নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) গ্যাসের প্রি-পেইড মিটারের জন্য ৭০ হাজার আবেদন জমা পড়েছে। আরও ৩০ হাজার আবেদন জমা নেবে কেজিডিসিএল। তারপর এই এক লাখ গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনবে সংস্থাটি। ইতিমধ্যে মিটার বসানোর সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন বাকি ঠিকাদার নিয়োগের কাজ।
কেজিডিসিএলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যে এক লাখ গ্রাহকের বাসায় প্রি-পেইড মিটার বসানোর কাজ সম্পন্ন করতে চান তাঁরা। এ ক্ষেত্রে ‘আগে এলে আগে পাওয়া’ নীতিতে প্রিপেইড মিটার দেওয়া হবে। যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা আগে মিটার পাবেন। তবে এখন পর্যন্ত প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার নিয়োগের পরপরই প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু হবে। সেটি কয়েক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করছেন তাঁরা।
চট্টগ্রামে ২০১৭ সালের মে মাসে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও, প্রশাসনিক অনুমোদন লাভ করে ২০২১ সালের ১৮ মে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর কোনো কাজ করতে পারেননি প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) প্রকৌশলী সারোয়ার হোসেন। কিন্তু দুর্নীতির অভিযোগে ২০২১ সালের জুনে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হন। সাময়িক বহিষ্কারও হন তিনি। এ ঘটনায় কয়েক মাস প্রকল্পের কোনো কাজ হয়নি। পরে দায়িত্ব পান উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. নাহিদ আলম। বর্তমানে প্রকল্পটি তিনি দেখভাল করছেন।
কেজিডিসিএল থেকে সরবরাহ করা তথ্য ঘেঁটে দেখা গেছে, চট্টগ্রামে গ্যাসের গ্রাহক আছেন ১ লাখ ৪৩ হাজার ১৩৩ জন এবং বার্নারের সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার ৮। চলতি বছরের ৮ মে পর্যন্ত ৭০ হাজার গ্রাহক প্রি-পেইড মিটারের জন্য আবেদন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪১ কোটি টাকা। প্রথম পর্যায়ে এলাকাভিত্তিক গ্রাহকদের প্রি-পেইড মিটারের আওতায় আনা হলেও, এবার আর তা করা হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে নগরীর যেকোনো এলাকার গ্রাহকই অনলাইন আবেদনের মাধ্যমে প্রিপেইড মিটার সংযোগ নিতে পারবেন।
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) গ্যাসের প্রি-পেইড মিটারের জন্য ৭০ হাজার আবেদন জমা পড়েছে। আরও ৩০ হাজার আবেদন জমা নেবে কেজিডিসিএল। তারপর এই এক লাখ গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনবে সংস্থাটি। ইতিমধ্যে মিটার বসানোর সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন বাকি ঠিকাদার নিয়োগের কাজ।
কেজিডিসিএলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যে এক লাখ গ্রাহকের বাসায় প্রি-পেইড মিটার বসানোর কাজ সম্পন্ন করতে চান তাঁরা। এ ক্ষেত্রে ‘আগে এলে আগে পাওয়া’ নীতিতে প্রিপেইড মিটার দেওয়া হবে। যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা আগে মিটার পাবেন। তবে এখন পর্যন্ত প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার নিয়োগের পরপরই প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু হবে। সেটি কয়েক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করছেন তাঁরা।
চট্টগ্রামে ২০১৭ সালের মে মাসে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও, প্রশাসনিক অনুমোদন লাভ করে ২০২১ সালের ১৮ মে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর কোনো কাজ করতে পারেননি প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) প্রকৌশলী সারোয়ার হোসেন। কিন্তু দুর্নীতির অভিযোগে ২০২১ সালের জুনে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হন। সাময়িক বহিষ্কারও হন তিনি। এ ঘটনায় কয়েক মাস প্রকল্পের কোনো কাজ হয়নি। পরে দায়িত্ব পান উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. নাহিদ আলম। বর্তমানে প্রকল্পটি তিনি দেখভাল করছেন।
কেজিডিসিএল থেকে সরবরাহ করা তথ্য ঘেঁটে দেখা গেছে, চট্টগ্রামে গ্যাসের গ্রাহক আছেন ১ লাখ ৪৩ হাজার ১৩৩ জন এবং বার্নারের সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার ৮। চলতি বছরের ৮ মে পর্যন্ত ৭০ হাজার গ্রাহক প্রি-পেইড মিটারের জন্য আবেদন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪১ কোটি টাকা। প্রথম পর্যায়ে এলাকাভিত্তিক গ্রাহকদের প্রি-পেইড মিটারের আওতায় আনা হলেও, এবার আর তা করা হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে নগরীর যেকোনো এলাকার গ্রাহকই অনলাইন আবেদনের মাধ্যমে প্রিপেইড মিটার সংযোগ নিতে পারবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে