মো. ডালিম
প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার সময় তোমাদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য কামনা করছি। জীববিজ্ঞান/উচ্চতর গণিত বিষয়টি অনেকের ঐচ্ছিক/অতিরিক্ত বিষয় আবার অনেকের মূল বিষয়। ঐচ্ছিক বা মূল বিষয় যা-ই হোক না কেন, পরীক্ষায় ভালো করা অবশ্যই প্রয়োজন। আজ আমরা ঐচ্ছিক/অতিরিক্ত বিষয়ে ভালো ফল করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন অত্যন্ত কষ্টকর। তবে শুধু জিপিএ-৫ অর্জন তুলনামূলকভাবে সহজ। কারণ, বিজ্ঞান বিভাগের বিজ্ঞানের বিষয়গুলোতে (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত) ব্যবহারিক অংশের নম্বর ২৫। ব্যবহারিকের এই পূর্ণ ২৫ নম্বর আমরা সহজেই অর্জন করে থাকি বলে A+ অনেকটা নিশ্চিত। কিন্তু বাংলা বা ইংরেজিতে A+ অর্জন অনেকটা অনিশ্চিত। আর বাংলা বা ইংরেজি বিষয়ের A+ মিস হওয়ার ঘাটতি অপশনাল বিষয়ের A+প্রাপ্তি দিয়ে পরিপূর্ণ হতে পারে।
জিপিএ গণনা করার কৌশল:
তোমার মূল বিষয়ে পাওয়া মোট পয়েন্টের সঙ্গে অতিরিক্ত বিষয়ে পাওয়া পয়েন্ট থেকে ২ পয়েন্ট বাদ দিয়ে অতিরিক্ত পয়েন্ট যোগ কর। তারপর মোট পয়েন্টকে মূল বিষয়ের সংখ্যা দিয়ে ভাগ কর। প্রাপ্ত ফলই তোমার মোট জিপিএ।
একক বিষয়ে সিজিপিএর হিসাব
প্রাপ্ত নম্বর-গ্রেড পয়েন্ট-লেটার গ্রেড
৮০—১০০ = ৫ (A+)
৭০—৭৯ = ৪ (A)
৬০—৬৯ = ৩.৫ (A-)
৫০—৫৯ = ৩ (B)
৪০—৪৯ = ২ (C)
৩৩—৩৯ = ১ (D)
০—৩২ = ০ (F)
ঐচ্ছিক বিষয়ে A+ অর্জনের গুরুত্ব
ধরি, কোনো শিক্ষার্থী বাংলা, ইংরেজি ও ICT বিষয়ে A পেয়েছে। আর বাকি গ্রুপভিত্তিক বিষয়ে A+ পেয়েছে। এ ক্ষেত্রে সেই শিক্ষার্থী যদি ঐচ্ছিক বিষয়ে A+ পেয়ে থাকে তাহলে তার জিপিএ-৫ আসবে। আবার দেখা গেল যে, কোনো শিক্ষার্থী মূল বিষয়ে একটি ছাড়া বাকি বিষয়গুলোতে A+ পেয়েছে। আর এই একটি বিষয়ে সে C পেয়েছে। এ ক্ষেত্রে সে যদি ঐচ্ছিক বিষয়ে A+ পেয়ে থাকে তাহলেও তার জিপিএ-৫ হয় অর্থ্যাৎ, A+ নিশ্চিত হয়। ঠিক একইভাবে, কোনো শিক্ষার্থী যদি দুটি মূল বিষয়ে A+ পেয়ে থাকে, কিন্তু ঐচ্ছিক বিষয়ে A+ রয়েছে তাহলেও তার A+ আসবে। তবে যদি মূল বিষয়ের সবগুলোতে A+ পাওয়া যায় তাহলে ঐচ্ছিক বিষয়ের নম্বর যোগ করার প্রয়োজন হবে না। উল্লেখ্য, ঐচ্ছিক বিষয়ের উপযুক্ত দক্ষতা কারও কারও জন্য ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার পথ সুগম করতে পারে।
মো. ডালিম, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার সময় তোমাদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য কামনা করছি। জীববিজ্ঞান/উচ্চতর গণিত বিষয়টি অনেকের ঐচ্ছিক/অতিরিক্ত বিষয় আবার অনেকের মূল বিষয়। ঐচ্ছিক বা মূল বিষয় যা-ই হোক না কেন, পরীক্ষায় ভালো করা অবশ্যই প্রয়োজন। আজ আমরা ঐচ্ছিক/অতিরিক্ত বিষয়ে ভালো ফল করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন অত্যন্ত কষ্টকর। তবে শুধু জিপিএ-৫ অর্জন তুলনামূলকভাবে সহজ। কারণ, বিজ্ঞান বিভাগের বিজ্ঞানের বিষয়গুলোতে (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত) ব্যবহারিক অংশের নম্বর ২৫। ব্যবহারিকের এই পূর্ণ ২৫ নম্বর আমরা সহজেই অর্জন করে থাকি বলে A+ অনেকটা নিশ্চিত। কিন্তু বাংলা বা ইংরেজিতে A+ অর্জন অনেকটা অনিশ্চিত। আর বাংলা বা ইংরেজি বিষয়ের A+ মিস হওয়ার ঘাটতি অপশনাল বিষয়ের A+প্রাপ্তি দিয়ে পরিপূর্ণ হতে পারে।
জিপিএ গণনা করার কৌশল:
তোমার মূল বিষয়ে পাওয়া মোট পয়েন্টের সঙ্গে অতিরিক্ত বিষয়ে পাওয়া পয়েন্ট থেকে ২ পয়েন্ট বাদ দিয়ে অতিরিক্ত পয়েন্ট যোগ কর। তারপর মোট পয়েন্টকে মূল বিষয়ের সংখ্যা দিয়ে ভাগ কর। প্রাপ্ত ফলই তোমার মোট জিপিএ।
একক বিষয়ে সিজিপিএর হিসাব
প্রাপ্ত নম্বর-গ্রেড পয়েন্ট-লেটার গ্রেড
৮০—১০০ = ৫ (A+)
৭০—৭৯ = ৪ (A)
৬০—৬৯ = ৩.৫ (A-)
৫০—৫৯ = ৩ (B)
৪০—৪৯ = ২ (C)
৩৩—৩৯ = ১ (D)
০—৩২ = ০ (F)
ঐচ্ছিক বিষয়ে A+ অর্জনের গুরুত্ব
ধরি, কোনো শিক্ষার্থী বাংলা, ইংরেজি ও ICT বিষয়ে A পেয়েছে। আর বাকি গ্রুপভিত্তিক বিষয়ে A+ পেয়েছে। এ ক্ষেত্রে সেই শিক্ষার্থী যদি ঐচ্ছিক বিষয়ে A+ পেয়ে থাকে তাহলে তার জিপিএ-৫ আসবে। আবার দেখা গেল যে, কোনো শিক্ষার্থী মূল বিষয়ে একটি ছাড়া বাকি বিষয়গুলোতে A+ পেয়েছে। আর এই একটি বিষয়ে সে C পেয়েছে। এ ক্ষেত্রে সে যদি ঐচ্ছিক বিষয়ে A+ পেয়ে থাকে তাহলেও তার জিপিএ-৫ হয় অর্থ্যাৎ, A+ নিশ্চিত হয়। ঠিক একইভাবে, কোনো শিক্ষার্থী যদি দুটি মূল বিষয়ে A+ পেয়ে থাকে, কিন্তু ঐচ্ছিক বিষয়ে A+ রয়েছে তাহলেও তার A+ আসবে। তবে যদি মূল বিষয়ের সবগুলোতে A+ পাওয়া যায় তাহলে ঐচ্ছিক বিষয়ের নম্বর যোগ করার প্রয়োজন হবে না। উল্লেখ্য, ঐচ্ছিক বিষয়ের উপযুক্ত দক্ষতা কারও কারও জন্য ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার পথ সুগম করতে পারে।
মো. ডালিম, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে