সিলেট সংবাদদাতা
জেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে এই দাবি জানান প্রকৌশলীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নকাজে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতাবিহীন জনবল দিয়ে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি হবে। এতে প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প-২০৪১-এর অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এ ছাড়া প্রকৌশল কার্যক্রম অপ্রকৌশলীদের দ্বারা তদারক করা প্রকৌশলীদের জন্য অসম্মানজনক এবং এটি পৃথক একটি দপ্তরের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালু অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত।
এই আদেশকে উলুবনে মুক্তো ছড়ানো উল্লেখ করে বক্তারা আরও বলেন, গত ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত ডিসি সম্মেলনে ডিসিরা প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবি উত্থাপন করার প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী তাৎক্ষণিক নাকচ করে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অযৌক্তিক আদেশ দেশের উন্নয়নবিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করে। এই আদেশ অবিলম্বে বাতিল না হলে দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সঙ্গে নিয়ে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদিরের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার, আরইবির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইইডির নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, শাবিপ্রবির প্রকৌশলী ড. মো. ইকবাল, আরএইচডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম, প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।
জেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে এই দাবি জানান প্রকৌশলীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নকাজে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতাবিহীন জনবল দিয়ে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি হবে। এতে প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প-২০৪১-এর অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এ ছাড়া প্রকৌশল কার্যক্রম অপ্রকৌশলীদের দ্বারা তদারক করা প্রকৌশলীদের জন্য অসম্মানজনক এবং এটি পৃথক একটি দপ্তরের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালু অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত।
এই আদেশকে উলুবনে মুক্তো ছড়ানো উল্লেখ করে বক্তারা আরও বলেন, গত ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত ডিসি সম্মেলনে ডিসিরা প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবি উত্থাপন করার প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী তাৎক্ষণিক নাকচ করে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অযৌক্তিক আদেশ দেশের উন্নয়নবিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করে। এই আদেশ অবিলম্বে বাতিল না হলে দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সঙ্গে নিয়ে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদিরের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার, আরইবির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইইডির নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, শাবিপ্রবির প্রকৌশলী ড. মো. ইকবাল, আরএইচডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম, প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে