মির্জাপুর প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস মহাসড়ক এলাকায় পল্লীবিদ্যুতের আটটি খুঁটি ভেঙে পড়েছে। গত শনিবার রাত ১টার দিকে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ওই এলাকায় পানিনিষ্কাশনে ড্রেনেজব্যবস্থা নির্মাণের জন্য খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে নিলে খুঁটিগুলো ভেঙে পড়ে। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে।
স্থানীয়রা জানান, মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে। মহাসড়কে কাজ করায় বংশাই রোড এলাকায় ড্রেনেজব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফলে একটু বৃষ্টি হলেই বংশাই রোডে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতা দূর করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের অধীনে বংশাই রোডের ড্রেনেজব্যবস্থা নির্মাণকাজ শুরু হয়। গত শুক্রবার ওই এলাকা থেকে বারোখালী নদী পর্যন্ত ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। এ সময় সড়কের পাশে সারি সারি পল্লীবিদ্যুতের খুঁটির গোড়া থেকেও মাটি সরিয়ে নেওয়া হয়। শনিবার রাত ১টার দিকে আটটি খুঁটি হঠাৎ করেই ভেঙে পড়ে। রাত থেকে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে পল্লীবিদ্যুৎ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাতেই ঘটনাস্থলে আসেন। পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়।
বংশাই এলাকার বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বাইরে এসে দেখি, অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গত শুক্র ও শনিবার ড্রেন নির্মাণের জন্য পল্লীবিদ্যুতের খুঁটির গোড়া থেকে মাটি কেটে নেওয়া হয়। তখন ভেকু অপারেটর কোম্পানির ফোরম্যানকে এভাবে মাটি না কাটার জন্য বলা হয়। কিন্তু তিনি আমাদের কোনো কথা শোনেননি; বরং আমাদের বকাঝকা করেন।’
বাওয়ার কুমারজানী গ্রামের শাফিকুল ইসলাম বলেন, ‘যেভাবে খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া হয়েছে, তাতে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু ইঞ্জিনিয়ার বা ফোরম্যান বিষয়টা কেন বুঝলেন না তা আমাদের মাথায় আসছে না। কোম্পানির ইঞ্জিনিয়ার ও ফোরম্যান অদক্ষ বলে এ দুর্ঘটনা ঘটেছে।’
টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) আবু সাইম বলেন, ‘মহাসড়কের পাশে ড্রেনেজব্যবস্থা নির্মাণের জন্য মাটি কাটা হয়েছে। ফলে খুঁটি ভেঙে পড়েছে। আমরা দ্রুত বিকল্পভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা করব।’
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনায়েম কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ভেঙে পড়া খুঁটি সরিয়ে নিতে কোম্পানির বড় একটি হাইড্রোলিক ক্রেন ওই এলাকায় এসে পৌঁছেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস মহাসড়ক এলাকায় পল্লীবিদ্যুতের আটটি খুঁটি ভেঙে পড়েছে। গত শনিবার রাত ১টার দিকে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ওই এলাকায় পানিনিষ্কাশনে ড্রেনেজব্যবস্থা নির্মাণের জন্য খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে নিলে খুঁটিগুলো ভেঙে পড়ে। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে।
স্থানীয়রা জানান, মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে। মহাসড়কে কাজ করায় বংশাই রোড এলাকায় ড্রেনেজব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফলে একটু বৃষ্টি হলেই বংশাই রোডে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতা দূর করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের অধীনে বংশাই রোডের ড্রেনেজব্যবস্থা নির্মাণকাজ শুরু হয়। গত শুক্রবার ওই এলাকা থেকে বারোখালী নদী পর্যন্ত ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। এ সময় সড়কের পাশে সারি সারি পল্লীবিদ্যুতের খুঁটির গোড়া থেকেও মাটি সরিয়ে নেওয়া হয়। শনিবার রাত ১টার দিকে আটটি খুঁটি হঠাৎ করেই ভেঙে পড়ে। রাত থেকে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে পল্লীবিদ্যুৎ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাতেই ঘটনাস্থলে আসেন। পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়।
বংশাই এলাকার বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বাইরে এসে দেখি, অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গত শুক্র ও শনিবার ড্রেন নির্মাণের জন্য পল্লীবিদ্যুতের খুঁটির গোড়া থেকে মাটি কেটে নেওয়া হয়। তখন ভেকু অপারেটর কোম্পানির ফোরম্যানকে এভাবে মাটি না কাটার জন্য বলা হয়। কিন্তু তিনি আমাদের কোনো কথা শোনেননি; বরং আমাদের বকাঝকা করেন।’
বাওয়ার কুমারজানী গ্রামের শাফিকুল ইসলাম বলেন, ‘যেভাবে খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া হয়েছে, তাতে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু ইঞ্জিনিয়ার বা ফোরম্যান বিষয়টা কেন বুঝলেন না তা আমাদের মাথায় আসছে না। কোম্পানির ইঞ্জিনিয়ার ও ফোরম্যান অদক্ষ বলে এ দুর্ঘটনা ঘটেছে।’
টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) আবু সাইম বলেন, ‘মহাসড়কের পাশে ড্রেনেজব্যবস্থা নির্মাণের জন্য মাটি কাটা হয়েছে। ফলে খুঁটি ভেঙে পড়েছে। আমরা দ্রুত বিকল্পভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা করব।’
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনায়েম কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ভেঙে পড়া খুঁটি সরিয়ে নিতে কোম্পানির বড় একটি হাইড্রোলিক ক্রেন ওই এলাকায় এসে পৌঁছেছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৭ ঘণ্টা আগে