ শুরু হওয়ায় সেই জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। বর্ষা থেকে শুষ্ক মৌসুমেই বছরজুড়ে কমবেশি পানি জমে থাকে এই স্কুলের চারপাশে।
স্কুলের সামনে গিয়ে দেখা যায়, স্কুলের উত্তর পাশের রাস্তায় জমে আছে ময়লাযুক্ত পানি। ডাইংয়ের পানি মিশ্রিত হয়ে খয়েরি রং ধারণ করেছে। স্থানীয়রা বিভিন্ন ইট ও বস্তার ওপর দিয়ে চলাচল করছে। তবে সামান্য বৃষ্টি হলেই সেই ইট ও বস্তাও ডুবে যায়। তখন পানির মধ্যেই চলতে হয়।
তবে স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, স্কুলের পাশেই রেলওয়ের ডাবল লাইনের কাজ করছে। সেই কাজের জন্য পানি সরে যাওয়ার পথ অনেকটাই সরু হয়ে গেছে। সরেজমিনেও তার সেই কথার সত্যতা মিলেছে। পানিপ্রবাহের পথে বসানো হয়েছে লোহার পিলার। সেগুলো সরিয়ে না নেওয়ায় পানিপ্রবাহ হচ্ছে ধীরগতিতে। একইভাবে রেললাইনের পাশ দিয়ে চলমান রয়েছে মোটা ড্রেনের পাইপ বসানোর কাজ। এই কাজ সম্পন্ন হলে কমে আসবে জলাবদ্ধতা। তবে কবে নাগাদ কাজ সম্পন্ন হবে, তা জানেন না কেউই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর ধরে এই জলাবদ্ধতা প্রায় স্থায়ী রূপ ধারণ করেছে। কোনোভাবেই সরছে না পানি। গত বর্ষা মৌসুমে পুরো এলাকা পানিতে ডুবে ছিল। এবার বর্ষার আগেই পুরো এলাকার সব ড্রেন পরিষ্কার করে রাখা হয়েছে। তাতেও সুফল মিলবে না বলে মনে করছেন এলাকাবাসী।
ফতুল্লা পাইলট স্কুলের শিক্ষিকা চায়না রানী বলেন, ‘গত বর্ষায় আমাদের রিকশা দিয়ে স্কুলে প্রবেশ করতে হয়েছে। এবারও তেমনই প্রস্তুতি নিতে হচ্ছে। বর্ষায় শিক্ষার্থীরা পানিতে ভিজে স্কুলে আসা-যাওয়া করেছে। তাদের অনেকে অসুস্থ হয়েছে। এবার শুনছি কাজ চলছে, কিন্তু আদৌ বর্ষায় প্রতিকার আসবে কি না বুঝতে পারছি না।’
একই অভিযোগ করে স্কুলের অফিস সহকারী শুক্কুর বলেন, ‘দীর্ঘদিন ধরেই স্কুলের সামনে নর্দমা আর বৃষ্টির পানি জমে আছে। আমাদের চলাফেরায় অনেক সমস্যা হয়। ছাত্র-ছাত্রীদের অনেক ভোগান্তি হয়। নোংরা আর দুর্গন্ধযুক্ত পানির অবসান কবে হবে, তা-ও জানি না। এখন শুনছি স্টেশনের পাশে জোড়পুল এলাকায় বড় পাইপ বসানোর কাজ চলছে। সেটা ঠিক হলে নাকি পানি নেমে যাবে। আমরা চাই দ্রুত যেন এই সমস্যার সমাধান হয়।’
এ বিষয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন বলেন, ‘আমাদের এই এলাকা বেশ নিচু। রাস্তাগুলো যখন তৈরি করা হয়, তখন ড্রেন গভীর রেখে সড়ক উঁচু করার প্রয়োজন ছিল। পাশাপাশি রেলওয়ে ডাবল লেনের কাজ করতে গিয়ে পানি চলাচলের পথ সরু করে ফেলেছে। তাদের যতই অনুরোধ করি, কোনো কথাই শুনতে চায় না। নতুন করে রেলওয়ের পাশে বড় ড্রেনের কাজ করছেন তাঁরা। আমি নিজে গিয়ে অনুরোধ করেছি, যাতে বর্ষার আগে কাজটা সম্পন্ন করে। না হলে এবারও আমার এলাকার মানুষ কষ্ট পাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে