নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি হন। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৫৮৩ জন। পুরুষ ২৩০ ও মহিলা ৩৫৩ জন।
জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পাঁচ বছরের নিচে ২৫ শিশু রয়েছে। সরেজমিনে দেখা যায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের তাছলিমা আক্তার বলেন, ৪৫ দিনের বাচ্চা হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি। শ্বাসকষ্ট ও সর্দির কারণে ছেলেটির নিউমোনিয়া হয়ে গেছে। কষ্ট করে হলেও চিকিৎসা নিতে হবে।
শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের জহুরা খাতুন জানান, ‘নাতিকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে আছি। চার-পাঁচ দিন ধরে নিউমোনিয়া। পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, ১৮ মাস বয়সের নাতিকে নিয়ে ভোগান্তিতে আছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতাল অপ্রতুল। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বয়স্করা ঠান্ডাজনিত রোগে ভুগছেন।’
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি হন। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৫৮৩ জন। পুরুষ ২৩০ ও মহিলা ৩৫৩ জন।
জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পাঁচ বছরের নিচে ২৫ শিশু রয়েছে। সরেজমিনে দেখা যায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের তাছলিমা আক্তার বলেন, ৪৫ দিনের বাচ্চা হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি। শ্বাসকষ্ট ও সর্দির কারণে ছেলেটির নিউমোনিয়া হয়ে গেছে। কষ্ট করে হলেও চিকিৎসা নিতে হবে।
শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের জহুরা খাতুন জানান, ‘নাতিকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে আছি। চার-পাঁচ দিন ধরে নিউমোনিয়া। পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, ১৮ মাস বয়সের নাতিকে নিয়ে ভোগান্তিতে আছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতাল অপ্রতুল। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বয়স্করা ঠান্ডাজনিত রোগে ভুগছেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে