আজকের পত্রিকা ডেস্ক
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে ভোট নিয়ে সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা।
জানা গেছে, আগামীকাল তৃতীয় ধাপে কক্সবাজারের চকরিয়ার ১০ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। গতকাল রাত ১২টায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে। চকরিয়ায় ভোটে মূলত আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
নির্বাচনে বৈধ ও অবৈধ অস্ত্র ব্যবহার করে সংঘাত ও হানাহানির আশঙ্কা করছেন ভোটাররা।
উপজেলার ১০ ইউপির ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ১০ ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র আছে ৯১টি। এর মধ্যে ৩৩টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। আর ৪৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাত্র ৯টিকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। সংঘাত ও হানাহানির আশঙ্কা থাকলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, সাহারবিল ইউপির ৯টি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া পশ্চিম বড় ভেওলায়, কৈয়ারবিল, ভেওলা মানিকচর, কোনাখালী, লক্ষ্যারচর, কাকারা ও পূর্ব বড়ভেওলার সব কটি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। বাকি তিন ইউপি পূর্ব বড়ভেওলা, বদরখালী ও ঢেমুশিয়ার ইউপির ২৭ কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ভোটার ও কয়েকজন প্রার্থী বলেন, একাধিক চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে হত্যা, সরকারি কাজে বাধা, নাশকতা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। অনেকেই পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে একাধিকবার প্রার্থীদের মধ্যে সংঘাত হয়েছে। প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠে দাপাচ্ছেন অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীরা। এসব কারণে কেন্দ্রে গিয়ে স্বচ্ছন্দে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়েই ভোটাররা শঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০টি ইউপিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।’
এদিকে পেকুয়ার ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন ৪ জন। জাতীয় পার্টির ১ জন ও ওয়ার্কার্স পার্টির ১ জন। বাকি ৩৬ জন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তা ছাড়া, সংরক্ষিত নারী সদস্যপদে ৭৫ জন ও সাধারণ সদস্যপদে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইতিমধ্যে আমরা যাবতীয় আয়োজন সেরেছি। ভোট শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত হবে।’
আগামী রোববার চট্টগ্রামের হাটহাজারীর ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্র পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বলছেন, ‘সাধারণ ভোটাররা ভীতির মধ্যে আছেন। ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে আমাদের মতো ভোটারেরাও শঙ্কিত।’
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মেখল ইউনিয়ন পরিষদে বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ও গুমানমর্দ্দনে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া ৭ জন সংরক্ষিত নারী সদস্য এবং ৫ জন সাধারণ সদস্য বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।
বর্তমানে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সংরক্ষিত নারী সদস্যপদে ৯২ জন এবং সাধারণ সদস্যপদে ৪৭৭ জন প্রার্থী নির্বাচনে জয়ী হতে মাঠে আছেন।
সরেজমিন দেখা গেছে, পোস্টারে ছেয়ে গেছে গ্রামাঞ্চল। নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গতকাল শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন ভোটার বলেন, প্রার্থীরা সবাই নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রয়েছে।
গতকাল শুক্রবার পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ধলই ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সদস্য মো. আবুল মনছুর বলেন, ‘আমিসহ আমার ভোটারেরা ভয়ের মধ্যে আছি। ভোট সুস্থ হবে কি না, সন্দেহ আছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর লোকজন এক ভোট পেলেও তাঁরা জয়ী হওয়ার আগাম কথা বলে যাচ্ছেন। প্রশাসনও তাঁদের পক্ষে রয়েছে। এখন ভোটররাই আমার ভরসা।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ নেওয়াজ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘এ অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি। আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। আমার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শুরু থেকেই মিথ্যাচার করছেন।’
হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, ‘আগামী রোববার ইউপি নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন ভোটারেরা ঠিকমতো ভোট দিলেই হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার।’
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে ভোট নিয়ে সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা।
জানা গেছে, আগামীকাল তৃতীয় ধাপে কক্সবাজারের চকরিয়ার ১০ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। গতকাল রাত ১২টায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে। চকরিয়ায় ভোটে মূলত আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
নির্বাচনে বৈধ ও অবৈধ অস্ত্র ব্যবহার করে সংঘাত ও হানাহানির আশঙ্কা করছেন ভোটাররা।
উপজেলার ১০ ইউপির ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ১০ ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র আছে ৯১টি। এর মধ্যে ৩৩টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। আর ৪৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাত্র ৯টিকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। সংঘাত ও হানাহানির আশঙ্কা থাকলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, সাহারবিল ইউপির ৯টি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া পশ্চিম বড় ভেওলায়, কৈয়ারবিল, ভেওলা মানিকচর, কোনাখালী, লক্ষ্যারচর, কাকারা ও পূর্ব বড়ভেওলার সব কটি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। বাকি তিন ইউপি পূর্ব বড়ভেওলা, বদরখালী ও ঢেমুশিয়ার ইউপির ২৭ কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ভোটার ও কয়েকজন প্রার্থী বলেন, একাধিক চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে হত্যা, সরকারি কাজে বাধা, নাশকতা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। অনেকেই পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে একাধিকবার প্রার্থীদের মধ্যে সংঘাত হয়েছে। প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠে দাপাচ্ছেন অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীরা। এসব কারণে কেন্দ্রে গিয়ে স্বচ্ছন্দে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়েই ভোটাররা শঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০টি ইউপিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।’
এদিকে পেকুয়ার ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন ৪ জন। জাতীয় পার্টির ১ জন ও ওয়ার্কার্স পার্টির ১ জন। বাকি ৩৬ জন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তা ছাড়া, সংরক্ষিত নারী সদস্যপদে ৭৫ জন ও সাধারণ সদস্যপদে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইতিমধ্যে আমরা যাবতীয় আয়োজন সেরেছি। ভোট শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত হবে।’
আগামী রোববার চট্টগ্রামের হাটহাজারীর ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্র পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বলছেন, ‘সাধারণ ভোটাররা ভীতির মধ্যে আছেন। ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে আমাদের মতো ভোটারেরাও শঙ্কিত।’
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মেখল ইউনিয়ন পরিষদে বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ও গুমানমর্দ্দনে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া ৭ জন সংরক্ষিত নারী সদস্য এবং ৫ জন সাধারণ সদস্য বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।
বর্তমানে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সংরক্ষিত নারী সদস্যপদে ৯২ জন এবং সাধারণ সদস্যপদে ৪৭৭ জন প্রার্থী নির্বাচনে জয়ী হতে মাঠে আছেন।
সরেজমিন দেখা গেছে, পোস্টারে ছেয়ে গেছে গ্রামাঞ্চল। নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গতকাল শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন ভোটার বলেন, প্রার্থীরা সবাই নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রয়েছে।
গতকাল শুক্রবার পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ধলই ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সদস্য মো. আবুল মনছুর বলেন, ‘আমিসহ আমার ভোটারেরা ভয়ের মধ্যে আছি। ভোট সুস্থ হবে কি না, সন্দেহ আছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর লোকজন এক ভোট পেলেও তাঁরা জয়ী হওয়ার আগাম কথা বলে যাচ্ছেন। প্রশাসনও তাঁদের পক্ষে রয়েছে। এখন ভোটররাই আমার ভরসা।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ নেওয়াজ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘এ অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি। আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। আমার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শুরু থেকেই মিথ্যাচার করছেন।’
হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, ‘আগামী রোববার ইউপি নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন ভোটারেরা ঠিকমতো ভোট দিলেই হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১০ ঘণ্টা আগে