ফেনীতে করোনা ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৮
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৫

ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা গেছেন। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ ও আইসালেশন ইউনিটে মারা যাওয়াদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল, অপরজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁদের জ্বর, শ্বাসকষ্ট ছিল।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসেন বলেন, হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ১৫০ শয্যার বিপরীতে বর্তমানে ৬১ জন রাগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ ও ৪৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এদের সকলকে বর্তমানে অক্সিজেন সেবা দিতে হচ্ছে।

ইকবাল হাসেন আরও বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ রাগী হাসপাতালের ভর্তি হয়েছেন। তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩ জন করোনায় ও ৩৩ জন উপসর্গসহ মোট ৪৬ জন মারা গেছেন।

আবাসিক মেডিকেল কর্মকর্তা বলেন, আগে জীবন, তারপর জীবিকা। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি করোনার টিকা নিতে নির্দিষ্ট বুথে যেতে বলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত