রয়টার্স, লন্ডন ও টোকিও
একদিকে চলছে যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেনের এ সংঘাত বন্ধ হওয়ার কোনো ইঙ্গিতই মিলছে না। এরই মধ্যে চীনে শুরু হয় করোনার ঢেউ। দেশটির বাণিজ্যিক প্রাণকেন্দ্র সাংহাইয়ে ঘোষণা করা হয় লকডাউন। এতে ভাটা পড়েছে বিভিন্ন উপাদানের সরবরাহে। প্রভাব পড়েছে এশিয়ার উৎপাদনে। করোনার সময় থেকেও কমে গেছে এ অঞ্চলের উৎপাদন। এ ছাড়া থমকে গেছে বৈশ্বিক উৎপাদনব্যবস্থা। আর এর ফলে মন্দার দিকে আরও এগিয়ে যাচ্ছে বিশ্ব।
গতকাল শুক্রবার প্রকাশিত এ-সংক্রান্ত এক জরিপ এমনই শঙ্কার বার্তা দিয়েছে। সদ্য শেষ হওয়া জুনে বৈশ্বিক উৎপাদন নির্দেশক সূচক পিএমআই আগের মাসের চেয়ে ২ দশমিক ৫ শতাংশ কমেছে। করোনার সময়ও এত কম ছিল না এ পরিসংখ্যান। সবচেয়ে বাজে অবস্থানে আছে এশিয়া। একের পর এক লকডাউন এবং ইউক্রেনে সংঘাতের কারণে কমে গেছে সরবরাহ। বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। এ সময়ে চীনের পিএমআই বাড়লেও টানা দুই মাস কমেই যাচ্ছে দক্ষিণ কোরিয়ার পিএমআই। একই চিত্র দেখা গেছে তাইওয়ানেও।
এশিয়ার বাণিজ্যিক কার্যক্রম এখন অনেকটাই চীননির্ভর। এ কারণে চীনে সংকট মানেই জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে সংকট। অর্থনীতিতে গতি আনতে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে গত মাসে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে চীন। জুনে গত ১৩ মাসের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন কার্যক্রম পরিচালনা করেছে দেশটি। কিছুটা আশার বার্তা দিচ্ছে ভারতের পিএমআই।
এবার উৎপাদন নিয়ে দড়ি-টানাটানির খেলা শুরু হবে বলে মনে করেন জাপানের দাই-ইচি লাইফ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ ইউসিকি শিনকে। তিনি বলেন, ‘সাময়িক বিপর্যয়ের পর চীনের অর্থনীতি ফের আগের অবস্থানে ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উৎপাদন কমে যাবে।’ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে।
তবে চীনের ক্ষেত্রেও এখনো কয়েকটি জায়গায় সংকট থেকেই যাচ্ছে। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে ব্যয়ের খরচ কমানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। এত উৎপাদন করে হয়তো একটা অংশ নষ্ট হয়ে যাবে। এ ছাড়া করোনার নতুন সংক্রমণের শঙ্কা এখনো রয়েই গেছে।
একদিকে চলছে যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেনের এ সংঘাত বন্ধ হওয়ার কোনো ইঙ্গিতই মিলছে না। এরই মধ্যে চীনে শুরু হয় করোনার ঢেউ। দেশটির বাণিজ্যিক প্রাণকেন্দ্র সাংহাইয়ে ঘোষণা করা হয় লকডাউন। এতে ভাটা পড়েছে বিভিন্ন উপাদানের সরবরাহে। প্রভাব পড়েছে এশিয়ার উৎপাদনে। করোনার সময় থেকেও কমে গেছে এ অঞ্চলের উৎপাদন। এ ছাড়া থমকে গেছে বৈশ্বিক উৎপাদনব্যবস্থা। আর এর ফলে মন্দার দিকে আরও এগিয়ে যাচ্ছে বিশ্ব।
গতকাল শুক্রবার প্রকাশিত এ-সংক্রান্ত এক জরিপ এমনই শঙ্কার বার্তা দিয়েছে। সদ্য শেষ হওয়া জুনে বৈশ্বিক উৎপাদন নির্দেশক সূচক পিএমআই আগের মাসের চেয়ে ২ দশমিক ৫ শতাংশ কমেছে। করোনার সময়ও এত কম ছিল না এ পরিসংখ্যান। সবচেয়ে বাজে অবস্থানে আছে এশিয়া। একের পর এক লকডাউন এবং ইউক্রেনে সংঘাতের কারণে কমে গেছে সরবরাহ। বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। এ সময়ে চীনের পিএমআই বাড়লেও টানা দুই মাস কমেই যাচ্ছে দক্ষিণ কোরিয়ার পিএমআই। একই চিত্র দেখা গেছে তাইওয়ানেও।
এশিয়ার বাণিজ্যিক কার্যক্রম এখন অনেকটাই চীননির্ভর। এ কারণে চীনে সংকট মানেই জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে সংকট। অর্থনীতিতে গতি আনতে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে গত মাসে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে চীন। জুনে গত ১৩ মাসের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন কার্যক্রম পরিচালনা করেছে দেশটি। কিছুটা আশার বার্তা দিচ্ছে ভারতের পিএমআই।
এবার উৎপাদন নিয়ে দড়ি-টানাটানির খেলা শুরু হবে বলে মনে করেন জাপানের দাই-ইচি লাইফ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ ইউসিকি শিনকে। তিনি বলেন, ‘সাময়িক বিপর্যয়ের পর চীনের অর্থনীতি ফের আগের অবস্থানে ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উৎপাদন কমে যাবে।’ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে।
তবে চীনের ক্ষেত্রেও এখনো কয়েকটি জায়গায় সংকট থেকেই যাচ্ছে। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে ব্যয়ের খরচ কমানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। এত উৎপাদন করে হয়তো একটা অংশ নষ্ট হয়ে যাবে। এ ছাড়া করোনার নতুন সংক্রমণের শঙ্কা এখনো রয়েই গেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে