এবার দনবাস ঘিরে উত্তেজনা ভয়াবহ যুদ্ধের শঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ০৭: ০৪
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১১: ৩৩

চলতি মাসের শুরু থেকে ঘোষণা দিয়েই ইউক্রেনের উত্তর দিক থেকে সেনা প্রত্যাহার শুরু করে রাশিয়া। ইউক্রেনের দনবাস বা পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলেই এখন তাদের মনোযোগ। অঞ্চলটির স্বঘোষিত গণপ্রজাতন্ত্রী লুহানস্ক ও দোনেৎস্ককে পূর্ণ স্বাধীন করাই মস্কোর নতুন লক্ষ্য।

অঞ্চলটিতে ২০১৪ সাল থেকে রাশিয়ার সহায়তাপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেন সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছে। প্রায় ৮ বছরের যুদ্ধে সেখানে নিহত হয়েছেন ১৩ হাজারের বেশি সাধারণ মানুষ। অঞ্চলটিতে ইউক্রেনের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে লড়ছে ‘আজব ব্যাটালিয়ন’ নামের আধা-স্বায়ত্তশাসিত এক উগ্র গ্রুপ। যাদের নাৎসি মনে করে জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ।

যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার বেন ব্যারি বলেন, ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সেনা ইউনিটগুলো রয়েছে দনবাসে। তাদের যুদ্ধের অভিজ্ঞতাও অনেক বেশি। প্রতিরক্ষা ও আক্রমণাত্মক দুই ধরনের যুদ্ধেই তারা পারঙ্গম।

ইতিমধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ট্যাংক ও যুদ্ধবিমান ধ্বংস করার বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পেয়েছে ইউক্রেন, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। কিয়েভ সফর করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে গেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। গত শনিবার কিয়েভ ঘুরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। সাম্প্রতিক এসব তৎপরতা মাতৃভূমি রক্ষায় ইউক্রেনের সেনাদের মনোবল আরও বাড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সিএনএন জানায়, ইউক্রেন যুদ্ধ পরিচালনার জন্য আলেকজান্ডার ডভোর্কনিকভ নামের এক জেনারেলকে নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৬ সাল থেকে সিরিয়ায় দায়িত্ব পালনকারী এ জেনারেল বাশার আল আসাদকে ক্ষমতায় টিকে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী ৯ মের মধ্যে ইউক্রেন যুদ্ধকে একটি বিশেষ পর্যায়ে নিয়ে যেতেই দুর্ধর্ষ এই জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে।

তা ছাড়া ইতিমধ্যে নিজেদের সেনাদের নতুন করে বিন্যাস এবং কিছু পুরোনো ব্যাটালিয়ন সরিয়ে নতুন ব্যাটালিয়ন নিয়োগ দিয়েছে রাশিয়া। এ অবস্থায় এক অচিন্তনীয় ধ্বংসলীলার জন্য দনবাস অপেক্ষা করছে বলে মনে করেন যুদ্ধবিশারদেরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি: শুনানিতে চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত